কলকাতা, 18 জুন : শেষ হল DA মামলার শুনানি। তবে মামলার রায়দান স্থগিত রাখল SAT । 12 জুন রাজ্য সরকার SAT - এ জানায়, রাজ্যের ফান্ড নেই, তাই DA দেওয়া যাচ্ছে না । রাজ্যের তরফে আইনজীবী অপূর্বলাল বসু বলেন, "DA দেওয়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে দিতে পারছে না রাজ্য । কেন্দ্রীয় সরকারও অসহযোগিতা করছে । কারণ সেন্ট্রাল ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যামেন্ডমেন্ট বিল অনুয়ায়ী রাজ্য 3% -র বেশি ধার নিতে পারবে না । ফলে কেন্দ্রের থেকে রাজ্য ধার নিতে পারছে না । আর সেজন্যই DA দেওয়াতে সমস্যা হচ্ছে।"
অন্যদিকে কর্মচারীদের তরফের আইনজীবী সর্দার আমজাদ আলি ও ফিরদৌস শামিম বলেন, "এর সঙ্গে DA-র কোনও সম্পর্ক নেই । DA সম্পূর্ণভাবে মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত । এই সব যুক্তি দেখিয়ে আসলে রাজ্য বিষয়টি এড়িয়ে যেতে চাইছে।" আজ শুনানিতে কর্মচারীদের তরফে আইনজীবীরা বলেন, "রাজ্যের বহু কর্মচারী আছেন যাঁদের পরিবার রয়েছে জেলায়। আর চাকরিসূত্রে তাঁকে থাকতে হচ্ছে অন্য কোথাও । ফলে রোজগারের অনেকটাই সেখানে চলে যায় । পাশাপাশি দিনের পর দিন মূল্যবৃদ্ধি হলেও রাজ্য সেই অনুপাতে মহার্ঘভাতা বৃদ্ধি বাড়েনি।"
গত বছর 15 অক্টোবর DA মামলার শুনানি শেষ হয় SAT-এ । এরপর আবার রাজ্যের তরফে রিভিউ পিটিশন দাখিল করে বিশেষ শুনানির আবেদন করা হয় হাইকোর্টে । পরে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও শেখর ববি শরাফের নেতৃত্বে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন হয়। ডিভিশন বেঞ্চ চলতি বছরের ৮ মার্চ DA মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় । SAT আবার বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয়। সেটারই শুনানি শেষ হল আজ।