আর্টস বিভাগে প্রথম হয়েছে রাকেশ দে । তাঁর প্রাপ্ত নম্বর 492 । মেধাতালিকায় তার স্থান চতুর্থ । অপরদিকে, কমার্স বিভাগে প্রথম হয়েছে যুগ্মভাবে প্রথম হয়েছে কমল শা ও কমল সিং । তাদের প্রাপ্ত নম্বর 486 । মেধাতালিকায় দশম স্থানে রয়েছে তারা ।
উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন-রাজর্ষি, মেধাতালিকায় 137 - Results of higher secondary examination is being announced
![উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন-রাজর্ষি, মেধাতালিকায় 137](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3392447-thumbnail-3x2-kol.jpg?imwidth=3840)
2019-05-27 11:09:26
কলকাতা, 27 মে : 2019 সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মহুয়া দাস । পরীক্ষা শেষের 74 দিনের মাথায় ফল প্রকাশিত হল । এবার 137 জন মেধাতালিকায় রয়েছে । যা উচ্চমাধ্যমিকের ইতিহাসে সর্বোচ্চ । যুগ্মভাবে প্রথম হয়েছে রাজর্ষি বর্মন ও শোভন মণ্ডল । তাদের প্রাপ্ত নম্বর 498 ।
2019-05-27 10:57:16
মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বিধাননগর গর্ভনমেন্ট স্কুলের সংযুক্তা বসু । তাঁর প্রাপ্ত 496 । মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্তা ।
2019-05-27 10:52:29
দশম স্থানে রয়েছে কমল শা, কমল সিং, সাগর চন্দ, শ্রেয়া সরকার, ধ্রুব নন্দী, অর্পণ ব্যানার্জি, সুশোভন দাস, মাফুজ়া খান, অদ্রিদেব মণ্ডল, শ্রীন্বন্তি সাহা, অর্পিতা মৃধা, অয়নীল নন্দী, অরবিন পাঁজা, দীপ্তেশ পাল, প্রিয়া দে, দীপপ্রকাশ বসু, সুনন্দা মণ্ডল, আরজ়ু সুলতানা, ঋতজিৎ সেন, পর্ণাবৃতা মণ্ডল, অনুপম পাল, রাম্যজিত সরকার, । তাদের প্রাপ্ত নম্বর 486 ।
2019-05-27 10:48:04
নবম হয়েছে ঈশিতা পাণ্ডা, মৈনাক জানা, অস্মিতা চ্যাটার্জি, প্রীতিলতা রাজবংশী, সূর্যতাপ সাঁতরা, রীতপ্রিয় প্রধান, সোমা সাহা, কৌস্তব চক্রবর্তী, প্রিয়া মুরলি, দীশিকা মান্না, সায়ন পান, শুভম পাল, প্রিয়া মোড়লি, অনিকেত ঘোষ , সোমলগ্না চ্যাটার্জি, সুমন মাহাত, সৌম্যদীপ খাঁন, হৈমন্তিকা কর্মকার, দেবমিত্রা ঘোষ, মানসপ্রতিম বিশ্বাস, নিলয় চক্রবর্তী , তৃষিতা হাসান, লক্ষ্মী প্রিয়াপতি, আয়ুস পণ্ডিত । তাদের প্রাপ্ত নম্বর 487 ।
2019-05-27 10:46:36
অষ্টম স্থানে রয়েছে গৌরব সিং , কুন্তল দাস, নব্যেন্দু ঘটক ,রাতুল সামন্ত , সৃজিতা ঘোষ , শুভদীপ নন্দী, নৌরিন খাতুন, দেবজ্যোতি পাল , স্বপনীল সেন , দেবপ্রিয় সেন ,মধুরিমা দত্ত, সাইন আলম, সৌমিক সরকার, শ্রেয়া সরকার, ঈশিতা চ্যাটার্জি, রাতুল সামন্ত, কুন্তল দাস, হৃষিত ঘোষ, শুভম মাইতি, সায়ন্তন সাহা , অভিজিৎ গুপ্তা, মৌলিন্দু কুণ্ডু, রিদ্ধিমান বিশ্বাস, দেবপ্রিয় শীল, অয়ন চক্রবর্তী, আদিত্য বসু, কাজ়ি ফৈয়াজ় আহমেদ । তাদের প্রাপ্ত নম্বর 488
2019-05-27 10:45:11
ষষ্ঠ স্থানে রয়েছে পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজ়াম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখার্জি, সপ্তর্ষি রায় , সৌম্য সামন্ত , অত্রি বিশ্বাস । তাদের প্রাপ্ত নম্বর 490 । সপ্তম স্থানে রয়েছে স্বপ্নময় গাঙ্গুলি, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখার্জি, দেবরূপ সিনহা, রূপম দে ,সফিদা খাতুন, দেবরূপ ঘোষ , রাজীব হাজরা, শুভ্র শংকর দত্ত, সৌতম ভট্টাচার্য । তাদের প্রাপ্ত নম্বর 489 ।
