ETV Bharat / state

স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দলেরই কর্মীদের - Party Worker

নিজের পরিবারের তিনজনের নামে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়েছেন ৷ কিন্তু অভিযোগ, নির্মাণ হয়নি একটিও বাড়ি ৷ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন দলের কর্মীরাই ৷

প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প
author img

By

Published : Aug 8, 2019, 12:11 PM IST

ইলামবাজার, 8 অগাস্ট : স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলল দলের কর্মীরাই ৷ অভিযুক্ত তৃণমূল নেতার নাম শেখ আকবর আলি ৷ এই বিষয়ে BDO-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কর্মীরা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ আকবর আলি ৷ তিনি বলেন, "মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার নামে । মন্ত্রী সবই জানেন ।" ইলামবাজারের বারুইপুর গ্রামের ঘটনা ৷

বারুইপুর গ্রামের তৃণমূলের কোর সদস্য শেখ আকবর আলি ৷ নিজের পরিবারের তিনজনের নামে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়েছেন ৷ কিন্তু অভিযোগ, নির্মাণ হয়নি একটিও বাড়ি ৷ উলটে নিজের পুরোনো বাড়িতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগিয়ে রেখেছেন ৷ গতকাল এই নিয়ে BDO-র কাছে অভিযোগ জানান তারা ৷

দলীয় কর্মীরা জানান, কয়েকদিন আগে 'দিদিকে বলো'-র প্রচারে এসে গ্রামে রাত কাটিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ সেইসময় তাঁকে শেখ আকবরের টাকা আত্মসাৎ করার কথা জানানো হয় ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ তাই প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷

BDO মহম্মদ জসিমুদ্দিন মণ্ডল বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি । খতিয়ে দেখা হচ্ছে ।"

ইলামবাজার, 8 অগাস্ট : স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলল দলের কর্মীরাই ৷ অভিযুক্ত তৃণমূল নেতার নাম শেখ আকবর আলি ৷ এই বিষয়ে BDO-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কর্মীরা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ আকবর আলি ৷ তিনি বলেন, "মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার নামে । মন্ত্রী সবই জানেন ।" ইলামবাজারের বারুইপুর গ্রামের ঘটনা ৷

বারুইপুর গ্রামের তৃণমূলের কোর সদস্য শেখ আকবর আলি ৷ নিজের পরিবারের তিনজনের নামে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়েছেন ৷ কিন্তু অভিযোগ, নির্মাণ হয়নি একটিও বাড়ি ৷ উলটে নিজের পুরোনো বাড়িতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগিয়ে রেখেছেন ৷ গতকাল এই নিয়ে BDO-র কাছে অভিযোগ জানান তারা ৷

দলীয় কর্মীরা জানান, কয়েকদিন আগে 'দিদিকে বলো'-র প্রচারে এসে গ্রামে রাত কাটিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ সেইসময় তাঁকে শেখ আকবরের টাকা আত্মসাৎ করার কথা জানানো হয় ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ তাই প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷

BDO মহম্মদ জসিমুদ্দিন মণ্ডল বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি । খতিয়ে দেখা হচ্ছে ।"

Intro:একই পতিবারের তিন জনের নামে তিনটি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অথচ একটিও বাড়ি নির্মাণ হয়নি। এই মর্মে ইলামবাজারের বারুইপুর গ্রামের তৃণমূলের কোর সদস্য শেখ আকবর আলির বিরুদ্ধে BDO কাছে লিখিত অভিযোগ করলেন দলেরই একাংশ কর্মী। এই গ্রামেই কিছু দিন আগে 'দিদিকে বলো' কর্মসূচি পালন করতে রাত্রি যাপন করলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তারপরেই প্রকাশ্য এল গ্রামের তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ।Body:ইলামবাজার, ৭ আগস্টঃ একই পতিবারের তিন জনের নামে তিনটি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অথচ একটিও বাড়ি নির্মাণ হয়নি। এই মর্মে ইলামবাজারের বারুইপুর গ্রামের তৃণমূলের কোর সদস্য শেখ আকবর আলির বিরুদ্ধে BDO কাছে লিখিত অভিযোগ করলেন দলেরই একাংশ কর্মী। এই গ্রামেই কিছু দিন আগে 'দিদিকে বলো' কর্মসূচি পালন করতে রাত্রি যাপন করলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তারপরেই প্রকাশ্য এল গ্রামের তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ।

ইলামবাজার থানার বারুইপুর গ্রামে কিছু দিন আগেই ঘটা করে রাত্রি যাপন করে এসেছেন রাজ্যের মৎস্য মন্ত্রী তথা এলাকায় বিধায়ক চন্দ্রনাথ সিংহ। সেই সময় মন্ত্রীকে জানানো হয় তৃণমূল নেতার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা আত্মসাতের কথা। কিন্তু, তাতেও কোন কাজ হয়নি। এরপরেই প্রশাসনের দ্বারস্থ হন গ্রামের তৃণমূল কর্মীরা।
গ্রামের তৃণমূলের কোর কমিটির সদস্য শেখ আকবর আলি পরিবারের তিন জন সদস্যের নামে তিনটি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়েছেন ইলামবাজার গ্রাম পঞ্চায়েত থেকে। কিন্তু, একটিও বাড়ি করেননি তিনি। তাঁর পুরনো বাড়িতেই ফলক লাগিয়ে রেখেছেন বলে অভিযোগ। এই মর্মে গ্রামের তৃণমূলের একাংশ কর্মী নেতার নামে ইলামবাজারের বিডিও-র কাছে লিখিত অভিযোগ করেন। যদিও, তৃণমূল নেতা শেখ আকবর আলি বলেন, "মিথ্যা অভিযোগ করছে আমার নামে। মন্ত্রী সবই জানেন।"
বিডিও মহম্মদ জসিমুদ্দিন মণ্ডল বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নিয়ে অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।"Conclusion:অভিযোগ প্রকাশ্যে আসতেই গ্রামে উত্তেজনা রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.