কোচবিহার, 13 অগস্ট : ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি । বৃহস্পতিবার রাতে জেলার শীতলকুচি বিধানসভার অন্তর্গত বৈরাগীরহাট এলাকায় বিজেপি কর্মী গোপাল সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় ওই কর্মী বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে উত্তপ্ত কোচবিহার । বেশ কয়েকজন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে এখানে । গতকাল রাতে বিজেপি কর্মী গোপাল সরকার একটি দোকানে বসেছিলেন ৷ আচমকা কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে জয় শ্রীরাম নিয়ে কটূক্তি করেন । গোপাল প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন । এরপর ওই দুষ্কৃতীরা গোপাল সরকারের বাড়ি ভাঙচুর ও লুঠপাট চালায় বলে অভিযোগ । তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায় বর্তমানে গোপাল সরকার কোচবিহার জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আরও পড়ুন : Bangladeshi Arrest : স্বাধীনতা দিবসের আগে কোচবিহারে ধৃত ছয় বাংলাদেশি, জালে দুই ভারতীয়ও
তিনি জানিয়েছেন, গতকাল রাতে কয়েকজন তৃণমূল কর্মী জয় শ্রীরাম নিয়ে কটূক্তি করায় তিনি তার প্রতিবাদ করেন । এরপরই হামলা চালায় তারা । তাঁর বাড়ি ভাঙচুর, লুঠপাট করা হয় । বিজেপির শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন জানিয়েছেন, গতকালের ঘটনা ন্যক্কারজনক । বিধানসভা নির্বাচনের পর থেকেই শীতলকুচির বিস্তীর্ণ এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস চালাচ্ছে বিজেপি কর্মীদের উপর । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে । যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক আব্দুল জলিল আহমেদ জানান, অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ ।