শান্তিনিকেতন, 29 জানুয়ারি : ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্বভারতীতে আন্দোলনে জেরে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ তারপরই দ্রুত বিশ্বভারতীর সমস্ত ভবন, বিভাগ, দফতর খোলার নির্দেশ-সহ সমস্ত কর্মী, অধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের নির্দিষ্ট সময়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন-পাঠন অনলাইনেই হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati partially reopens) ।
ক্যাম্পাস খোলার দাবিতে শুক্রবার বাম সমর্থিত পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ । নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়াদের ৷ আহত হন বেশ কয়েকজন পড়ুয়া । দিনভর আন্দোলনের পরই একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷
তাতে বলা হয়, সমস্ত বিভাগ, ভবন, দফতর নিয়মমাফিক নির্দিষ্ট সময়ে খোলা থাকবে ৷ সরকারি নির্দেশিকা মেনে অনুযায়ী কোভিড বিধি মেনে কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের আসতে হবে ৷ তবে কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন-পাঠন অনলাইনেই হবে ৷ ভবন, বিভাগ থেকেই অনলাইনে ক্লাস নিতে হবে এমনও নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে ৷ বলা যায়, আন্দোলন ঠেকাতে আংশিকভাবে খুলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।
আরও পড়ুন : Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে