ETV Bharat / state

Family Clash: জমি নিয়ে দুই পরিবারে মধ্যে সংঘর্ষ - জমি নিয়ে দুই পরিবারে মধ্যে সংঘর্ষ

কোচবিহারে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ৷ আহত দুই পরিবারের 8 সদস্য ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Family Clash)৷

Family Clash
জমি নিয়ে দুই পরিবারে মধ্যে সংঘর্ষ
author img

By

Published : Jul 27, 2022, 10:24 PM IST

কোচবিহার, 27 জুলাই: জমি নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি (Family Clash) ৷ পরে তা রূপ নেয় হাতাহাতিতে ৷ কোচহবিহারের দিনহাটার এই ঘটনায় 2 মহিলা-সহ 8 জন আহত হয়েছেন (8 person Injured in a Family Clash) ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নং ব্লকের ওকড়াবাড়ির ছোট ফলিমারী এলাকায় ।

সূত্রের খবর, ছোট ফলিমারী এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক ও সেরাজুল হক সম্পর্কে ভাই ৷ দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল ৷ মঙ্গলবার তা হঠাৎ হাতাহাতিতে পরিণত হয় ৷ পরে তা সংঘর্ষের রূপ নেয় ৷ অভিযোগ, একপক্ষ ও অপর পক্ষের উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে ৷ ঘটনায় আহত হন 2 মহিলা-সহ 8 সদস্য ৷ আহতরা সকলেই দিনিহাটা হাসপাতালে চিকিৎসাধীন ৷

জমি নিয়ে দুই পরিবারে মধ্যে সংঘর্ষ

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, জামাইকে কোপাল শ্বশুরবাড়ির লোকজন

দুই পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ৷

কোচবিহার, 27 জুলাই: জমি নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি (Family Clash) ৷ পরে তা রূপ নেয় হাতাহাতিতে ৷ কোচহবিহারের দিনহাটার এই ঘটনায় 2 মহিলা-সহ 8 জন আহত হয়েছেন (8 person Injured in a Family Clash) ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নং ব্লকের ওকড়াবাড়ির ছোট ফলিমারী এলাকায় ।

সূত্রের খবর, ছোট ফলিমারী এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক ও সেরাজুল হক সম্পর্কে ভাই ৷ দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল ৷ মঙ্গলবার তা হঠাৎ হাতাহাতিতে পরিণত হয় ৷ পরে তা সংঘর্ষের রূপ নেয় ৷ অভিযোগ, একপক্ষ ও অপর পক্ষের উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে ৷ ঘটনায় আহত হন 2 মহিলা-সহ 8 সদস্য ৷ আহতরা সকলেই দিনিহাটা হাসপাতালে চিকিৎসাধীন ৷

জমি নিয়ে দুই পরিবারে মধ্যে সংঘর্ষ

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, জামাইকে কোপাল শ্বশুরবাড়ির লোকজন

দুই পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.