ETV Bharat / state

Changrabandha Border: দশদিন পর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে শুরু হল বৈদেশিক বাণিজ্য - চালু চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্য

চালু হল চ্যাংরাবান্ধা সীমান্ত (Changrabandha Border) দিয়ে বৈদেশিক বাণিজ্য ৷ টানা দশদিন বন্ধ ছিল চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাণিজ্য ৷ এদিন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা ।

Foreign trade resumed in Changrabandha border after ten days
Foreign trade resumed in Changrabandha border after ten days
author img

By

Published : Oct 10, 2022, 10:47 PM IST

কোচবিহার, 10 অক্টোবর: টানা দশদিন বন্ধ থাকার পর সোমবার সকালে চ্যাংরাবান্ধা সীমান্ত (Changrabandha Border) দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে চালু হল বৈদেশিক বাণিজ্য (Foreign trade) । বিশৃঙ্খলা এড়াতে সোমবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিশাল পুলিশ বাহিনী দিয়ে । উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা ।

গত 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর এই স্থলবন্দর দিয়ে ভারত এবং ভুটান থেকে কোনও পণ্য বাংলাদেশে পাঠানো হয়নি । তেমনই বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ ছিল । এই বানিজ্য কেন্দ্রে রাজ্য সরকারের নতুন সুবিধা ভেইকেল ফেসিলিয়েশন সিস্টেমেও বাণিজ্য করতে অধিকাংশ ব্যবসায়ীদের তরফেই দারুণ সাড়া মিলেছে । এই স্থলবন্দরে গত 26 সেপেম্বর থেকে নতুন এই সিস্টেমটি চালু হয়েছে ।

এই সিস্টেমে ব্যবসায়ীরা পণ্যও পাঠাতে শুরু করে দিয়েছেন । এই সিস্টেমে ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারছেন। নির্দিষ্ট রাজস্ব সরকারের খাতায় জমা করার পরেই নিয়ম মেনে পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে পাঠাতে পারবে ব্যবসায়ীরা । এতে আর আগের মতো দিনের পর দিন পণ্যবোঝাই ট্রাকগুলিকে সীমান্তে আটকে পড়ে থাকতে হবে না ।

টানা দশদিন পর চালু চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্য

আরও পড়ুন: ভারতে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশে ফিরতে গিয়ে কোচবিহারে গ্রেফতার 3

এই সিস্টেমটি প্রথমদিকে কিছু ব্যবসায়ীদের বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এই সিস্টেমে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে । মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, "এদিন পুনরায় বানিজ্য চালু হয় ৷ রাজ্য সরকারের সুবিধা সিস্টেমে পোর্টালের মাধ্যমে বাণিজ্য হওয়ায় কাজ অনেক সহজ হয়েছে ।

কোচবিহার, 10 অক্টোবর: টানা দশদিন বন্ধ থাকার পর সোমবার সকালে চ্যাংরাবান্ধা সীমান্ত (Changrabandha Border) দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে চালু হল বৈদেশিক বাণিজ্য (Foreign trade) । বিশৃঙ্খলা এড়াতে সোমবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিশাল পুলিশ বাহিনী দিয়ে । উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা ।

গত 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর এই স্থলবন্দর দিয়ে ভারত এবং ভুটান থেকে কোনও পণ্য বাংলাদেশে পাঠানো হয়নি । তেমনই বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ ছিল । এই বানিজ্য কেন্দ্রে রাজ্য সরকারের নতুন সুবিধা ভেইকেল ফেসিলিয়েশন সিস্টেমেও বাণিজ্য করতে অধিকাংশ ব্যবসায়ীদের তরফেই দারুণ সাড়া মিলেছে । এই স্থলবন্দরে গত 26 সেপেম্বর থেকে নতুন এই সিস্টেমটি চালু হয়েছে ।

এই সিস্টেমে ব্যবসায়ীরা পণ্যও পাঠাতে শুরু করে দিয়েছেন । এই সিস্টেমে ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারছেন। নির্দিষ্ট রাজস্ব সরকারের খাতায় জমা করার পরেই নিয়ম মেনে পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে পাঠাতে পারবে ব্যবসায়ীরা । এতে আর আগের মতো দিনের পর দিন পণ্যবোঝাই ট্রাকগুলিকে সীমান্তে আটকে পড়ে থাকতে হবে না ।

টানা দশদিন পর চালু চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্য

আরও পড়ুন: ভারতে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশে ফিরতে গিয়ে কোচবিহারে গ্রেফতার 3

এই সিস্টেমটি প্রথমদিকে কিছু ব্যবসায়ীদের বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এই সিস্টেমে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে । মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, "এদিন পুনরায় বানিজ্য চালু হয় ৷ রাজ্য সরকারের সুবিধা সিস্টেমে পোর্টালের মাধ্যমে বাণিজ্য হওয়ায় কাজ অনেক সহজ হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.