ETV Bharat / state

লকডাউন : সিকিমে আটকে কোচবিহারের 14 শ্রমিক - Cochbehar

তিনদিন ধরে অভুক্ত ৷ লকডাউনের জেরে সিকিমে আটকে পড়েছেন কোচবিহারের মেখলিগঞ্জের 14 শ্রমিক । উদ্ধারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ভিডিয়ো বার্তা শ্রমিকদের ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 27, 2020, 11:33 PM IST

Updated : Mar 27, 2020, 11:59 PM IST

কোচবিহার:২৭ মার্চ : সিকিমে কাজে গিয়ে আটকে পড়েছেন কোচবিহারের মেখলিগঞ্জের 14 জন শ্রমিক ৷ কোরোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে তাঁদের কাজ বন্ধ হয়ে যায় ৷ তবে তার পর আর রাজ্যে ফিরতে পারেননি ৷ আটকে যান সেখানেই ৷ কোনওক্রমে রাত কাটানোর আশ্রয় পেলেও মিলছে না খাবার ৷ তিন দিন ধরে অভুক্ত আছেন ৷ দিনে এক বেলা খাবার মিলছে ৷ এই অবস্থায় রাজ্যে ফেরার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন তাঁরা ৷

আটকে পড়া শ্রমিকদের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি ,ধাপড়া এলাকায় ৷ পশ্চিম সিকিমের গেজিংয়ে কাজ করতে গিয়েছিলেন তাঁরা ৷ এদের মধ্যে কেউ রং মিস্ত্রি ,কেউ নির্মাণ শ্রমিক ৷

কী বলছেন আটকে পড়া শ্রমিকরা ?

এদিকে এই বিষয়ে জেলা পরিষদের সদস্য ফুলতি রায় জানান, "শ্রমিকরা খুবই সমস্যায় রয়েছেন শুনেছি । মহকুমাশাসক, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে জানাব দ্রুত নিষ্পত্তি করার জন্য ৷"

কোচবিহার:২৭ মার্চ : সিকিমে কাজে গিয়ে আটকে পড়েছেন কোচবিহারের মেখলিগঞ্জের 14 জন শ্রমিক ৷ কোরোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে তাঁদের কাজ বন্ধ হয়ে যায় ৷ তবে তার পর আর রাজ্যে ফিরতে পারেননি ৷ আটকে যান সেখানেই ৷ কোনওক্রমে রাত কাটানোর আশ্রয় পেলেও মিলছে না খাবার ৷ তিন দিন ধরে অভুক্ত আছেন ৷ দিনে এক বেলা খাবার মিলছে ৷ এই অবস্থায় রাজ্যে ফেরার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন তাঁরা ৷

আটকে পড়া শ্রমিকদের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি ,ধাপড়া এলাকায় ৷ পশ্চিম সিকিমের গেজিংয়ে কাজ করতে গিয়েছিলেন তাঁরা ৷ এদের মধ্যে কেউ রং মিস্ত্রি ,কেউ নির্মাণ শ্রমিক ৷

কী বলছেন আটকে পড়া শ্রমিকরা ?

এদিকে এই বিষয়ে জেলা পরিষদের সদস্য ফুলতি রায় জানান, "শ্রমিকরা খুবই সমস্যায় রয়েছেন শুনেছি । মহকুমাশাসক, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে জানাব দ্রুত নিষ্পত্তি করার জন্য ৷"

Last Updated : Mar 27, 2020, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.