কোচবিহার, 11 এপ্রিল : জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতিতে আহত উভয়পক্ষের চারজন । তাদের কোচবিহার মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা মাথাভাঙার হাজরাহাট এলাকার বাসিন্দা নীলকান্ত চৌধুরির পরিবার এবং অনিল মণ্ডলের পরিবারের মধ্যে ৷ নীলকান্ত চৌধুরির অভিযোগ, তার জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে প্রতিবেশী অনিল মণ্ডল ৷ গতকাল সকালে অনিল মণ্ডল ওই জমিতে আল তৈরির কাজে গেলে বাধা দেয় সে ৷ এর জেরে শুরু হয় বচসা । পরিস্থিতিতি সামাল দিতে দুই পরিবারের বাকি সদস্যরা এলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় । দুই পক্ষের হাতাহাতি শুরু হলে এলাকাবাসী পুলিশকে খবর দেন । পরে মাথাভাঙা থানার পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে ৷ দুই পরিবারের আহত চারজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করে পুলিশ । এদের মধ্যে নীলকান্ত চৌধুরি এবং অনন্ত চৌধুরির অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
এবিষয়ে নীলকান্ত চৌধুরি জানায়, দীর্ঘদিন ধরে জোর করে তার জমি দখল করে আছে প্রতিবেশী অনিল মণ্ডল । জমি চাইতে গেলে ভয় দেখায় । আজ বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ।
অন্যদিকে অনিল মণ্ডলের অভিযোগ, জমিটি নীলকান্ত চৌধুরির নয়, সে নিজের জমিতে কাজ করতে গেছিল । কাজে বাধা দেয় নীলকান্ত ৷ এরপর তাদের মারধর করে নীলকান্তর পরিবারের লোকজন ।
পুলিশ জানিয়েছে, উভয়পক্ষই অভিযোগ দায়ের করেছে । তদন্ত শুরু হয়েছে ।