কোচবিহার, 22 জানুয়ারি : বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ ৷ দিনহাটার ভেটাগুড়ির ঘটনা । বৃহস্পতিবার রাতে ভেটাগুড়ি মণ্ডল কার্যালয়ের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে সেখানে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে যায় । গোটা ঘটনায় বিজেপি,তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
আরও পড়ুন :বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, নামল র্যাফ
গত কয়েক মাস ধরেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত রয়েছে দিনহাটার ভেটাগুড়ি । ওই এলাকাতেই রয়েছে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি । আর ক্ষমতা দখলকে কেন্দ্র করে মাঝেমধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায় । এরই মধ্যে গতকাল ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠের পাশে বিজেপির মণ্ডল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।
আরও পড়ুন : হাওড়ার পাঁচলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ঘটনার খবর জানাজানি হতেই শুক্রবার সকালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভেটাগুড়িতে । পড়ে দিনহাটা থেকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে । যদিও, অভিযোগ অস্বীকার করে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, "বিজেপির গোষ্ঠী কোন্দল এর ফলেই এই ঘটনা ঘটেছে ।" ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ৷