2019-05-27 10:38:56
উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থানে রয়েছে অভিজিৎ সাহু, রত্নদীপ সেন, সৌরভ কবরী, তীর্থরাজ রায়, শীর্ষেন্দু ঘোষ , পুস্পেন্দু খান ,সূর্যতপ বসু, সাগর সরকার, প্রত্যয় দে, সোহিতাঙ্গি চক্রবর্তী , অনির্বাণ খাঁড়া, অর্ক দাস ও বীরেশ্বর ঘোষ । তাদের প্রাপ্ত নম্বর 491 ।
2019-05-27 10:35:41
দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ, স্বর্ণদীপ সাহা, মহম্মদ মাসুম আখতার (সুন্দরবন), অনাতাপ মিত্র, হৃতম নাথ । তৃতীয় স্থানে রয়েছে বর্ণালী ঘোষ, সুপ্রিয় চক্রবর্তী , মৃন্ময় মণ্ডল ,সুপ্রিয় শীল । তাদের প্রাপ্ত নম্বর 494 । চতুর্থ স্থানে রয়েছে শ্রেয়সী সরকার , রাকেশ দে, মহাকাশ রক্ষিত, শ্রমণ জানা, কমল দাস । তাদের প্রাপ্ত নম্বর 492 ।
2019-05-27 10:27:05
যুগ্মভাবে প্রথম হয়েছে রাজর্ষি বর্মন ও শোভন মণ্ডল । তাদের প্রাপ্ত নম্বর 99.6 শতাংশ । শোভন বীরভূমের ছাত্র । রাজর্ষি কোচবিহার জেনকিংস স্কুলের ছাত্র ।
2019-05-27 09:31:10
ইংরেজির পাশাপাশি হিন্দিতেও প্রশ্নপত্র ছাপা হয়েছে । প্রায় 43টি ভাষায় তা হয়েছিল । 177টি প্রশ্নপত্র তৈরি হয়েছে । মোট 51টি বিষয়ে পরীক্ষা হয়েছে । উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশ হচ্ছে । রাজ্যের NSS ইউনিটে দেশের ভালো ফল করেছে । সংসদের অধীনে 387টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে । 15টি স্কুলে সাঁওতালি বা অলচিকি ভাষাট পঠনপাঠন শুরু হয়েছে । ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা 6.26 শতাংশ বেশি ছিল । 15 দিনের মধ্যে PPR ও PPS-র আবেদন করা যাবে । আজ রাত থেকে প্রক্রিয়া শুরু হবে । পাশের হার 86.29 শতাংশ । গত বছর পাশের হার ছিল 83.75 । ছেলেদের পাশের হার 86.44 শতাংশ । মেয়েদের পাশের হার 85.3 শতাংশ ।
2019-05-27 11:09:26
কলকাতা, 27 মে : 2019 সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মহুয়া দাস । পরীক্ষা শেষের 74 দিনের মাথায় ফল প্রকাশিত হল । এবার 137 জন মেধাতালিকায় রয়েছে । যা উচ্চমাধ্যমিকের ইতিহাসে সর্বোচ্চ । যুগ্মভাবে প্রথম হয়েছে রাজর্ষি বর্মন ও শোভন মণ্ডল । তাদের প্রাপ্ত নম্বর 498 ।
আর্টস বিভাগে প্রথম হয়েছে রাকেশ দে । তাঁর প্রাপ্ত নম্বর 492 । মেধাতালিকায় তার স্থান চতুর্থ । অপরদিকে, কমার্স বিভাগে প্রথম হয়েছে যুগ্মভাবে প্রথম হয়েছে কমল শা ও কমল সিং । তাদের প্রাপ্ত নম্বর 486 । মেধাতালিকায় দশম স্থানে রয়েছে তারা ।
2019-05-27 10:57:16
মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বিধাননগর গর্ভনমেন্ট স্কুলের সংযুক্তা বসু । তাঁর প্রাপ্ত 496 । মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্তা ।
2019-05-27 10:52:29
দশম স্থানে রয়েছে কমল শা, কমল সিং, সাগর চন্দ, শ্রেয়া সরকার, ধ্রুব নন্দী, অর্পণ ব্যানার্জি, সুশোভন দাস, মাফুজ়া খান, অদ্রিদেব মণ্ডল, শ্রীন্বন্তি সাহা, অর্পিতা মৃধা, অয়নীল নন্দী, অরবিন পাঁজা, দীপ্তেশ পাল, প্রিয়া দে, দীপপ্রকাশ বসু, সুনন্দা মণ্ডল, আরজ়ু সুলতানা, ঋতজিৎ সেন, পর্ণাবৃতা মণ্ডল, অনুপম পাল, রাম্যজিত সরকার, । তাদের প্রাপ্ত নম্বর 486 ।
2019-05-27 10:48:04
