কলকাতা, ৫ ফেব্রুয়ারি : আপার প্রাইমারির কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট। এর আগে ২৯ জানুয়ারি বিচারপতি শেখর ববি শরাফের সিঙ্গল বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর ৭ দিনের স্থগিতাদেশ জারি করেছিলেন। আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই স্থগিতাদেশ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছেন। তার আগে অবশ্য ১৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।
২০১৬-র বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে SSC-র নিয়োগ পরীক্ষা হয় ২০১৭ সালে। ২০১৮ সালে তার ফল প্রকাশিত হয়।
সম্প্রতি শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন প্যানেলে থাকা কয়েকজন প্রার্থী।
মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি বলেন, "প্যানেলে একাধিক অসঙ্গতি আছে। সংরক্ষণের নীতি মানা হয়নি।"
ইতিমধ্যেই শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য শিক্ষক নিয়োগ শুরু হয়েছিল। শারীরশিক্ষা বিষয়ে ১০৬৮টি ও কর্মশিক্ষা বিষয়ে ১০৯৯টি শূন্যপদ রয়েছে।
আজ SSC-র আইনজীবী কনক ব্যানার্জি বলেন, "নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তিনি এনেছিলেন। কিন্ত বিচারপতি সময়ের অভাবে তা দেখার সুযোগ পাননি। তিনি ১৮ তারিখ মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।"