কোচবিহার, 13 জানুয়ারি : কামতাপুরি ভাষার গবেষক ধর্মানারায়ণ বর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল 2021-এর জানুয়ারিতে । বুধবার, 12 জানুয়ারির বিকেলে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান তুফানগঞ্জে তাঁর বাড়িতে যান ৷ সেখানে ভারত সরকারের এই পুরস্কার গবেষকের হাতে তুলে দেন তিনি । স্বাভাবিকভাবেই খুশি কোচবিহারবাসী । এই সম্মানে আনন্দিত প্রবীণ রাজবংশী বুদ্ধিজীবী (Cooch Behar DM hands over Padma Shri to Dharmanarayan Barma in Tufanganj) ।
1935 সালের 10 নভেম্বর তুফানগঞ্জে জন্মগ্রহণ করেন ধর্মনারায়ণ বর্মা । 1951-এ তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন । এরপর উচ্চশিক্ষার জন্য কোচবিহার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন । সেখান থেকে আইএ এবং পরে স্নাতক হন ধর্মনারায়ণ বর্মা ।
আরও পড়ুন : পদ্মশ্রী পাচ্ছেন প্রবীণ গবেষক, খুশি কোচবিহার
1959 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এমএ করেন । এরপর শিক্ষকতায় যোগ দেন । 1995 সালে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কামতাপুরি ভাষায় গবেষণা শুরু করেন । লেখেন একাধিক বই । তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে অন্যতম 'কামতাপুরী ভাষা সাহিত্যের রূপরেখা', 'মহাবীর চিলারায়', 'আ স্টেপ টু কামতাবিহারী ল্যাঙ্গুয়েজ' ।
86 বছর বয়সে এখন গবেষকের পক্ষে লেখালেখি করা সম্ভব হচ্ছে না । এই সম্মান পেয়ে ধর্মনারায়ণবাবু বলেন, "জীবনের শেষ বয়সে এই সম্মান অনেকটা শক্তি জোগাবে ।"