ETV Bharat / state

Bhutan External Affairs Ministry: চ্যাংড়াবান্ধা সীমান্ত পরিদর্শনে ভুটানের বিদেশ মন্ত্রক - চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পরিদর্শন

ভুটান-ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক বাণিজ্যের পরিস্থতি খতিয়ে দেখতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন ভুটানের বিদেশ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল (Bhutan External Affairs ministry members visit Changrabandha border) ৷

Bhutan External Affairs Ministry
ETV Bharat
author img

By

Published : Nov 10, 2022, 6:44 AM IST

Updated : Nov 10, 2022, 12:50 PM IST

কোচবিহার, 10 নভেম্বর: ভুটান-ভারত-বাংলাদেশ বৈদেশিক ব্যবসার অন্যতম স্থলপথ চ্যাংরাবান্ধা স্থলবন্দর (Bhutan External Affairs ministry members visit Changrabandha border)। এই চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্র দিয়ে মূলত বাংলাদেশ, ভারত, ভুটানের ব্যবসা চলে। বাণিজ্যিক পরিকাঠামো বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর । চ্যাংরাবান্ধা স্থলবন্দরের বাণিজ্যের কাজ খতিয়ে দেখতেই চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করল ভুটান সরকারের বিদেশ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ।

17 জন সদস্যের এই প্রতিনিধি দল খতিয়ে দেখেন স্থল বন্দরটির পরিস্থিতি । এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন ও কর্মা সোশার। এছাড়াও উপস্থিত ছিলেন ভুটানের পরিবহণ দফতরের প্রধান সোনম চোফেল।

বাণিজ্যিক একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে চ্যাংরাবান্ধার শুল্ক দফতরে একটি বৈঠক হয় । সেখানে শুল্ক দফতরে চ্যাংরাবান্ধার সুপারিন্টেন্ডেন্ট অরিন্দম মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন । ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন জানিয়েছেন, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েও ভুটানের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য চলছে । এই বাণিজ্যের জন্য বিভিন্ন বিষয় খোঁজ নেওয়া হয়।

আরও পড়ুন: চ্যাংড়াবান্ধায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা করল ফরেনসিক টিম

প্রসঙ্গত, চ্যাংরাবান্ধা স্থলবন্দরে নতুন ভাবে চালু হয়েছে সুবিধা ভেহিকেল ফেসিলেয়েশন সিস্টেম । পশ্চিমবঙ্গ সরকারে চালু করা এই নতুন পরিষেবার অনলাইন পদ্ধতিতে বেশ কিছু নিয়ম মেনে বাণিজ্য করতে বলে নির্দেশিকা জারি হয়েছে ৷ এই সিস্টেম কার্যকর রয়েছে ভুটানের ক্ষেত্রেও । শুরুতে সুবিধা পোর্টালের মাধ্যমে বাণিজ্য করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়েন ব্যাবসায়ীরা । তবে প্রশাসনিক সহযোগিতায় তা মিটে গিয়েছে ৷ এদিন, রাজ্য সরকারের চালু করা এই অনলাইন পোর্টাল ব্যবহারে ব্যবসায়ীদের কোনওরকম অসুবিধা হচ্ছে কি না, তা নিয়েও ভুটানের প্রতিনিধি দলের কর্তারা খোঁজখবর নিয়েছেন।

কোচবিহার, 10 নভেম্বর: ভুটান-ভারত-বাংলাদেশ বৈদেশিক ব্যবসার অন্যতম স্থলপথ চ্যাংরাবান্ধা স্থলবন্দর (Bhutan External Affairs ministry members visit Changrabandha border)। এই চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্র দিয়ে মূলত বাংলাদেশ, ভারত, ভুটানের ব্যবসা চলে। বাণিজ্যিক পরিকাঠামো বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর । চ্যাংরাবান্ধা স্থলবন্দরের বাণিজ্যের কাজ খতিয়ে দেখতেই চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করল ভুটান সরকারের বিদেশ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ।

17 জন সদস্যের এই প্রতিনিধি দল খতিয়ে দেখেন স্থল বন্দরটির পরিস্থিতি । এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন ও কর্মা সোশার। এছাড়াও উপস্থিত ছিলেন ভুটানের পরিবহণ দফতরের প্রধান সোনম চোফেল।

বাণিজ্যিক একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে চ্যাংরাবান্ধার শুল্ক দফতরে একটি বৈঠক হয় । সেখানে শুল্ক দফতরে চ্যাংরাবান্ধার সুপারিন্টেন্ডেন্ট অরিন্দম মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন । ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন জানিয়েছেন, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েও ভুটানের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য চলছে । এই বাণিজ্যের জন্য বিভিন্ন বিষয় খোঁজ নেওয়া হয়।

আরও পড়ুন: চ্যাংড়াবান্ধায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা করল ফরেনসিক টিম

প্রসঙ্গত, চ্যাংরাবান্ধা স্থলবন্দরে নতুন ভাবে চালু হয়েছে সুবিধা ভেহিকেল ফেসিলেয়েশন সিস্টেম । পশ্চিমবঙ্গ সরকারে চালু করা এই নতুন পরিষেবার অনলাইন পদ্ধতিতে বেশ কিছু নিয়ম মেনে বাণিজ্য করতে বলে নির্দেশিকা জারি হয়েছে ৷ এই সিস্টেম কার্যকর রয়েছে ভুটানের ক্ষেত্রেও । শুরুতে সুবিধা পোর্টালের মাধ্যমে বাণিজ্য করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়েন ব্যাবসায়ীরা । তবে প্রশাসনিক সহযোগিতায় তা মিটে গিয়েছে ৷ এদিন, রাজ্য সরকারের চালু করা এই অনলাইন পোর্টাল ব্যবহারে ব্যবসায়ীদের কোনওরকম অসুবিধা হচ্ছে কি না, তা নিয়েও ভুটানের প্রতিনিধি দলের কর্তারা খোঁজখবর নিয়েছেন।

Last Updated : Nov 10, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.