ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : মনোনয়ন জমা নিয়ে উত্তেজনা দিনহাটায়, মিহির গোস্বামীকে গো-ব্যাক ধ্বনি

author img

By

Published : Feb 9, 2022, 3:47 PM IST

Updated : Feb 9, 2022, 4:20 PM IST

পৌরনির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল দিনহাটায় (Agitation in Dinhata over Municipal election nomination) ৷ অভিযোগ, বিজেপির 9 জন প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে ৷ পরে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে গো-ব্যাক ধ্বনি দেওয়া হয় ৷

Dinhata Municipal Election News
বিজেপি প্রার্থীর মনোনয়ন জমায় বাধা

কোচবিহার, 9 ফেব্রুয়ারি : মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটায় (Agitation in Dinhata over Municipal election nomination)। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ পাল্টা তৃণমূলে তরফে অভিযোগ আনা হয়েছে, বিজেপি প্রার্থীরা দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে এসেছেন মনোনয়ন জমা কেন্দ্রে ৷ তাঁদের সঙ্গে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ছিল, যা থাকার কথা নয় ৷ পরে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে গো ব্যাক ধ্বনি দেওয়া হয় ৷

অভিযোগ, এদিন দুপুরে বিজেপির 9 জন প্রার্থী মনোনয়ন জমা দিতে যখন দিনহাটা মহকুমা শাসকের দফতরে পাশে ট্রেজারি বিল্ডিংয়ে ঢুকছিলেন সেসময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের বাধা দেন । কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে জেলার তিন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, বরেন বর্মন ও সুশীলচন্দ্র বর্মন ৷ বিধায়কদের উপস্থিতিতে তৃণমূল কর্মীদের বাধা উপেক্ষা করেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে ঢুকে পড়েন বিজেপি প্রার্থীরা । এরপর সেখানে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ পৌঁছলে উত্তেজনা ছড়ায় ।

উদয়ন গুহ বলেন, "রাজ্য পুলিশের অধীনে ভোট হচ্ছে । সেখানে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অস্ত্র নিয়ে কী করছে ? এর জবাব দিতে হবে ।"

দিনহাটায় মিহির গোস্বামীকে লক্ষ্য করে ডিম-পাথর ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

পরে বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা দিয়ে বের হওয়ার সময় মিহির গোস্বামীকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । বিজেপি বিধায়কের অভিযোগ, এদিন তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয় ৷ এভাবেই তৃণমূল সন্ত্রাসের আবহে ভোট করাতে চায় । তাঁর আরও অভিযোগ, এদিন তাঁদের 9 জন প্রার্থী যখন মনোনয়ন জমা দিতে ট্রেজারি বিল্ডিংয়ে ঢুকছিলেন সেই সময় তাঁদের বাধা দেওয়া হয় । এক প্রার্থীর মনোনয়ন এর কাগজপত্র ছিঁড়ে ফেলা হয় ।

অপরদিকে তৃণমূল কর্মী মনোজ দে'র অভিযোগ, এদিন কেন্দ্রীয় বাহিনি তাঁদের দুই কর্মী বাবু কর্মকার ও মুকুল রায়কে বেধড়ক মারধর করেছে । এর মাশুল বিজেপিকে দিতে হবে ৷

এদিন পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ও দিনহাটা থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভিড় এড়াতে লাঠি চার্জ শুরু করে । অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এদিনই পৌরভোটের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ এদিন 16টি ওয়ার্ডের মধ্যে বিজেপির 8 জন মনোনয়ন জমা দিয়েছেন ৷ মোট 9 জন মনোনয়ন জমা দিতে গেলেও একজনের কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ফলে তিনি মনোনয়ন জমা দিতে পারেননি ৷

আরও পড়ুন : Kunal Ghosh on Suvendu Adhikari : তৃণমূলের দরজায় ঠক ঠক করছেন শুভেন্দু, দাবি কুণাল ঘোষের

কোচবিহার, 9 ফেব্রুয়ারি : মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটায় (Agitation in Dinhata over Municipal election nomination)। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ পাল্টা তৃণমূলে তরফে অভিযোগ আনা হয়েছে, বিজেপি প্রার্থীরা দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে এসেছেন মনোনয়ন জমা কেন্দ্রে ৷ তাঁদের সঙ্গে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ছিল, যা থাকার কথা নয় ৷ পরে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে গো ব্যাক ধ্বনি দেওয়া হয় ৷

অভিযোগ, এদিন দুপুরে বিজেপির 9 জন প্রার্থী মনোনয়ন জমা দিতে যখন দিনহাটা মহকুমা শাসকের দফতরে পাশে ট্রেজারি বিল্ডিংয়ে ঢুকছিলেন সেসময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের বাধা দেন । কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে জেলার তিন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, বরেন বর্মন ও সুশীলচন্দ্র বর্মন ৷ বিধায়কদের উপস্থিতিতে তৃণমূল কর্মীদের বাধা উপেক্ষা করেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে ঢুকে পড়েন বিজেপি প্রার্থীরা । এরপর সেখানে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ পৌঁছলে উত্তেজনা ছড়ায় ।

উদয়ন গুহ বলেন, "রাজ্য পুলিশের অধীনে ভোট হচ্ছে । সেখানে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অস্ত্র নিয়ে কী করছে ? এর জবাব দিতে হবে ।"

দিনহাটায় মিহির গোস্বামীকে লক্ষ্য করে ডিম-পাথর ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

পরে বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা দিয়ে বের হওয়ার সময় মিহির গোস্বামীকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । বিজেপি বিধায়কের অভিযোগ, এদিন তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয় ৷ এভাবেই তৃণমূল সন্ত্রাসের আবহে ভোট করাতে চায় । তাঁর আরও অভিযোগ, এদিন তাঁদের 9 জন প্রার্থী যখন মনোনয়ন জমা দিতে ট্রেজারি বিল্ডিংয়ে ঢুকছিলেন সেই সময় তাঁদের বাধা দেওয়া হয় । এক প্রার্থীর মনোনয়ন এর কাগজপত্র ছিঁড়ে ফেলা হয় ।

অপরদিকে তৃণমূল কর্মী মনোজ দে'র অভিযোগ, এদিন কেন্দ্রীয় বাহিনি তাঁদের দুই কর্মী বাবু কর্মকার ও মুকুল রায়কে বেধড়ক মারধর করেছে । এর মাশুল বিজেপিকে দিতে হবে ৷

এদিন পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ও দিনহাটা থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভিড় এড়াতে লাঠি চার্জ শুরু করে । অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এদিনই পৌরভোটের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ এদিন 16টি ওয়ার্ডের মধ্যে বিজেপির 8 জন মনোনয়ন জমা দিয়েছেন ৷ মোট 9 জন মনোনয়ন জমা দিতে গেলেও একজনের কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ফলে তিনি মনোনয়ন জমা দিতে পারেননি ৷

আরও পড়ুন : Kunal Ghosh on Suvendu Adhikari : তৃণমূলের দরজায় ঠক ঠক করছেন শুভেন্দু, দাবি কুণাল ঘোষের

Last Updated : Feb 9, 2022, 4:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.