ইলামবাজার, 8 অগাস্ট : স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলল দলের কর্মীরাই ৷ অভিযুক্ত তৃণমূল নেতার নাম শেখ আকবর আলি ৷ এই বিষয়ে BDO-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কর্মীরা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ আকবর আলি ৷ তিনি বলেন, "মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার নামে । মন্ত্রী সবই জানেন ।" ইলামবাজারের বারুইপুর গ্রামের ঘটনা ৷
বারুইপুর গ্রামের তৃণমূলের কোর সদস্য শেখ আকবর আলি ৷ নিজের পরিবারের তিনজনের নামে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়েছেন ৷ কিন্তু অভিযোগ, নির্মাণ হয়নি একটিও বাড়ি ৷ উলটে নিজের পুরোনো বাড়িতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগিয়ে রেখেছেন ৷ গতকাল এই নিয়ে BDO-র কাছে অভিযোগ জানান তারা ৷
দলীয় কর্মীরা জানান, কয়েকদিন আগে 'দিদিকে বলো'-র প্রচারে এসে গ্রামে রাত কাটিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ সেইসময় তাঁকে শেখ আকবরের টাকা আত্মসাৎ করার কথা জানানো হয় ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ তাই প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷
BDO মহম্মদ জসিমুদ্দিন মণ্ডল বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি । খতিয়ে দেখা হচ্ছে ।"