শান্তিনিকেতন, 9 ডিসেম্বর: ছাত্র আন্দোলনের (Student Agitation) জেরে বিশ্বভারতীর (Visva Bharati University) সমাবর্তন (Convocation) স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ ৷ এদিকে, গত 17 দিন ধরে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty) ৷ উল্লেখ্য, এবারের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের অ্য়াটর্নি জেনারেল ও বাংলার রাজ্যপালের ৷ কিন্তু, সেই অনুষ্ঠানই স্থগিত হয়ে যাওয়ায় বেজায় চটেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এ নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু ৷ পালটা জবাব দিয়েছে বিশ্বভারতীর অধ্যাপক সংগঠনও ৷
বিশ্বভারতী প্রসঙ্গে শুভেন্দু টুইটারে লিখেছেন, "শকিং ! বিশ্বভারতীর উপাচার্যকে তাঁর বাসভবনেই 15 দিন ধরে জোর করে আটকে রাখা হয়েছে ৷ তার জেরে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করতে হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ঐতিহ্য মেনে সমবার্তন অনুষ্ঠানে ভারতের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানিত করার কথা ছিল ৷" তবে, শুভেন্দু অধিকারী টুইটে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করার কথা বললেও বিশ্বভারতী কর্তৃপক্ষ তেমন কিছু জানায়নি ৷ তাদের বক্তব্য, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমাবর্তন স্থগিত রাখা হবে ৷ এছাড়াও, অন্য একটি টুইটে বিশ্বভারতীর আন্দোলনরত পড়ুয়াদের 'তৃণমূলের মদতপুষ্ট গুন্ডা' বলেও আক্রমণ শানিয়েছেন শুভেন্দু ৷
-
Shocking !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Convocation Ceremony of Visva Bharati University has been cancelled as the Vice Chancellor has been forcefully confined for 15 days at his residence.
Eminent personalities of India would have graced the occasion in accordance with the rich tradition of the University.
">Shocking !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022
Convocation Ceremony of Visva Bharati University has been cancelled as the Vice Chancellor has been forcefully confined for 15 days at his residence.
Eminent personalities of India would have graced the occasion in accordance with the rich tradition of the University.Shocking !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022
Convocation Ceremony of Visva Bharati University has been cancelled as the Vice Chancellor has been forcefully confined for 15 days at his residence.
Eminent personalities of India would have graced the occasion in accordance with the rich tradition of the University.
আরও পড়ুন: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ
বিরোধী দলনেতার এমন মন্তব্যের জবাবে মুখ খুলেছেন বিশ্বভারতীর পড়ুয়ারাও ৷ তাঁদের বক্তব্য, সোমনাথ সৌ নামে এক তফসিলি ছাত্রের স্নাতক থেকে স্নাতকোত্তরে ভর্তি আটকে দেওয়া হয়েছে ! এছাড়াও, মীনাক্ষী ভট্টাচার্য নামে এক ছাত্রীকে তাঁর গবেষণাপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না ৷ উপরন্তু, পৌষমেলা আদৌ হবে কিনা, তা নিয়েও কোনও সিদ্ধান্ত নিচ্ছে না কর্তৃপক্ষ ৷ লাগাতার টালবাহানা করা হচ্ছে ৷ আর এসবের জন্য বর্তমান উপাচার্যকেই দায়ী করছেন পড়ুয়ারা ৷ প্রতিবাদে মঞ্চ বেঁধে চলছে ধর্না ৷
-
A few TMC backed goons are agitating outside the Vice Chancellor’s residence since 24th November. Due to the non-cooperation of @WBPolice, normalcy couldn't be restored on the campus.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The legacy of Visva Bharati has been tarnished today along with the reputation of WB.@PMOIndia
">A few TMC backed goons are agitating outside the Vice Chancellor’s residence since 24th November. Due to the non-cooperation of @WBPolice, normalcy couldn't be restored on the campus.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022
The legacy of Visva Bharati has been tarnished today along with the reputation of WB.@PMOIndiaA few TMC backed goons are agitating outside the Vice Chancellor’s residence since 24th November. Due to the non-cooperation of @WBPolice, normalcy couldn't be restored on the campus.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022
The legacy of Visva Bharati has been tarnished today along with the reputation of WB.@PMOIndia
এদিকে, এই বিতর্কের মধ্যেই বিশ্বভারতীর অধ্য়াপক সংগঠনের পক্ষ থেকে একটি টুইট করা হয় শুক্রবার ৷ সেই টুইট করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ করে ৷ এবং টুইটটি ট্যাগ করা হয়েছে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ৷ তাতে লেখা হয়েছে, "সমাবর্তন কারও ব্যক্তিগত বিষয় নয় ৷ এমনকী, উপাচার্যেরও নয় ৷ এই অনুষ্ঠানে পড়ুয়া, অধ্যাপক এবং সংশ্লিষ্ট সকলের যোগদান জরুরি ৷ আগামী 11 ডিসেম্বরের তথাকথিত সমাবর্তন সম্পর্কে আদৌ কোনও নির্দেশিকা দেওয়া হয়নি ৷" প্রশ্ন উঠছে, শুভেন্দুকে উদ্দেশ করে এই টুইট করা হল কেন ? তাহলে কি তাঁর তোলা অভিযোগের জবাব দিতেই এই উদ্যোগ ? নাকি এই টুইট আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা ? নাকি নেহাতই বিশ্বভারতীর পরিস্থিতি সম্পর্কে সকলকে অবহিত করার চেষ্টা ?
-
@SuvenduWB Convocation is not a private affair of anybody, not even the VC. It needs involvement of students, faculty and statutory bodies. The alleged convocation of Visva-Bharati on 11/12/22 was not at all notified. @PMOIndia @EduMinOfIndia @MamataOfficial
— Visva-Bharati University Faculty Association (@VBUfaculty) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">@SuvenduWB Convocation is not a private affair of anybody, not even the VC. It needs involvement of students, faculty and statutory bodies. The alleged convocation of Visva-Bharati on 11/12/22 was not at all notified. @PMOIndia @EduMinOfIndia @MamataOfficial
— Visva-Bharati University Faculty Association (@VBUfaculty) December 9, 2022@SuvenduWB Convocation is not a private affair of anybody, not even the VC. It needs involvement of students, faculty and statutory bodies. The alleged convocation of Visva-Bharati on 11/12/22 was not at all notified. @PMOIndia @EduMinOfIndia @MamataOfficial
— Visva-Bharati University Faculty Association (@VBUfaculty) December 9, 2022