ETV Bharat / state

বিশ্বভারতীর জমি জরিপের আবেদন পরিবেশকর্মী সুভাষের - নরেন্দ্র মোদি

সম্প্রতি বিশ্বভারতীর জমি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানের বহু জমিই বেদখল হয়ে গিয়েছে৷ এমনকী, অমর্ত্য সেনের বিরুদ্ধেও উঠেছে জমি চুরির অভিযোগ৷ এরই প্রেক্ষিতে জমি জরিপের আবেদন পরিবেশকর্মী সুভাষ দত্তের৷ প্রধানমন্ত্রী তথা আচার্য এবং বিশ্বভারতীর উপাচার্যের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি৷

wb_brmh_01_visva bharati vc & priminister latter subhas dutta_7203424
বিশ্বভারতীর জমি জরিপের আবেদন পরিবেশকর্মী সুভাষ দত্তের
author img

By

Published : Feb 4, 2021, 7:19 PM IST

বোলপুর, 4 ফেব্রুয়ারি: নথি অনুযায়ী বিশ্বভারতীর প্রকৃত সীমানা জরিপের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী ও উপাচার্যকে চিঠি দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। তাঁর সাফ কথা, এই আবেদনে সাড়া না পেলে এরপর আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন৷

প্রসঙ্গত, একাধিকবার বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে ও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে, বিভিন্ন জায়গায় বিশ্বভারতীর 77 একর জমি বেদখল হয়ে গিয়েছে। এমনকী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়িটির মধ্যেও নাকি বিশ্বভারতীর জমি রয়েছে৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বভারতীর এই অভিযোগে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বোলপুর সফরে এসে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: বিশ্বভারতীর ঐতিহ্য ধরে রাখতে পারিনি, বললেন উপাচার্য

নথি অনুযায়ী বিশ্বভারতীর প্রকৃত জমির পরিমাণ কত? তার সীমানা কতটা? তা জানতেই জমি জরিপ করানোর আবেদন জানিয়ে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তিনি বলেন, "বিশ্বভারতীর জমি বেদখল নিয়ে যে অভিযোগ উঠছে, তা স্পষ্ট হওয়া দরকার। সঠিকভাবে বিষয়টা সামনে আসা দরকার। তারজন্য সার্ভে করার প্রয়োজন। আচার্য ও উপাচার্যের কাছে আমি সেই আবেদনই করেছি। সাড়া না পেলে আইনের পথেই এগোতে হবে।"

বোলপুর, 4 ফেব্রুয়ারি: নথি অনুযায়ী বিশ্বভারতীর প্রকৃত সীমানা জরিপের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী ও উপাচার্যকে চিঠি দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। তাঁর সাফ কথা, এই আবেদনে সাড়া না পেলে এরপর আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন৷

প্রসঙ্গত, একাধিকবার বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে ও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে, বিভিন্ন জায়গায় বিশ্বভারতীর 77 একর জমি বেদখল হয়ে গিয়েছে। এমনকী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়িটির মধ্যেও নাকি বিশ্বভারতীর জমি রয়েছে৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বভারতীর এই অভিযোগে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বোলপুর সফরে এসে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: বিশ্বভারতীর ঐতিহ্য ধরে রাখতে পারিনি, বললেন উপাচার্য

নথি অনুযায়ী বিশ্বভারতীর প্রকৃত জমির পরিমাণ কত? তার সীমানা কতটা? তা জানতেই জমি জরিপ করানোর আবেদন জানিয়ে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তিনি বলেন, "বিশ্বভারতীর জমি বেদখল নিয়ে যে অভিযোগ উঠছে, তা স্পষ্ট হওয়া দরকার। সঠিকভাবে বিষয়টা সামনে আসা দরকার। তারজন্য সার্ভে করার প্রয়োজন। আচার্য ও উপাচার্যের কাছে আমি সেই আবেদনই করেছি। সাড়া না পেলে আইনের পথেই এগোতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.