ETV Bharat / state

যুবককে পিটিয়ে খুন নলহাটিতে, দাবি পরিবারের - youth murdered in Nalhati

পরিবারের দাবি, পিটিয়ে খুন করা হয়েছে রাজকে ৷ পুলিশ সূত্রের খবর, মৃতদেহের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রাজ মজুমদার
রাজ মজুমদার
author img

By

Published : Jan 28, 2021, 12:53 PM IST

নলহাটি, 28 জানুয়ারি : এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ৷ জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুক লাইভ করে ওই যুবক ৷ বীরভূমের নলহাটির ঘটনা ৷ মৃতের নাম রাজ মজুমদার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, রাজ মজুমদার নামে ওই যুবকের বাড়ি ডাকবাংলো পাড়া এলাকায় ৷ এদিন বিকেলের দিকে সে বাড়ি থেকে বের হয় ৷ এর বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকেদের কাছে খবর আসে যে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিবারের লোকেদের দাবি, হাসপাতালে পৌঁছানোর পর রাজের মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা ৷ প্রসঙ্গত, এদিন ফেসবুকে একটি লাইভ করেন রাজ ৷ সেখানে মানসিক অবসাদের কথা জানায় সে ৷ যদিও পরিবারের লোকেদের দাবি, রাজকে পিটিয়ে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন : বিশ্বভারতীর পাগলা ভিসি, শুকনো নেশা করে কি না জানতে হবে : অনুব্রত

বীরভূম পুলিশ সূত্রের খবর, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ মৃতদেহটি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ৷

নলহাটি, 28 জানুয়ারি : এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ৷ জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুক লাইভ করে ওই যুবক ৷ বীরভূমের নলহাটির ঘটনা ৷ মৃতের নাম রাজ মজুমদার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, রাজ মজুমদার নামে ওই যুবকের বাড়ি ডাকবাংলো পাড়া এলাকায় ৷ এদিন বিকেলের দিকে সে বাড়ি থেকে বের হয় ৷ এর বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকেদের কাছে খবর আসে যে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিবারের লোকেদের দাবি, হাসপাতালে পৌঁছানোর পর রাজের মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা ৷ প্রসঙ্গত, এদিন ফেসবুকে একটি লাইভ করেন রাজ ৷ সেখানে মানসিক অবসাদের কথা জানায় সে ৷ যদিও পরিবারের লোকেদের দাবি, রাজকে পিটিয়ে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন : বিশ্বভারতীর পাগলা ভিসি, শুকনো নেশা করে কি না জানতে হবে : অনুব্রত

বীরভূম পুলিশ সূত্রের খবর, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ মৃতদেহটি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.