ETV Bharat / state

BJP নেতার "অপহৃত" মেয়ের গোপন জবানবন্দী নিল আদালত

"অপহৃত" মেয়ের গোপন জবানবন্দী নেওয়ার পর বাবা সুপ্রভাত বটব্যালকে ১১ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 19, 2019, 10:16 AM IST

বোলপুর, ১৯ ফেব্রুয়ারি : লাভপুরে BJP নেতার মেয়েকে "অপরহণ"-এর ঘটনায় ধৃত তিনজনকে কাল দুপুরে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। দুপুর ২টো ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলে মামলার শুনানি। বিচারক অরবিন্দ মিশ্র প্রায় ৩ ঘন্টা ধরে BJP নেতা সুপ্রভাত বটব্যালের মেয়ে প্রথমার গোপন জবানবন্দী নেন। আদালত সুপ্রভাতবাবুকে ১১ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

১৩ ফেব্রুয়ারি লাভপুরের BJP নেতা সুপ্রভাতবাবুর মেয়ে প্রথমাকে বন্দুক দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। জনরোষের মুখে পড়ে পুলিশ ও স্থানীয় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।

পুলিশ তদন্তে নেমে ডালখোলা স্টেশন থেকে প্রথমাকে উদ্ধার করে এবং রাজু সরকার ও দীপঙ্কর মণ্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, সুপ্রভাতবাবু নিজেই তাঁর মেয়েকে অপহরণের পরিকল্পনা করেছিলেন। পুলিশ সুপ্রভাতবাবুকেও গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে।

ধৃতদের কাল দুপুরে বোলপুর মহকুমা আদালতে ACJM অরবিন্দ মিশ্রের এজলাসে তোলা হয়। আদালত চত্বরে প্রচুর পুলিশ ও কমব্যাট ফোর্স ছিল। মামলার তদন্তকারী অফিসার মিখাইল মিয়া সুপ্রভাত বটব্যালকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার আবেদন করেন এবং অপহৃতার গোপন জবানবন্দি নেওয়ারও আরজি জানান। এছাড়া, অপহৃতার বাবার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা যোগ করারও আবেদন জানান। আদালত প্রথমাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।

undefined

ধৃতদের হয়ে সওয়াল করেন BJP-র জেলা সহ সভাপতি তথা আইনজীবী দিলীপ ঘোষ ও কালোসোনা মণ্ডল। মামলার সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল বলেন, "পুলিশের আরজি অনুযায়ী সুপ্রভাত বটব্যালকে ১১ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তার বিরুদ্ধে মামলায় ১২০ বি ধারা যোগ করারও নির্দেশ দিয়েছে আদালত।"

বোলপুর, ১৯ ফেব্রুয়ারি : লাভপুরে BJP নেতার মেয়েকে "অপরহণ"-এর ঘটনায় ধৃত তিনজনকে কাল দুপুরে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। দুপুর ২টো ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলে মামলার শুনানি। বিচারক অরবিন্দ মিশ্র প্রায় ৩ ঘন্টা ধরে BJP নেতা সুপ্রভাত বটব্যালের মেয়ে প্রথমার গোপন জবানবন্দী নেন। আদালত সুপ্রভাতবাবুকে ১১ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

১৩ ফেব্রুয়ারি লাভপুরের BJP নেতা সুপ্রভাতবাবুর মেয়ে প্রথমাকে বন্দুক দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। জনরোষের মুখে পড়ে পুলিশ ও স্থানীয় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।

পুলিশ তদন্তে নেমে ডালখোলা স্টেশন থেকে প্রথমাকে উদ্ধার করে এবং রাজু সরকার ও দীপঙ্কর মণ্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, সুপ্রভাতবাবু নিজেই তাঁর মেয়েকে অপহরণের পরিকল্পনা করেছিলেন। পুলিশ সুপ্রভাতবাবুকেও গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে।

ধৃতদের কাল দুপুরে বোলপুর মহকুমা আদালতে ACJM অরবিন্দ মিশ্রের এজলাসে তোলা হয়। আদালত চত্বরে প্রচুর পুলিশ ও কমব্যাট ফোর্স ছিল। মামলার তদন্তকারী অফিসার মিখাইল মিয়া সুপ্রভাত বটব্যালকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার আবেদন করেন এবং অপহৃতার গোপন জবানবন্দি নেওয়ারও আরজি জানান। এছাড়া, অপহৃতার বাবার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা যোগ করারও আবেদন জানান। আদালত প্রথমাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।

undefined

ধৃতদের হয়ে সওয়াল করেন BJP-র জেলা সহ সভাপতি তথা আইনজীবী দিলীপ ঘোষ ও কালোসোনা মণ্ডল। মামলার সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল বলেন, "পুলিশের আরজি অনুযায়ী সুপ্রভাত বটব্যালকে ১১ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তার বিরুদ্ধে মামলায় ১২০ বি ধারা যোগ করারও নির্দেশ দিয়েছে আদালত।"


New Delhi, Feb 19 (ANI): Delhi-NCR region received heavy spell of rain on late evening of Monday. The temperature once again dipped in the city. People took refuge in night shelters to beat the cold. The night shelters were spotted crowded in different parts of the city. Cloudy weather with light drizzle is expected to continue, according to Indian Meteorological Department (IMD).

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.