কোচবিহার, 31 অগাস্ট : নাবালিকাকে ধর্ষণের অপরাধে বৃহস্পতিবারই এক পুলিশকর্মীকে দোষী সাব্যস্ত করেছিল বিশেষ আদালত ৷ গতকাল তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয় ৷ সাজাপ্রাপ্ত ওই পুলিশকর্মীর নাম হরিদাস রায় (55) ।
2017 সালে খাবার নিয়ে হরিদাসের আবাসনে গিয়েছিল ওই নাবালিকা ৷ সেই সময় হরিদাস তাকে ধর্ষণ করে ৷ এরপর দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা ৷ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় হরিদাসকে ৷
![Police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-crb-01-conviction-script-7205341_30082019230708_3008f_1567186628_428.jpg)
পরে জামিন পেলেও ফের তাকে গ্রেপ্তার করা হয় ৷ বৃহস্পতিবার হরিদাসকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ গতকাল তার শাস্তি শোনান বিচারক ৷