ETV Bharat / state

২০ ফেব্রুয়ারি পর্যন্ত দুটি বিষয়ে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

আপার প্রাইমারির কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ২০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যেই শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য শিক্ষক নিয়োগ শুরু হয়েছিল। শারীরশিক্ষা বিষয়ে ১০৬৮টি ও কর্মশিক্ষা বিষয়ে ১০৯৯টি শূন্যপদ রয়েছে।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 5, 2019, 10:05 PM IST

কলকাতা, ৫ ফেব্রুয়ারি : আপার প্রাইমারির কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট। এর আগে ২৯ জানুয়ারি বিচারপতি শেখর ববি শরাফের সিঙ্গল বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর ৭ দিনের স্থগিতাদেশ জারি করেছিলেন। আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই স্থগিতাদেশ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছেন। তার আগে অবশ্য ১৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।

২০১৬-র বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে SSC-র নিয়োগ পরীক্ষা হয় ২০১৭ সালে। ২০১৮ সালে তার ফল প্রকাশিত হয়।
সম্প্রতি শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন প্যানেলে থাকা কয়েকজন প্রার্থী।

মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি বলেন, "প্যানেলে একাধিক অসঙ্গতি আছে। সংরক্ষণের নীতি মানা হয়নি।"

ইতিমধ্যেই শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য শিক্ষক নিয়োগ শুরু হয়েছিল। শারীরশিক্ষা বিষয়ে ১০৬৮টি ও কর্মশিক্ষা বিষয়ে ১০৯৯টি শূন্যপদ রয়েছে।

আজ SSC-র আইনজীবী কনক ব্যানার্জি বলেন, "নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তিনি এনেছিলেন। কিন্ত বিচারপতি সময়ের অভাবে তা দেখার সুযোগ পাননি। তিনি ১৮ তারিখ মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।"

undefined

কলকাতা, ৫ ফেব্রুয়ারি : আপার প্রাইমারির কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট। এর আগে ২৯ জানুয়ারি বিচারপতি শেখর ববি শরাফের সিঙ্গল বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর ৭ দিনের স্থগিতাদেশ জারি করেছিলেন। আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই স্থগিতাদেশ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছেন। তার আগে অবশ্য ১৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।

২০১৬-র বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে SSC-র নিয়োগ পরীক্ষা হয় ২০১৭ সালে। ২০১৮ সালে তার ফল প্রকাশিত হয়।
সম্প্রতি শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন প্যানেলে থাকা কয়েকজন প্রার্থী।

মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি বলেন, "প্যানেলে একাধিক অসঙ্গতি আছে। সংরক্ষণের নীতি মানা হয়নি।"

ইতিমধ্যেই শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য শিক্ষক নিয়োগ শুরু হয়েছিল। শারীরশিক্ষা বিষয়ে ১০৬৮টি ও কর্মশিক্ষা বিষয়ে ১০৯৯টি শূন্যপদ রয়েছে।

আজ SSC-র আইনজীবী কনক ব্যানার্জি বলেন, "নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তিনি এনেছিলেন। কিন্ত বিচারপতি সময়ের অভাবে তা দেখার সুযোগ পাননি। তিনি ১৮ তারিখ মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।"

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Brussels - 5 February 2019
1. Belgian Foreign Minister Didier Reynders welcomes Yemeni Foreign Minister Khaled Hussein Al-Yamani, handshake
2. Cutaway of press
3. Reynders and Al-Yamani posing for photos before leaving
4. Cutaway of press
5. Various of the Belgian and Yemeni delegations seated at table
6. Wide Reynders and Al-Yamani arriving at press conference
7. SOUNDBITE (English) Khaled Hussein Al-Yamani, Yemeni Foreign Minister:
"If you see who is now building its military presence in the Red Sea area there are the Houthis, they are scaling up their presence. They are digging more trenches which means that they need to stop their intentions to more wars and confrontation. We need to take a decision that this war should put an end and we that's why that then the next step will be looking into the table of negotiation how to reach that durable peace. Peace can be only done through brave people not through those who are promoting the ideas of war that we are not asking them in the United States or everywhere to block the cooperation of the international community to put more pressure on the Houthis to come to the table and come out of their bushes and take the decision of peace. Peace can be only done if we have a partner to do it in Yemen. And we are asking the Houthis to be engaging and a responsible partner to achieve that peace."
8. Wide of Al-Yamani and Reynders walking off
STORYLINE:
Yemen's foreign minister Khaled Hussein Al-Yamani on Tuesday called for the Houthis to put down their arms during a meeting with his Belgian counterpart, Didier Reynders.
Al-Yamani's visit came as Yemen's government and the Houthi rebels were meeting in Jordan for talks on implementing a stalled prisoner exchange agreed upon in December.
The internationally-recognised government and the rebels agreed on the prisoner swap and a local cease-fire in the key port city of Hodeida - through which Yemen imports most of its food and humanitarian aid - at UN-led talks held in Sweden in December.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.