নবম হয়েছে ঈশিতা পাণ্ডা, মৈনাক জানা, অস্মিতা চ্যাটার্জি, প্রীতিলতা রাজবংশী, সূর্যতাপ সাঁতরা, রীতপ্রিয় প্রধান, সোমা সাহা, কৌস্তব চক্রবর্তী, প্রিয়া মুরলি, দীশিকা মান্না, সায়ন পান, শুভম পাল, প্রিয়া মোড়লি, অনিকেত ঘোষ , সোমলগ্না চ্যাটার্জি, সুমন মাহাত, সৌম্যদীপ খাঁন, হৈমন্তিকা কর্মকার, দেবমিত্রা ঘোষ, মানসপ্রতিম বিশ্বাস, নিলয় চক্রবর্তী , তৃষিতা হাসান, লক্ষ্মী প্রিয়াপতি, আয়ুস পণ্ডিত । তাদের প্রাপ্ত নম্বর 487 ।
2019-05-27 10:46:36
অষ্টম স্থানে রয়েছে গৌরব সিং , কুন্তল দাস, নব্যেন্দু ঘটক ,রাতুল সামন্ত , সৃজিতা ঘোষ , শুভদীপ নন্দী, নৌরিন খাতুন, দেবজ্যোতি পাল , স্বপনীল সেন , দেবপ্রিয় সেন ,মধুরিমা দত্ত, সাইন আলম, সৌমিক সরকার, শ্রেয়া সরকার, ঈশিতা চ্যাটার্জি, রাতুল সামন্ত, কুন্তল দাস, হৃষিত ঘোষ, শুভম মাইতি, সায়ন্তন সাহা , অভিজিৎ গুপ্তা, মৌলিন্দু কুণ্ডু, রিদ্ধিমান বিশ্বাস, দেবপ্রিয় শীল, অয়ন চক্রবর্তী, আদিত্য বসু, কাজ়ি ফৈয়াজ় আহমেদ । তাদের প্রাপ্ত নম্বর 488
2019-05-27 10:45:11
ষষ্ঠ স্থানে রয়েছে পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজ়াম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখার্জি, সপ্তর্ষি রায় , সৌম্য সামন্ত , অত্রি বিশ্বাস । তাদের প্রাপ্ত নম্বর 490 । সপ্তম স্থানে রয়েছে স্বপ্নময় গাঙ্গুলি, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখার্জি, দেবরূপ সিনহা, রূপম দে ,সফিদা খাতুন, দেবরূপ ঘোষ , রাজীব হাজরা, শুভ্র শংকর দত্ত, সৌতম ভট্টাচার্য । তাদের প্রাপ্ত নম্বর 489 ।
2019-05-27 10:38:56
উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থানে রয়েছে অভিজিৎ সাহু, রত্নদীপ সেন, সৌরভ কবরী, তীর্থরাজ রায়, শীর্ষেন্দু ঘোষ , পুস্পেন্দু খান ,সূর্যতপ বসু, সাগর সরকার, প্রত্যয় দে, সোহিতাঙ্গি চক্রবর্তী , অনির্বাণ খাঁড়া, অর্ক দাস ও বীরেশ্বর ঘোষ । তাদের প্রাপ্ত নম্বর 491 ।
2019-05-27 10:35:41
দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ, স্বর্ণদীপ সাহা, মহম্মদ মাসুম আখতার (সুন্দরবন), অনাতাপ মিত্র, হৃতম নাথ । তৃতীয় স্থানে রয়েছে বর্ণালী ঘোষ, সুপ্রিয় চক্রবর্তী , মৃন্ময় মণ্ডল ,সুপ্রিয় শীল । তাদের প্রাপ্ত নম্বর 494 । চতুর্থ স্থানে রয়েছে শ্রেয়সী সরকার , রাকেশ দে, মহাকাশ রক্ষিত, শ্রমণ জানা, কমল দাস । তাদের প্রাপ্ত নম্বর 492 ।
2019-05-27 10:27:05
যুগ্মভাবে প্রথম হয়েছে রাজর্ষি বর্মন ও শোভন মণ্ডল । তাদের প্রাপ্ত নম্বর 99.6 শতাংশ । শোভন বীরভূমের ছাত্র । রাজর্ষি কোচবিহার জেনকিংস স্কুলের ছাত্র ।
2019-05-27 09:31:10
ইংরেজির পাশাপাশি হিন্দিতেও প্রশ্নপত্র ছাপা হয়েছে । প্রায় 43টি ভাষায় তা হয়েছিল । 177টি প্রশ্নপত্র তৈরি হয়েছে । মোট 51টি বিষয়ে পরীক্ষা হয়েছে । উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশ হচ্ছে । রাজ্যের NSS ইউনিটে দেশের ভালো ফল করেছে । সংসদের অধীনে 387টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে । 15টি স্কুলে সাঁওতালি বা অলচিকি ভাষাট পঠনপাঠন শুরু হয়েছে । ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা 6.26 শতাংশ বেশি ছিল । 15 দিনের মধ্যে PPR ও PPS-র আবেদন করা যাবে । আজ রাত থেকে প্রক্রিয়া শুরু হবে । পাশের হার 86.29 শতাংশ । গত বছর পাশের হার ছিল 83.75 । ছেলেদের পাশের হার 86.44 শতাংশ । মেয়েদের পাশের হার 85.3 শতাংশ ।