কলকাতা, ২০ মার্চ: গণ কনভেনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অনশন কর্মসূচিতে নেতৃত্ব প্রদানকারী SSC প্রার্থী অর্পিতা দাস। আজ সকাল থেকে রিলে অনশন শুরু করেন তিনি। আজ বিকেলে গণ কনভেনশন চলাকালীন অজ্ঞান হয়ে যান অর্পিতা। তাঁর সঙ্গে এদিন আরও ৪ জন অসুস্থ হয়ে যান। অর্পিতা দাস সহ মোট ৩ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। অন্যদিকে, আজ অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের ডাকা অরাজনৈতিক গণ কনভেনশনে উপস্থিত হয়েছিলেন সমাজের বিভিন্নস্তরের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন চিত্রপরিচালক অনীক দত্ত, কবি মন্দাক্রান্তা সেন, অভিনেতা বাদশা মৈত্র সহ আরও অনেকে। অরাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি অনশনমঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
আজ SSC চাকরিপ্রার্থীদের অনশনের ২১ দিন হল। অনশন কর্মসূচিতে নেতৃত্ব প্রদানকারী তানিয়া শেঠ বলেন, "এখনও পর্যন্ত ৬৫ জন অসুস্থ হয়েছেন। আজকেই তিনজন অসুস্থ হন। তারমধ্যে আমাদের আন্দোলনের অন্যতম নেত্রী অর্পিতা দাসও আছেন।"
গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে আবার দেখা করে আলোচনা করেন SSC অনশনকারীরা। সেই আলোচনায় কি কোন সমাধান সূত্র বের হল? তানিয়া শেঠ বলেন, "আমরা গতকাল রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এর আগে ৫ মার্চ দেখা হয়েছিল বিকাশ ভবনে কিন্তু ওনার কাছে তখন বিষয়টি পরিষ্কার হয়নি। তবে গতকাল যে বৈঠক হয় সেখানে আমরা সমস্ত বিষয়গুলো পরিষ্কারভাবে ওনার কাছে তুলে ধরি। যেমন সিট কমে যাওয়া, আপ টু ডেট ভ্যাকেন্সি, রেশিও মেইনটেইন করা। প্রত্যেকটা বিষয়ই তিনি গুরুত্ব সহকারে শোনেন। শোনার পরে তিনি বলেছেন, বিষয়টা তিনি খতিয়ে দেখছেন। আশা রাখছি যে তিনি হয়তো আমাদের বিষয়গুলো ভাবনা চিন্তা করে দেখবেন। কিন্তু, যেহেতু আমরা লিখিতভাবে সেরকম কোনও প্রতিশ্রুতি পাইনি তাই আমরা এখনও অনশনটা তুলিনি।"
আজ গণ-কনভেনশনে ছিলেন ABVP-র প্রতিনিধিরা, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ফুয়াদ হালিম সহ আরও অনেকে। এমনকি CITU-র ব্যানারে মিছিল করে গণ-কনভেনশনে আসেন সংগঠনের নেতা শ্যামল চক্রবর্তী। কোনও জায়গা থেকে কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলি তাদের ব্যবহার করে ভোট প্রচার করছেন? তানিয়া শেঠ বলেন, "সামনে ভোট। বিভিন্ন দল ও সংগঠন এটা চেষ্টা করবে, সেটা স্বাভাবিক। কিন্তু আমরা এটা হতে দিইনি।"