ETV Bharat / state

সাবেক ছিটমহলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীকে অভিযোগ নিশীথের

author img

By

Published : Mar 5, 2020, 9:54 PM IST

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন BJP সাংসদ নিশীথ প্রামাণিক । জানালেন একাধিক অভিযোগ ।

BJP MP Nisith Pramanik is  in PM Office
প্রধানমন্ত্রীর দপ্তরে কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামানিক

কোচবিহার, 5 মার্চ : সাবেক ছিটমহলের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা ঠিকমতো খরচ করছে না রাজ্য সরকার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই অভিযোগ জানালেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক । আজ উত্তরবঙ্গের একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় বলে জানান তিনি ।

নিশীথ প্রামাণিক বলেন, ‘‘প্রধানমন্ত্রী ডেকেছিলেন । দুপুরে গিয়েছিলাম । ৪৫ মিনিটের মতো কথা হয় । উত্তরবঙ্গের স্থানীয় ভাষা, সংস্কৃতি নিয়েও আলোচনা হয়েছে । এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন বাধা কাটিয়ে কীভাবে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজগুলি করা যায় সেই বিষয়ে উনি জানতে চান । কোচবিহার, মালদা ও বালুরঘাট বিমানবন্দর নিয়েও কথা হয়েছে।’’

বৈঠকের পাশাপাশি আজ কৃষ্ণের একটি মূর্তি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নিশীথবাবু । তিনি বলেন, ‘‘সাবেক ছিটমহলের জন্য কেন্দ্রীয় সরকার যা বরাদ্দ করেছে তা ঠিকমতো খরচ হচ্ছে কি না সে বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন । সেই টাকা রাজ্য সরকার ঠিকমতো খরচ করছে না বলে আমি ওঁর কাছে অভিযোগ জানিয়েছি।’’

কোচবিহার, 5 মার্চ : সাবেক ছিটমহলের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা ঠিকমতো খরচ করছে না রাজ্য সরকার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই অভিযোগ জানালেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক । আজ উত্তরবঙ্গের একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় বলে জানান তিনি ।

নিশীথ প্রামাণিক বলেন, ‘‘প্রধানমন্ত্রী ডেকেছিলেন । দুপুরে গিয়েছিলাম । ৪৫ মিনিটের মতো কথা হয় । উত্তরবঙ্গের স্থানীয় ভাষা, সংস্কৃতি নিয়েও আলোচনা হয়েছে । এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন বাধা কাটিয়ে কীভাবে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজগুলি করা যায় সেই বিষয়ে উনি জানতে চান । কোচবিহার, মালদা ও বালুরঘাট বিমানবন্দর নিয়েও কথা হয়েছে।’’

বৈঠকের পাশাপাশি আজ কৃষ্ণের একটি মূর্তি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নিশীথবাবু । তিনি বলেন, ‘‘সাবেক ছিটমহলের জন্য কেন্দ্রীয় সরকার যা বরাদ্দ করেছে তা ঠিকমতো খরচ হচ্ছে কি না সে বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন । সেই টাকা রাজ্য সরকার ঠিকমতো খরচ করছে না বলে আমি ওঁর কাছে অভিযোগ জানিয়েছি।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.