ETV Bharat / state

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ

author img

By

Published : Jun 23, 2020, 10:53 PM IST

ইলামবাজারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো তৃণমূল ও BJP ৷ ঘটনায় দু'পক্ষেরই কর্মী-সমর্থকরা জখম হয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষেরই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷

TMC-BJP Clash
তৃণমূল-BJP সংঘর্ষ

ইলামবাজার, 23 জুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে মিছিল বের করেছিল BJP ৷ আর সেই মিছিলকে কেন্দ্র করেই তৃণমূলের সঙ্গে সংঘর্ষ শুরু হয় BJP -র ৷ ঘটনায় দু'পক্ষেরই কর্মী-সমর্থকরা জখম হয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷ ইলামবাজারের জয়দেব এলাকার ঘটনা ৷

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে জয়দেব এলাকায় মিছিলের আয়োজন করে স্থানীয় BJP কর্মী ও সমর্থকরা ৷ অভিযোগ, মিছিল শুরু হতেই তাদের বাধা দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ আর তখনই দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ৷ তারপর বাঁশ নিয়েও একে অপরের উপর চড়াও হয় তৃণমূল ও BJP-র কর্মী-সমর্থকরা ৷ তাতেই মাথা ফাটে এক BJP কর্মীর ৷ জখম হয় তৃণমূলের কর্মী-সমর্থকরাও ৷

এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ ৷ তাদের সঙ্গে ঘটনাস্থানে পৌঁছায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র ৷ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ আটক করা হয় দু'পক্ষেরই বেশ কয়েকজনকে ৷ একইসঙ্গে জখমদের উদ্ধার করে ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

ইলামবাজার, 23 জুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে মিছিল বের করেছিল BJP ৷ আর সেই মিছিলকে কেন্দ্র করেই তৃণমূলের সঙ্গে সংঘর্ষ শুরু হয় BJP -র ৷ ঘটনায় দু'পক্ষেরই কর্মী-সমর্থকরা জখম হয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷ ইলামবাজারের জয়দেব এলাকার ঘটনা ৷

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে জয়দেব এলাকায় মিছিলের আয়োজন করে স্থানীয় BJP কর্মী ও সমর্থকরা ৷ অভিযোগ, মিছিল শুরু হতেই তাদের বাধা দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ আর তখনই দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ৷ তারপর বাঁশ নিয়েও একে অপরের উপর চড়াও হয় তৃণমূল ও BJP-র কর্মী-সমর্থকরা ৷ তাতেই মাথা ফাটে এক BJP কর্মীর ৷ জখম হয় তৃণমূলের কর্মী-সমর্থকরাও ৷

এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ ৷ তাদের সঙ্গে ঘটনাস্থানে পৌঁছায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র ৷ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ আটক করা হয় দু'পক্ষেরই বেশ কয়েকজনকে ৷ একইসঙ্গে জখমদের উদ্ধার করে ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.