ETV Bharat / state

অতিরিক্ত বকেয়া বিল পরিশোধ না করায় আশ্রমে বিদ্যুৎ বিচ্ছিন্ন

author img

By

Published : Nov 29, 2019, 1:14 PM IST

Updated : Nov 29, 2019, 3:48 PM IST

অতিরিক্ত বিদ্যুতের বিল এসেছে বোলপুরের বিবেকানন্দ কালচারাল সোশ্যাল ইনস্টিটিউট ৷ বোলপুর শান্তিনিকেতন শাখার বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল ৷ দু’দিন ধরে অন্ধকারে পঠন-পাঠন চলছে পড়ুয়াদের ৷

powercut in bolpur ashram
বিদ্যুৎ বিচ্ছিন্ন আশ্রমে

বোলপুর, 29 নভেম্বর: বিল বাকি থাকায় বোলপুরের বিবেকানন্দ কালচারাল সোশ্যাল ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ অন্ধকারেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের ৷ বিবেকানন্দ কালচারাল সোশ্যাল ইনস্টিটিউটের কর্তৃপক্ষের অভিযোগ অতিরিক্ত বিদ্যুতের বিল এসেছে ৷ বিপুল পরিমাণ বিল না দিতে পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ৷

বোলপুরের মীর্জাপুরের এই বিবেকানন্দ কালচারাল সোশ্যাল ইনস্টিটিউট ৷ এই আশ্রমে প্রায় 120 জন খুদে আদিবাসী-দুঃস্থ শিশু এখানে পড়াশোনা করে ৷ প্রতি তিন মাস অন্তর এই আশ্রমে প্রায় 6 হাজার টাকার বিদ্যুতের বিল আসে ৷ কিন্তু এবারে বিদ্যুতের বিলের পরিমাণ গিয়ে দাঁড়ায় 18 হাজার 690 টাকা ৷

এত বেশি বিল আসায় আশ্রম কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরের শান্তিনিকেতন শাখায় অভিযোগ করেছিল ৷ তাতে কোনও সুরাহা মেলেনি ৷ 10 দিনের মধ্যে বিলের বকেয়া টাকা পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ আর তার জন্য গত দু'দিন ধরে মোমবাতির আলোতেই চলছে আবাসিক পড়ুয়াদের পঠন-পাঠন ৷ আর তার সঙ্গে চলছে আশ্রমের অন্যান্য কাজ ৷

অতিরিক্ত বকেয়া বিল

আশ্রমের অধ্যক্ষ শৈলেন্দ্রনাথ ডিঙ্গেল বলেন, "এই আশ্রমটি সরকারি অনুদানে নয় পুরোপুরি সাধারণের সহায়তায় চলে ৷ তাই এই বিপুল অঙ্কের টাকা এই মুহূর্তে দেওয়া আমাদের পক্ষে অসম্ভব ৷ আশ্রমের আদিবাসী পড়ুয়াদের সাহায্য করতে আপনারা এগিয়ে আসুন ৷" তবে আশ্রমের অভিযোগের ভিত্তিতে বোলপুর শান্তিনিকেতন শাখার বিদ্যুৎ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার পরিমল সরকার বলেন, "বিল বকেয়া থাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷ তবে ওনাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ "

বোলপুর, 29 নভেম্বর: বিল বাকি থাকায় বোলপুরের বিবেকানন্দ কালচারাল সোশ্যাল ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ অন্ধকারেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের ৷ বিবেকানন্দ কালচারাল সোশ্যাল ইনস্টিটিউটের কর্তৃপক্ষের অভিযোগ অতিরিক্ত বিদ্যুতের বিল এসেছে ৷ বিপুল পরিমাণ বিল না দিতে পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ৷

বোলপুরের মীর্জাপুরের এই বিবেকানন্দ কালচারাল সোশ্যাল ইনস্টিটিউট ৷ এই আশ্রমে প্রায় 120 জন খুদে আদিবাসী-দুঃস্থ শিশু এখানে পড়াশোনা করে ৷ প্রতি তিন মাস অন্তর এই আশ্রমে প্রায় 6 হাজার টাকার বিদ্যুতের বিল আসে ৷ কিন্তু এবারে বিদ্যুতের বিলের পরিমাণ গিয়ে দাঁড়ায় 18 হাজার 690 টাকা ৷

এত বেশি বিল আসায় আশ্রম কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরের শান্তিনিকেতন শাখায় অভিযোগ করেছিল ৷ তাতে কোনও সুরাহা মেলেনি ৷ 10 দিনের মধ্যে বিলের বকেয়া টাকা পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ আর তার জন্য গত দু'দিন ধরে মোমবাতির আলোতেই চলছে আবাসিক পড়ুয়াদের পঠন-পাঠন ৷ আর তার সঙ্গে চলছে আশ্রমের অন্যান্য কাজ ৷

অতিরিক্ত বকেয়া বিল

আশ্রমের অধ্যক্ষ শৈলেন্দ্রনাথ ডিঙ্গেল বলেন, "এই আশ্রমটি সরকারি অনুদানে নয় পুরোপুরি সাধারণের সহায়তায় চলে ৷ তাই এই বিপুল অঙ্কের টাকা এই মুহূর্তে দেওয়া আমাদের পক্ষে অসম্ভব ৷ আশ্রমের আদিবাসী পড়ুয়াদের সাহায্য করতে আপনারা এগিয়ে আসুন ৷" তবে আশ্রমের অভিযোগের ভিত্তিতে বোলপুর শান্তিনিকেতন শাখার বিদ্যুৎ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার পরিমল সরকার বলেন, "বিল বকেয়া থাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷ তবে ওনাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ "

Intro:বোলপুর, ২৮ নভেম্বরঃ বিদ্যুতের বিল বকেয়া থাকায় বোলপুরের বিবেকানন্দ কালচার স্যোসাল ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অন্ধকারেই পড়াশোনা করতে হচ্ছে আদিবাসী পড়ুয়াদের। অভিযোগ, বাড়তি বিদ্যুৎ বিল এসেছে। বিপুল পরিমাণ বিল দিতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।Body:বোলপুর, ২৮ নভেম্বরঃ বিদ্যুতের বিল বকেয়া থাকায় বোলপুরের বিবেকানন্দ কালচার স্যোসাল ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অন্ধকারেই পড়াশোনা করতে হচ্ছে আদিবাসী পড়ুয়াদের। অভিযোগ, বাড়তি বিদ্যুৎ বিল এসেছে। বিপুল পরিমাণ বিল দিতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বোলপুর রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের মীর্জাপুরে রয়েছে বিবেকানন্দ কালচার স্যোসাল ইনস্টিটিউট। প্রায় ১২০ জন খুদে আদিবাসী দুঃস্থ শিশু এখানে থেকে পড়াশোনা করে। হঠাৎ করে ১৮ হাজার ৯৬০ টাকা বিদ্যুতের বিল চলে আসে বলে অভিযোগ। বেশি বিদ্যুতের বিল এসেছে বলে বিদ্যুৎ দপ্তরের শান্তিনিকেতন শাখায় অভিযোগও করা হয়। কিন্তু, এরপরেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আদিবাসী শিশুদের এই আশ্রমের বলে অভিযোগ। মোমবাতির আলোতেই চলছে আবাসিক পড়ুয়াদের পঠন-পাঠন সহ অন্যান্য কাজ।
বোলপুর শান্তিনিকেতন শাখার বিদ্যুৎ দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরিমল সরকার বলেন, "বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে ওদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।"Conclusion:
Last Updated : Nov 29, 2019, 3:48 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.