কোচবিহার, 9 সেপ্টেম্বর : ভরদুপুরে বাড়িতে ঢুকে এক মহিলাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড এলাকায়। মৃতার নাম সোমা সাহা( 45)। খবর পেয়ে দিনহাটার SDPO মানবেন্দ্র দাস ঘটনাস্থানে যান। ঘটনায় ধন্দে পড়েছে পুলিশ।
মৃতার স্বামী অনুপ দাস । দিনহাটা কৃষিমেলা বাজারে সবজির আড়ত আছে তাঁর । দিনের বেশিরভাগ সময়টা তাঁর সেখানেই কাটে । সকালে বেরিয়ে যান… রাতে বাড়ি ফেরেন । ছেলেকেও সঙ্গে করে নিয়ে যান কাজে সাহায্য় করার জন্য । এই সময়টা বাড়িতে একাই থাকতেন সোমা সাহা । এটাই স্বাভাবিক রুটিন তাঁদের ।
গতকালও তেমনটাই ছিল । ছেলেকে নিয়ে কাজে গেছিলেন অনুপবাবু । রোজকার মতোই কাজ করছেন আড়তে । হঠাৎ মোবাইল বেজে উঠল অনুপবাবুর । মোবাইলের স্ক্রিনে এক প্রতিবেশীর নম্বর । একটু অবাকই হয়েছিলেন । এই অসময়ে এমন ফোন আশা করেননি তিনি । ফোন ধরার পর ওপার থেকে যা বলল, তার সারমর্ম এই যে, অনুপবাবুর বাড়িতে এক যুবক ঢুকেছে । তাঁকে এই তল্লাটে আগে দেখেননি ওই প্রতিবেশী । দরজাও বাইরে থেকে আটকানো । শুনেই বাড়ির দিকে রওনা হন অনুপবাবু ।
আরও পড়ুন : নোড়া দিয়ে মাথা থেঁতলে বিবি-কে খুন
বাড়ি আসতে আসতে প্রায় দুপুর তিনটে বেজে গেল । দরজা তখনও বাইরে থেকে বন্ধ । ভিতরে কোনও সাড়াশব্দ নেই । স্ত্রীয়ের নাম ধরে বার কয়েক ডাকলেন । কিন্তু না… কোনও সাড়াশব্দ নেই । ধাক্কাধাক্কি করে দরজা ভাঙা হল । দরজা ভেঙে ঢুকতেই অনুপবাবু টের পেলেন কিছু একটা হয়েছে । কিন্তু সব ঘর খোঁজাখুঁজি করেও কোথাও স্ত্রীর দেখা পেলেন না । হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে অনুপবাবুর । এরপর খোঁজ করতে করতে স্নানঘরে ঢুকতেই দেখা মিলল সোমার । কিন্তু ততক্ষণে সব শেষ । স্নানঘরের মেঝে রক্তে ভেসে গেছে । সেখানেই পড়ে রয়েছে সোমা । রক্তমাখা । নিথর । চোখগুলি নিষ্পলক । তবে অচেনা সেই যুবককে ঘরে পাওয়া যায়নি ।
খবর পাঠানো হয় পুলিশে । ঘটনাস্থানে আসেন দিনহাটার SDPO মানবেন্দ্র দাস । পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ । অজ্ঞাতপরিচয় ওই যুবকেরও খোঁজ চলছে ।