মাথাভাঙা, 11 ফেব্রুয়ারি: দুর্নীতি ইস্যুতে এবার বিজেপিকে পালটা চাপ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কোচবিহার জেলার একমাত্র বিজেপি পঞ্চায়েত প্রধানকে (Abhishek Banerjee attacks BJP Panchayat Pradhan) ৷ উপস্থিত জনতার সামনে সেই পঞ্চায়েত প্রধানের একের পর এক 'দুর্নীতির খতিয়ান' তুলে ধরলেন তিনি ! জনতার উদ্দেশে অভিষেকের প্রশ্ন, "আপনারা কি এমন মানুষের হাতে এলাকা তুলে দিতে চান ?"
শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Rally in Cooch Behar) ৷ জনসভার মঞ্চ থেকে বলেন, "কোচবিহার জেলায় মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে 128টি ৷ 2018 সালে এর মধ্যে 127টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ কেবলমাত্র একটিতে আপনারা বিজেপিকে জয়ী করেছিলেন ৷ সেই পঞ্চায়েতটির নাম, ঘোকসাডাঙা ৷ মাথাভাঙা বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত মাথাভাঙা-2 ব্লকে এই পঞ্চায়েতটি রয়েছে ৷ পঞ্চায়েত প্রধানের নাম দীপ্তি বর্মন ৷ তিনি প্রধান হয়েই প্রথমে কোন কাজটি করেছেন জানেন ? স্বামী রতন বর্মনের নামে জব কার্ড বের করেছেন ! আর পরিবারের তিনজন সদস্যের নামে আবাস যোজনায় বাড়ি তৈরির বন্দোবস্ত করেছেন ! এই তিনজন হলেন, দীপ্তির স্বামী রতন বর্মন, শ্বশুর বীরকান্ত বর্মন এবং কাকাশ্বশুর বিজনকুমার বর্মন ৷ এখানেই শেষ নয় ৷ এঁরা সকলে বড়শিমুলগুড়ি গ্রামের বাসিন্দা ৷ সেই গ্রামে, জাতীয় সড়কের পাশে একের পর এক জমিও কিনেছেন ! তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে বচসাও হয়েছে !"
আরও পড়ুন: 'মোদি-শুভেন্দুরা একমঞ্চে এসে রাজ্যভাগের কথা বলুন !' চ্যালেঞ্জ অভিষেকের
এরপরই অভিষেক উপস্থিত জনতার উদ্দেশে উদ্বেগ প্রকাশ করে বলেন, "ভাবুন একবার ! শুধুমাত্র একটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিতেছে ৷ তাতেই এই অবস্থা ! এরা যদিও আরও বেশি আসনে জেতে, তাহলে কী হবে ? আপনারা কি এমন মানুষদের হাতে এলাকা তুলে দেবেন ? আপনাদের কি মনে হয়, এই ধরনের মানুষ ক্ষমতায় থাকলে কোচবিহারের উন্নতি হবে ?"
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কোণঠাসা রাজ্য়ের সরকার ও শাসকদল ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী ও তাঁদের ঘনিষ্ঠরা বেআইনিভাবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ভোগ করছেন ৷ আর যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করছেন ৷ সংশ্লিষ্ট মহল মনে করছে, দুর্নীতির অভিযোগের জবাব দিতে অভিষেক পালটা দুর্নীতিকেই হাতিয়ার করলেন (Abhishek Banerjee on Corruption) ৷ একটিমাত্র পঞ্চায়েতের উদাহরণ টেনে বুঝিয়ে দিলেন, আদতে বিজেপির নেতা, জনপ্রতিনিধিরা কতটা সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত !
একইসঙ্গে, এদিন ফের একবার অভিষেক বলেছেন, তাঁদের দলের নিঃসন্দেহে কিছু ভুল-ভ্রান্তি হয়েছে ৷ কিন্তু, দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না ৷ তাই দুর্নীতিগ্রস্তদের ছেঁটে ফেলা হচ্ছে ৷ এদিন অভিষেক ফের একবার বার্তা দেন, দলের নেতাদের ধামাধারী হয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না ৷ কেবলমাত্র মানুষ চাইলে তবেই প্রার্থীপদের শিকে ছিঁড়বে ৷ আদতে বিজেপির লাগাতার আক্রমণের মুখে 'প্রমাণ-সহ' যোগ্য জবাব দিতেই অভিষেক এদিন দীপ্তি বর্মনের প্রসঙ্গ তোলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