শান্তিনিকেতন, ১০ ডিসেম্বর : মাঝরাতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । আজ শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে এসে বিলটি নিয়ে বলতে গিয়ে গান্ধিজির প্রসঙ্গ টেনে আনলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বললেন, "গান্ধিজি যে গণতন্ত্র চেয়েছিলেন তা আমরা করতে পারিনি । গান্ধিজি এই পরিকাঠামোটাই (গণতন্ত্রের) চাননি ।"
আজ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তি ৷ অনুষ্ঠান থেকে ST, SC ও তাদের সংরক্ষণ নিয়ে মন্তব্য করেন তিনি । বলেন, "সমাজের যে অংশটা পিছিয়ে পড়েছিল অর্থাৎ ST, SC তাদের যথাযথ রিপ্রেজ়েনটেশন হয়নি । এমন বহু উদাহরণ রয়েছে । সাম্প্রতিককালে তাই 10 বছরের জন্য বাড়াতে হল সংরক্ষণ । একটা সঠিক জায়গায় পৌঁছানোর পর হয়ত এই সংরক্ষণ বাড়ানোর আর প্রয়োজন হবে না ।"
দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ও তার প্রয়োগ নিয়েও নিজের মতামত রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ মানুষের মতামত কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে গ্রাম সংসদের উদাহরণ তুলে ধরেন তিনি ৷ বলেন, "গ্রাম সংসদের কোনও মিটিংয়ে একজন মানুষের মতামতও গুরুত্ব পায় ৷ সেখানে একজন কোনও বিষয়ে সহমত না হলে ফের মিটিং ডাকা হয় ৷ গণতন্ত্রে এটাই কাম্য ৷" কিন্তু, এরকম দৃষ্টান্ত যে ছোটো পরিধির মধ্যেই সম্ভব তাও মেনে নেন প্রণব মুখোপাধ্যায় ৷ তাঁর সংযোজন, "সবার মতামতকে গুরুত্ব দেওয়া বা সবার মত মেনে সিদ্ধান্ত নেওয়া ছোটো জায়গাতেই সম্ভব ৷ 2014 সালে ভারতবর্ষের ভোটার সংখ্যা ছিল 70 কোটি ৷ 2019 সালে 79 কোটি। একটা লোকসভায় গড়ে সংখ্যাটা 16 লাখ । প্রতিজনের কাছ থেকে যদি মতামত নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা কঠিন হয়ে যাবে ৷ আমাদের সংসদীয় গণতন্ত্রের যে মূল লক্ষ্য প্রস্তাবনা ও সিদ্ধান্ত গ্রহণ, তা কার্যকর করা যাবে না । গান্ধিজি চেয়েছিলেন শেষ মানুষটি পর্যন্ত মত দিক । গণতন্ত্রের এইপরিকাঠামো তিনি চাননি ।"