ETV Bharat / state

Bhutan Team Visit Changrabandha: চ্যাংরাবান্ধা সীমান্তে বাণিজ্য ব্যবস্থা পরিদর্শনে ভুটান প্রশাসন - চ্যাংরাবান্ধা সীমান্ত

চ্যাংরাবান্ধা সীমান্ত (Changrabandha Border Area) এলাকায় বাণিজ্য ব্যবস্থা পরিদর্শনে এলেন ভুটান প্রশাসনের কর্তারা ৷

Bhutan Team Visit Changrabandha
Bhutan Team Visit Changrabandha
author img

By

Published : Nov 9, 2022, 9:46 PM IST

কোচবিহার, 9 নভেম্বর: কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত (Changrabandha Border Area) দিয়ে ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যে আরও গতি আনতে এবার উদ্যোগ নিল দুই দেশের সরকার । এই বাণিজ্যের কাজ খতিয়ে দেখতেই বুধবার চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শনে এলেন ভুটানের বিদেশ মন্ত্রকের এক প্রতিনিধি দল । মোট 17 জনের এই দলের নেতৃত্বে ছিলেন ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন ও কর্মা সোশার । তাঁদের সঙ্গে ওই দেশের পরিবহণ দফতরের প্রধান সোনম চোফেলও ছিলেন ।

এদিন চ্যাংরাবান্ধার শুল্ক দফতরে একটি বৈঠকও করেছেন তাঁরা । সেখানে শুল্ক দফতরের চ্যাংরাবান্ধা শাখার সুপারিন্টেন্ডন্ট অরিন্দম মুখোপাধ্যায়, পঙ্কজ কুমার, পরিমল বরুয়া প্রমুখ ছিলেন । দীর্ঘদিন ধরেই চ্যাংরাবান্ধা দিয়ে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রফতানি চলছে । প্রতিদিন ভুটান ও ভারত থেকে প্রায় 500 ট্রাক বোল্ডার নিয়ে বাংলাদেশে যায় ।

অপরদিকে, বাংলাদেশ থেকে ভুটানে সেভাবে পণ্য আমদানি না-হলেও, ভার‍তে ফলের রস, মশারি রফতানি করে প্রতিবেশী দেশ । ভারতের যেসব স্থল বন্দরের উপর দিয়ে ভুটান থেকে বাংলাদেশে পণ্য রফতানি করা হচ্ছে, সেইসব জায়গাগুলি ঘুরে দেখতেই সেদেশের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দলের সদস্যরা বেড়িয়েছেন । এর মধ্যে চ্যাংরাবান্ধা স্থলবন্দরও রয়েছে । এই স্থলবন্দরেও বাংলাদেশে পণ্য পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুবিধা পোর্টাল চালু করা হয়েছে । এই সিস্টেম কার্যকর রয়েছে ভুটানের ক্ষেত্রেও ।

আরও পড়ুন: দশদিন পর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে শুরু হল বৈদেশিক বাণিজ্য

সুবিধা পোর্টালের মাধ্যমে বাণিজ্য করতে গিয়েও কোনওরকম অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই ভুটানের প্রতিনিধি দলের কর্তারা এদিন খোঁজখবর নিয়েছেন (Bhutan Team Visit Changrabandha)। ওই প্রতিনিধি দলের প্রধান ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন অবশ্য জানান, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েও ভুটানের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য চলছে । এই বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিতেই এদিন এখানে আসা হয়েছে ।

কোচবিহার, 9 নভেম্বর: কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত (Changrabandha Border Area) দিয়ে ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যে আরও গতি আনতে এবার উদ্যোগ নিল দুই দেশের সরকার । এই বাণিজ্যের কাজ খতিয়ে দেখতেই বুধবার চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শনে এলেন ভুটানের বিদেশ মন্ত্রকের এক প্রতিনিধি দল । মোট 17 জনের এই দলের নেতৃত্বে ছিলেন ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন ও কর্মা সোশার । তাঁদের সঙ্গে ওই দেশের পরিবহণ দফতরের প্রধান সোনম চোফেলও ছিলেন ।

এদিন চ্যাংরাবান্ধার শুল্ক দফতরে একটি বৈঠকও করেছেন তাঁরা । সেখানে শুল্ক দফতরের চ্যাংরাবান্ধা শাখার সুপারিন্টেন্ডন্ট অরিন্দম মুখোপাধ্যায়, পঙ্কজ কুমার, পরিমল বরুয়া প্রমুখ ছিলেন । দীর্ঘদিন ধরেই চ্যাংরাবান্ধা দিয়ে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রফতানি চলছে । প্রতিদিন ভুটান ও ভারত থেকে প্রায় 500 ট্রাক বোল্ডার নিয়ে বাংলাদেশে যায় ।

অপরদিকে, বাংলাদেশ থেকে ভুটানে সেভাবে পণ্য আমদানি না-হলেও, ভার‍তে ফলের রস, মশারি রফতানি করে প্রতিবেশী দেশ । ভারতের যেসব স্থল বন্দরের উপর দিয়ে ভুটান থেকে বাংলাদেশে পণ্য রফতানি করা হচ্ছে, সেইসব জায়গাগুলি ঘুরে দেখতেই সেদেশের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দলের সদস্যরা বেড়িয়েছেন । এর মধ্যে চ্যাংরাবান্ধা স্থলবন্দরও রয়েছে । এই স্থলবন্দরেও বাংলাদেশে পণ্য পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুবিধা পোর্টাল চালু করা হয়েছে । এই সিস্টেম কার্যকর রয়েছে ভুটানের ক্ষেত্রেও ।

আরও পড়ুন: দশদিন পর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে শুরু হল বৈদেশিক বাণিজ্য

সুবিধা পোর্টালের মাধ্যমে বাণিজ্য করতে গিয়েও কোনওরকম অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই ভুটানের প্রতিনিধি দলের কর্তারা এদিন খোঁজখবর নিয়েছেন (Bhutan Team Visit Changrabandha)। ওই প্রতিনিধি দলের প্রধান ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন অবশ্য জানান, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েও ভুটানের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য চলছে । এই বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিতেই এদিন এখানে আসা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.