কোচবিহার, 30 এপ্রিল : সহকর্মীকে খুনের দায়ে এক বিএসএফ জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিনহাটার আদালত । শুক্রবার দিনহাটার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন বিচারক শান্তনু দত্ত এই সাজা ঘোষণা করেন । সাজাপ্রাপ্ত জওয়ানের নাম রঘুনন্দন ।
মামলার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর তাহেরুল ইসলাম জানান, ‘গত 2018 সালের 24 জানুয়ারি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা-২ ব্লকের দুর্গানগর এলাকায় বিএসএফ কনস্টেবল রঘুনন্দন সহকর্মী অরবিন্দ কুমারকে খুন করে । ঘটনার তদন্তে নেমে পুলিশ ত্রিকোণ প্রেমের গল্প খুঁজে পায় । পরে অভিযুক্ত কনস্টেবল রঘুনন্দকে গ্রেপ্তার করে পুলিশ ।
এই ঘটনার দু'বছর তদন্ত চলার পর অ্যাডিশনাল ডিস্ট্রিক অ্যান্ড সেশন জজ অভিযুক্তকে 302 ও 201 ধারায় দোষী সাব্যস্ত করে । এরপর আজ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হল । 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড এবং 201 ধারায় সাত বছর কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ঘোষণা করেছে আদালত ।
আরও পড়ুন : দোষীদের শাস্তি চান, ভোট দিয়ে বললেন শীতলকুচির নিহতদের পরিজনরা