কোচবিহার, 7 এপ্রিল: কোচবিহারের চান্দামারিতে বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটেছে । গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । বিজেপি বিধায়কের অভিযোগ, এদিন তিনি চান্দামারিতে বিজেপি কার্যালয় উদ্বোধনে যাচ্ছিলেন ৷ সেই সময় পুলিশের উপস্থিতিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে অভিযোগ করেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর চান্দামারিতে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এরপর থেকে বিজেপির ওই কার্যালয়টি ভেঙে যাওয়া অবস্থাতেই ছিল । সম্প্রতি ওই কার্যালয় সংস্কার করা হয় । এদিন সেই কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছিলেন তিনি ৷ সেই সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয় ।
যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ ভিত্তিহীন । যেহেতু গ্রামবাসীরা 100 দিনের কাজ করে টাকা পাননি ৷ তাই এদিন বিধায়ক এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান । যদিও পরে কার্যালয়ে উদ্বোধন করে ফিরে আসেন বিধায়ক ।’’
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় । মাঝেমধ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে । গত 25 ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ৷ ওই ঘটনা ঘিরে রাজ্যজুড়ে হইচই পড়ে যায় ।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই । তারপর এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । বিজেপির একটি অংশের দাবি, কোচবিহারের মানুষ এখনও তৃণমূলের পাশে নেই ৷ সেই কারণেই দুষ্কৃতীদের ব্যবহার করে বিজেপির উপর হামলার ঘটনা ঘটছে ৷
এদিকে এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ এই নিয়ে পুলিশের তরফেও কেউ এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷
আরও পড়ুন: ভেটাগুড়িতে তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে