ETV Bharat / state

"গান্ধিজি গণতন্ত্রের যে পরিকাঠামো চেয়েছিলেন তা করতে পারিনি" - Gandhiji

"গান্ধিজি যে গণতন্ত্র চেয়েছিলেন তা করতে পারিনি আমরা । গান্ধিজি চেয়েছিলেন শেষ মানুষটি পর্যন্ত মত দিক । গান্ধিজি এই পরিকাঠামো (গণতন্ত্রের) চাননি ।" বললেন প্রণব মুখোপাধ্যায় ।

democracy
প্রাক্তন রাষ্ট্রপতি
author img

By

Published : Dec 10, 2019, 7:35 PM IST

Updated : Dec 10, 2019, 10:00 PM IST

শান্তিনিকেতন, ১০ ডিসেম্বর : মাঝরাতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । আজ শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে এসে বিলটি নিয়ে বলতে গিয়ে গান্ধিজির প্রসঙ্গ টেনে আনলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বললেন, "গান্ধিজি যে গণতন্ত্র চেয়েছিলেন তা আমরা করতে পারিনি । গান্ধিজি এই পরিকাঠামোটাই (গণতন্ত্রের) চাননি ।"

আজ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তি ৷ অনুষ্ঠান থেকে ST, SC ও তাদের সংরক্ষণ নিয়ে মন্তব্য করেন তিনি । বলেন, "সমাজের যে অংশটা পিছিয়ে পড়েছিল অর্থাৎ ST, SC তাদের যথাযথ রিপ্রেজ়েনটেশন হয়নি । এমন বহু উদাহরণ রয়েছে । সাম্প্রতিককালে তাই 10 বছরের জন্য বাড়াতে হল সংরক্ষণ । একটা সঠিক জায়গায় পৌঁছানোর পর হয়ত এই সংরক্ষণ বাড়ানোর আর প্রয়োজন হবে না ।"

দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ও তার প্রয়োগ নিয়েও নিজের মতামত রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ মানুষের মতামত কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে গ্রাম সংসদের উদাহরণ তুলে ধরেন তিনি ৷ বলেন, "গ্রাম সংসদের কোনও মিটিংয়ে একজন মানুষের মতামতও গুরুত্ব পায় ৷ সেখানে একজন কোনও বিষয়ে সহমত না হলে ফের মিটিং ডাকা হয় ৷ গণতন্ত্রে এটাই কাম্য ৷" কিন্তু, এরকম দৃষ্টান্ত যে ছোটো পরিধির মধ্যেই সম্ভব তাও মেনে নেন প্রণব মুখোপাধ্যায় ৷ তাঁর সংযোজন, "সবার মতামতকে গুরুত্ব দেওয়া বা সবার মত মেনে সিদ্ধান্ত নেওয়া ছোটো জায়গাতেই সম্ভব ৷ 2014 সালে ভারতবর্ষের ভোটার সংখ্যা ছিল 70 কোটি ৷ 2019 সালে 79 কোটি। একটা লোকসভায় গড়ে সংখ্যাটা 16 লাখ । প্রতিজনের কাছ থেকে যদি মতামত নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা কঠিন হয়ে যাবে ৷ আমাদের সংসদীয় গণতন্ত্রের যে মূল লক্ষ্য প্রস্তাবনা ও সিদ্ধান্ত গ্রহণ, তা কার্যকর করা যাবে না । গান্ধিজি চেয়েছিলেন শেষ মানুষটি পর্যন্ত মত দিক । গণতন্ত্রের এইপরিকাঠামো তিনি চাননি ।"

দেখুন কী বললেন প্রণব মুখোপাধ্যায়

শান্তিনিকেতন, ১০ ডিসেম্বর : মাঝরাতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । আজ শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে এসে বিলটি নিয়ে বলতে গিয়ে গান্ধিজির প্রসঙ্গ টেনে আনলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বললেন, "গান্ধিজি যে গণতন্ত্র চেয়েছিলেন তা আমরা করতে পারিনি । গান্ধিজি এই পরিকাঠামোটাই (গণতন্ত্রের) চাননি ।"

আজ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তি ৷ অনুষ্ঠান থেকে ST, SC ও তাদের সংরক্ষণ নিয়ে মন্তব্য করেন তিনি । বলেন, "সমাজের যে অংশটা পিছিয়ে পড়েছিল অর্থাৎ ST, SC তাদের যথাযথ রিপ্রেজ়েনটেশন হয়নি । এমন বহু উদাহরণ রয়েছে । সাম্প্রতিককালে তাই 10 বছরের জন্য বাড়াতে হল সংরক্ষণ । একটা সঠিক জায়গায় পৌঁছানোর পর হয়ত এই সংরক্ষণ বাড়ানোর আর প্রয়োজন হবে না ।"

দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ও তার প্রয়োগ নিয়েও নিজের মতামত রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ মানুষের মতামত কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে গ্রাম সংসদের উদাহরণ তুলে ধরেন তিনি ৷ বলেন, "গ্রাম সংসদের কোনও মিটিংয়ে একজন মানুষের মতামতও গুরুত্ব পায় ৷ সেখানে একজন কোনও বিষয়ে সহমত না হলে ফের মিটিং ডাকা হয় ৷ গণতন্ত্রে এটাই কাম্য ৷" কিন্তু, এরকম দৃষ্টান্ত যে ছোটো পরিধির মধ্যেই সম্ভব তাও মেনে নেন প্রণব মুখোপাধ্যায় ৷ তাঁর সংযোজন, "সবার মতামতকে গুরুত্ব দেওয়া বা সবার মত মেনে সিদ্ধান্ত নেওয়া ছোটো জায়গাতেই সম্ভব ৷ 2014 সালে ভারতবর্ষের ভোটার সংখ্যা ছিল 70 কোটি ৷ 2019 সালে 79 কোটি। একটা লোকসভায় গড়ে সংখ্যাটা 16 লাখ । প্রতিজনের কাছ থেকে যদি মতামত নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা কঠিন হয়ে যাবে ৷ আমাদের সংসদীয় গণতন্ত্রের যে মূল লক্ষ্য প্রস্তাবনা ও সিদ্ধান্ত গ্রহণ, তা কার্যকর করা যাবে না । গান্ধিজি চেয়েছিলেন শেষ মানুষটি পর্যন্ত মত দিক । গণতন্ত্রের এইপরিকাঠামো তিনি চাননি ।"

দেখুন কী বললেন প্রণব মুখোপাধ্যায়
Intro:শান্তিনিকেতন, ১০ ডিসেম্বরঃ "গান্ধীজি যে গণতন্ত্র চেয়েছিলেন তা করতে পারিনি আমরা।" "সংসদীয় গণতন্ত্র কি ভারতে সফল হয়েছে?" বিশ্বভারতীতে এই শীর্ষক একটি বক্তিতায় যোগ দিয়ে একথা বললেন ভারতের ১৩ তম রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, "গান্ধীজি এই পরিকাঠামোটাই (গণতন্ত্রের) চাননি।"Body:শান্তিনিকেতন, ১০ ডিসেম্বরঃ "গান্ধীজি যে গণতন্ত্র চেয়েছিলেন তা করতে পারিনি আমরা।" "সংসদীয় গণতন্ত্র কি ভারতে সফল হয়েছে?" বিশ্বভারতীতে এই শীর্ষক একটি বক্তিতায় যোগ দিয়ে একথা বললেন ভারতের ১৩ তম রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, "গান্ধীজি এই পরিকাঠামোটাই (গণতন্ত্রের) চাননি।"

বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এদিন একটি বক্তিতার আয়োজন করা হয়। "সংসদীয় গণতন্ত্র কি ভারতে সফল হয়েছে?" শীর্ষক বক্তিতা দেন ভারতের ১৩ তম রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। ছিলেন, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় প্রমুখ।
সংরক্ষণ প্রসঙ্গে প্রণব মুখোপাধ্যায় বলেন, "পুরো পূরণ হয়নি। অর্থাৎ সমাজের যে অংশটা পিছিয়ে পড়েছিল, ST, SC। তাদের যথাযথ রিপ্রেজেনটেশন হয়নি। এমন বহু উদাহরণ আছে। সম্প্রতীকালে তাই ১০ বছরের জন্য বাড়াতে হল সংরক্ষণ। একটা সঠিক জায়গায় পৌঁছানোর পর হয়তো আর প্রয়োজন হবেনা।"
তিনি আরও বলেন, "একটা ছোট জায়গার ক্ষেত্রে যত দিন না পর্যন্ত শেষ মানুষটি মত দিচ্ছেন ততদিন কোন সিদ্ধান্ত হত না। কিন্তু, এটা ছোট জায়গাতেই চলতে পারে। ২০১৪ সালে ভারতবর্ষের ভোটার ছিল ৭০ কোটি, ২০১৯ সালে ৭৯ কোটি ভোটার। একটা লোকসভায় গড়ে ১৬ লক্ষ ভোটার। এদের দিয়ে যদি সরাসরি গণতন্ত্র করতে যান, তাহলে আমাদের সংসদীয় গণতন্ত্রের যে মূল লক্ষ্য প্রস্তাবনা হন, সিদ্ধান্ত গ্রহণ। সেই সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিটা কিন্তু কার্যকর হবে না।"
এরপরেই তিনি বলেন, "গান্ধীজি চেয়েছিলেন (শেষ মানুষটি পর্যন্ত মত দিক)। গান্ধীজি এই পরিকাঠামো (গণতন্ত্রের) চাননি। কিন্তু, করতে পারিনি আমরা।"Conclusion:
Last Updated : Dec 10, 2019, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.