ETV Bharat / state

কোচবিহার পৌরসভার প্রশাসক পদ থেকে সরানো হল ভূষণ সিংকে - পৌরসভার প্রশাসক পদ থেকে অপসারণ

কোচবিহার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ভূষণ সিং গত 2017 সালে পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন । 2020 সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন । পরবর্তীতে নির্বাচন না হওয়ায় পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় । এরপর ভূষণ সিংকে পুরসভার প্রশাসক মন্ডলীর প্রশাসক পদে নিয়োগ করা হয় । এতদিন তিনি সেই দায়িত্ব সামলাচ্ছিলেন ।

ভূষণ সিং
ভূষণ সিং
author img

By

Published : May 7, 2021, 12:11 PM IST

কোচবিহার, 7মে : বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং । আর তাই রাজ্যে নতুন সরকার গঠনের পরই পৌরসভার প্রশাসক মণ্ডলীর দায়িত্ব থেকে সরানো হল ভূষনকে। বৃহস্পতিবার এ বিষয়ে রাজ্য সরকারের তরফে কোচবিহার পুরসভা ও জেলা প্রশাসনের কাছে নির্দেশ এসে পৌঁছায় । আপাতত কোচবিহার পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহারের সদর মহকুমা শাসক রাকিবুর রহমানকে ।

এবিষয়ে ভূষণ সিং বলেন, "যেহেতু আমি নির্বাচনের আগে অন্য দলে গিয়েছি কাজেই আমাকে সরাবে এটা স্বাভাবিক ।" জানা গিয়েছে, কোচবিহার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ভূষণ সিং গত 2017 সালে পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন । 2020 সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন । পরবর্তীতে নির্বাচন না হওয়ায় পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় । এরপর ভূষণ সিংকে পুরসভার প্রশাসক মন্ডলীর প্রশাসক পদে নিয়োগ করা হয় । এতদিন তিনি সেই দায়িত্ব সামলাচ্ছিলেন ।

এরপর গত ডিসেম্বর মাসে কোচবিহারের রাসমেলা মাঠে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সভামঞ্চে জায়গা না পেয়ে জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভূষণ সিং । পরবর্তীতে বিভিন্ন সভা সমিতিতেও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । এরপর বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন ভূষণ ।

আরও পড়ুন : মাথাভাঙায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, জখম 1

নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই ভূষণ সিংকে যে কোচবিহার পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হবে তা প্রত্যাশিত ছিল । বৃহস্পতিবার সেই নির্দেশিকা কোচবিহারে এসে পৌঁছায় । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ভূষণ সিং পুরসভার প্রশাসনিক চেয়ারম্যান ছিলেন । তাঁকে সরিয়ে দিয়ে সেই পদে কোচবিহার সদর মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে ।

কোচবিহার, 7মে : বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং । আর তাই রাজ্যে নতুন সরকার গঠনের পরই পৌরসভার প্রশাসক মণ্ডলীর দায়িত্ব থেকে সরানো হল ভূষনকে। বৃহস্পতিবার এ বিষয়ে রাজ্য সরকারের তরফে কোচবিহার পুরসভা ও জেলা প্রশাসনের কাছে নির্দেশ এসে পৌঁছায় । আপাতত কোচবিহার পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহারের সদর মহকুমা শাসক রাকিবুর রহমানকে ।

এবিষয়ে ভূষণ সিং বলেন, "যেহেতু আমি নির্বাচনের আগে অন্য দলে গিয়েছি কাজেই আমাকে সরাবে এটা স্বাভাবিক ।" জানা গিয়েছে, কোচবিহার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ভূষণ সিং গত 2017 সালে পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন । 2020 সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন । পরবর্তীতে নির্বাচন না হওয়ায় পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় । এরপর ভূষণ সিংকে পুরসভার প্রশাসক মন্ডলীর প্রশাসক পদে নিয়োগ করা হয় । এতদিন তিনি সেই দায়িত্ব সামলাচ্ছিলেন ।

এরপর গত ডিসেম্বর মাসে কোচবিহারের রাসমেলা মাঠে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সভামঞ্চে জায়গা না পেয়ে জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভূষণ সিং । পরবর্তীতে বিভিন্ন সভা সমিতিতেও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । এরপর বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন ভূষণ ।

আরও পড়ুন : মাথাভাঙায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, জখম 1

নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই ভূষণ সিংকে যে কোচবিহার পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হবে তা প্রত্যাশিত ছিল । বৃহস্পতিবার সেই নির্দেশিকা কোচবিহারে এসে পৌঁছায় । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ভূষণ সিং পুরসভার প্রশাসনিক চেয়ারম্যান ছিলেন । তাঁকে সরিয়ে দিয়ে সেই পদে কোচবিহার সদর মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.