ETV Bharat / state

মন্ত্রী-বিধায়ক তহবিল বাড়ানোর দাবি

কংগ্রেস বিধায়কের প্রস্তাব, মন্ত্রীদের দৈনিক ভাতা কমিয়ে দিয়ে না হলে বিধায়কদের দৈনিক ভাতা বাড়িয়ে দিয়ে দু'টোকে সমান করে দেওয়া হোক । প্রস্তাব কংগ্রেস বিধায়কের ।

মনোজ চক্রবর্তী
author img

By

Published : Jul 7, 2019, 8:21 PM IST

Updated : Jul 7, 2019, 8:32 PM IST

কলকাতা, 7 জুলাই : মন্ত্রী-বিধায়কদের তহবিল বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী । পাশাপাশি, মন্ত্রী ও বিধায়কদের মধ্যে ভাতার পার্থক্য নিয়েও সরব হলেন তিনি ।

মনোজ চক্রবর্তীর দাবি, " বিধায়কদের তহবিলে আর্থিক অনুদান আসে মাত্র 60 লাখ টাকা । সেখান থেকে GST-এর জন্য 10 লাখ টাকা কেটে নেওয়া হয় । পাওয়া যায় মাত্র 50 লাখ টাকা । এই টাকাতে কী কাজ করবেন একজন বিধায়ক ?" পাশাপাশি, আজকাল সাধারণ বিধায়কদের বিশেষ কোনও ভূমিকা নেই বলেও অভিযোগ তুলেছেন মনোজ ।

ভিডিয়োয় দেখুন

সম্প্রতি বিধায়ক ও মন্ত্রীদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে । আজ এই বিষয়টি নিয়েও মুখ খোলেন তিনি । বলেন, এখন মন্ত্রীদের দৈনিক ভাতা বেড়ে হয়েছে 3000 টাকা এবং বিধায়কদের বেড়ে হয় 2000 টাকা । উভয়ের ক্ষেত্রেই 1000 টাকা বাড়ানো হয়েছে । এতে বৈষম্য দূর হয়নি । কংগ্রেস বিধায়কের প্রস্তাব, মন্ত্রীদের দৈনিক ভাতা কমিয়ে দিয়ে না হলে বিধায়কদের দৈনিক ভাতা বাড়িয়ে দিয়ে দু'টোকে সমান করে দেওয়া হোক ।

কলকাতা, 7 জুলাই : মন্ত্রী-বিধায়কদের তহবিল বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী । পাশাপাশি, মন্ত্রী ও বিধায়কদের মধ্যে ভাতার পার্থক্য নিয়েও সরব হলেন তিনি ।

মনোজ চক্রবর্তীর দাবি, " বিধায়কদের তহবিলে আর্থিক অনুদান আসে মাত্র 60 লাখ টাকা । সেখান থেকে GST-এর জন্য 10 লাখ টাকা কেটে নেওয়া হয় । পাওয়া যায় মাত্র 50 লাখ টাকা । এই টাকাতে কী কাজ করবেন একজন বিধায়ক ?" পাশাপাশি, আজকাল সাধারণ বিধায়কদের বিশেষ কোনও ভূমিকা নেই বলেও অভিযোগ তুলেছেন মনোজ ।

ভিডিয়োয় দেখুন

সম্প্রতি বিধায়ক ও মন্ত্রীদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে । আজ এই বিষয়টি নিয়েও মুখ খোলেন তিনি । বলেন, এখন মন্ত্রীদের দৈনিক ভাতা বেড়ে হয়েছে 3000 টাকা এবং বিধায়কদের বেড়ে হয় 2000 টাকা । উভয়ের ক্ষেত্রেই 1000 টাকা বাড়ানো হয়েছে । এতে বৈষম্য দূর হয়নি । কংগ্রেস বিধায়কের প্রস্তাব, মন্ত্রীদের দৈনিক ভাতা কমিয়ে দিয়ে না হলে বিধায়কদের দৈনিক ভাতা বাড়িয়ে দিয়ে দু'টোকে সমান করে দেওয়া হোক ।

Last Updated : Jul 7, 2019, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.