ETV Bharat / state

ভাটপাড়ার 5টি বুথে পুনর্নির্বাচনের দাবি মদন মিত্রর

আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র । সেখানকার 5টি বুথে পুনর্নির্বাচন চেয়েছেন তিনি ।

মদন মিত্র
author img

By

Published : May 20, 2019, 8:39 PM IST

কলকাতা, 20 মে : "রিপোলের থেকেও আগে শান্তি আনুন এলাকায় ।" মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে বেরিয়ে একথা বলেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র । আজ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের 5টি বুথে রিপোল চেয়েছেন তিনি । বলেন, "গোটা ভাটপাড়া অগ্নিগর্ভ । ভোটারদের প্রাণ বিপন্ন ।" তাঁর বক্তব্য, এলাকায় ঢুকতে না দেওয়া হলে সত্যাগ্রহে বসবেন ।

মদন মিত্র বলেন, "এই মুহূর্তে রটানো হচ্ছে যে মদন মিত্র বহিরাগতদের এনে অশান্তি ছড়াচ্ছে । অর্জুন সিং নিজে মারপিট করে মাইকে প্রচার করে বলছে মদন এই সব করেছে । মোমিনপাড়া, রেল সাইডের জায়গায় অশান্তি । CRPF বেধড়ক মেরেছে ।" নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, "আজ পর্যবেক্ষক 9টি জায়গায় অশান্তির কথা বলেছেন । বাকি জায়গাগুলিকে ক্লিনচিট দিয়েছে । কী নির্বাচন করবে কমিশন ?"

এদিকে উপনির্বাচনের দিন মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । সেই প্রসঙ্গে তিনি বলেন, "সবাই বলছে গাড়ি ঘুরিয়ে বাঁচলেন মদন মিত্র । বাঁচার কোনও প্রশ্ন নেই । আমি পালিয়ে যাইনি । আমি গাড়িটা ঘুরিয়েছিলাম কারণ আমার গাড়ির পিছনে যদি 40টা মিডিয়ার গাড়ি থাকে আর ওপেন বম্বিং হয় তাহলে এতগুলো মানুষ একসাথে মারা যেত । তিনি আরও অভিযোগ করেন, "হঠাৎ দেখি সেন্ট্রাল ফোর্স এল । কোথায় লুকিয়ে ছিল ফোর্স ? ওরা এসে হামলাকারীদের শিল্ড করে দিল ।"

প্রসঙ্গত, বিধানসভার উপনির্বাচনকে ঘিরে গতকাল উত্তপ্ত হয় ভাটপাড়া । ভোট শেষেও হিংসার ঘটনা ঘটেছে । এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাটপাড়ায় জারি করা হয়েছে 144 ধারা ।

কলকাতা, 20 মে : "রিপোলের থেকেও আগে শান্তি আনুন এলাকায় ।" মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে বেরিয়ে একথা বলেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র । আজ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের 5টি বুথে রিপোল চেয়েছেন তিনি । বলেন, "গোটা ভাটপাড়া অগ্নিগর্ভ । ভোটারদের প্রাণ বিপন্ন ।" তাঁর বক্তব্য, এলাকায় ঢুকতে না দেওয়া হলে সত্যাগ্রহে বসবেন ।

মদন মিত্র বলেন, "এই মুহূর্তে রটানো হচ্ছে যে মদন মিত্র বহিরাগতদের এনে অশান্তি ছড়াচ্ছে । অর্জুন সিং নিজে মারপিট করে মাইকে প্রচার করে বলছে মদন এই সব করেছে । মোমিনপাড়া, রেল সাইডের জায়গায় অশান্তি । CRPF বেধড়ক মেরেছে ।" নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, "আজ পর্যবেক্ষক 9টি জায়গায় অশান্তির কথা বলেছেন । বাকি জায়গাগুলিকে ক্লিনচিট দিয়েছে । কী নির্বাচন করবে কমিশন ?"

এদিকে উপনির্বাচনের দিন মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । সেই প্রসঙ্গে তিনি বলেন, "সবাই বলছে গাড়ি ঘুরিয়ে বাঁচলেন মদন মিত্র । বাঁচার কোনও প্রশ্ন নেই । আমি পালিয়ে যাইনি । আমি গাড়িটা ঘুরিয়েছিলাম কারণ আমার গাড়ির পিছনে যদি 40টা মিডিয়ার গাড়ি থাকে আর ওপেন বম্বিং হয় তাহলে এতগুলো মানুষ একসাথে মারা যেত । তিনি আরও অভিযোগ করেন, "হঠাৎ দেখি সেন্ট্রাল ফোর্স এল । কোথায় লুকিয়ে ছিল ফোর্স ? ওরা এসে হামলাকারীদের শিল্ড করে দিল ।"

প্রসঙ্গত, বিধানসভার উপনির্বাচনকে ঘিরে গতকাল উত্তপ্ত হয় ভাটপাড়া । ভোট শেষেও হিংসার ঘটনা ঘটেছে । এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাটপাড়ায় জারি করা হয়েছে 144 ধারা ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.