দিনহাটা, 29 ডিসেম্বর: চালক না থাকায় দিনহাটা মহকুমা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি গত দু'বছর ধরে পড়ে রয়েছে। আর এই সুযোগে রোগী ও তাঁর আত্মীয়দের চড়া দামে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকায় হাসপাতালে আসা রোগী ও তাঁর আত্মীয়দের মধ্যে ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে। তাই দ্রুত চালক নিয়োগের দাবি তুলেছেন তাঁরা । যদিও দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার ড.রঞ্জিত মণ্ডল বলেন, "হাসপাতালে গাড়ি চালকরা পরপর অবসর নেওয়ার কারণে এই অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে।"
300 বেডের দিনহাটা মহকুমা হাসপাতালের উপর দিনহাটা মহকুমার তিনটি ব্লকের বাসিন্দারা নির্ভরশীল । পাশাপাশি কোচবিহার-1 ব্লক ও দিনহাটা-1 ব্লকের একটা বড় অংশের বাসিন্দারাও চিকিৎসার জন্য নির্ভরশীল এই হাসপাতালের উপর । প্রতিদিনই হাসপাতাল থেকে বহু রোগীকে কোচবিহার মেডিকেল কলেজ কিংবা শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স পড়ে থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয় ।
আরও পড়ুন: টেন্ডারে অংশ নেয়নি কেউ, কোচবিহার শহরে পানীয় জল প্রকল্প ঢিমেতালে
হাসপাতাল সূত্রে খবর, আগে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঁচজন গাড়িচালক ছিলেন। ধীরে ধীরে সকলেই অবসর নেওয়ার পর নতুন করে আর চালক নিয়োগ হয়নি। ফলে অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, "গোটা বিষয়টি স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে।"