ETV Bharat / state

Suvendu takes dig at Amartya Sen: কোভিডের সময় গরিবদের 5 কেজি চাল দিলে মনে রাখতাম, অমর্ত্য সেনকে কটাক্ষ শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্য়ায়

বীরভূমের (Birbhum) কোটাসুরের সভা থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তোপ দেগেছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ৷

Suvendu takes dig at Amartya Sen
Suvendu takes dig at Amartya Sen
author img

By

Published : Feb 11, 2023, 7:53 PM IST

বীরভূমে বিজেপির সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

ময়ূরেশ্বর (বীরভূম), 11 ফেব্রুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Nobel Laureate Amartya Sen) কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ শনিবার বীরভূমের কোটাসুরের জনসভা করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, "উনি একজন বয়স্ক মানুষ । কোভিডের সময় উনি যদি 5 কেজি চাল বিতরণ করতেন মনে রাখতাম, উনি বিদেশে থাকুন আর বিশ্রাম করুন ।"

Birbhum BJP Meeting
বীরভূমে বিজেপির সভা

একই সঙ্গে তিনি তোপ দেগেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধেও ৷ আজ উত্তরবঙ্গের কোচবিহারে সভা করেন অভিষেক ৷ সেখানে বাংলা ভাগের ইস্যুতে বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের নম্বর টু ৷ তার পালটা অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "ভাইপোকে আগে এক মাস বাড়িতে থেকে জাতীয় সংগীত শিখতে বলুন । আজ উত্তরবঙ্গের সভায় নাকি জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ভুলে গিয়েছে । আগে আয়নার সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত অভ্যেস করুক তারপর রাজনৈতিক ভাষা বলতে আসবে ।"

Birbhum BJP Meeting
বীরভূমে বিজেপির সভা

গত বছর 21 মার্চ রামপুরহাটে তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামে 10 জন মহিলা-সহ শিশুকে পুড়িয়ে খুন করে দেওয়া হয় বলে অভিযোগ । আজ কোটাসুরের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, "আগামী 21 মার্চ বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে আমি বগটুই গ্রামে আসব । স্মারক উদ্বোধন করব, পুষ্পর্ঘ্য নিবেদন করব । অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) যিনি ভাদু, আনারুলদের সৃষ্টি করেছেন । আমরা তাঁদের ধিক্কার জানাব ।"

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ ভারতীয় জনতা পার্টির ওই সভা অনুষ্ঠিত হয় বীরভূমের কোটাসুর ফুটবল ময়দানে ৷ এই সভায় মূলবক্তা হিসাবে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এছাড়া ছিলেন, আইনজীবী ও বিজেপির রাজ্য সম্পাদক প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, হজ কমিটির চেয়ারপার্সন বিজেপির কেন্দ্রীয় নেত্রী মাফুজা খাতুন, বীরভূম জেলায় বিজেপির সভাপতি ধ্রুব সাহা-সহ জেলা নেতৃত্ব ।

আরও পড়ুন: জমি যখন আমার, তখন টেবিলের উপর উঠে চিৎকারের দরকার নেই ! মন্তব্য নোবেলজয়ীর

বীরভূমে বিজেপির সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

ময়ূরেশ্বর (বীরভূম), 11 ফেব্রুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Nobel Laureate Amartya Sen) কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ শনিবার বীরভূমের কোটাসুরের জনসভা করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, "উনি একজন বয়স্ক মানুষ । কোভিডের সময় উনি যদি 5 কেজি চাল বিতরণ করতেন মনে রাখতাম, উনি বিদেশে থাকুন আর বিশ্রাম করুন ।"

Birbhum BJP Meeting
বীরভূমে বিজেপির সভা

একই সঙ্গে তিনি তোপ দেগেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধেও ৷ আজ উত্তরবঙ্গের কোচবিহারে সভা করেন অভিষেক ৷ সেখানে বাংলা ভাগের ইস্যুতে বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের নম্বর টু ৷ তার পালটা অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "ভাইপোকে আগে এক মাস বাড়িতে থেকে জাতীয় সংগীত শিখতে বলুন । আজ উত্তরবঙ্গের সভায় নাকি জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ভুলে গিয়েছে । আগে আয়নার সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত অভ্যেস করুক তারপর রাজনৈতিক ভাষা বলতে আসবে ।"

Birbhum BJP Meeting
বীরভূমে বিজেপির সভা

গত বছর 21 মার্চ রামপুরহাটে তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামে 10 জন মহিলা-সহ শিশুকে পুড়িয়ে খুন করে দেওয়া হয় বলে অভিযোগ । আজ কোটাসুরের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, "আগামী 21 মার্চ বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে আমি বগটুই গ্রামে আসব । স্মারক উদ্বোধন করব, পুষ্পর্ঘ্য নিবেদন করব । অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) যিনি ভাদু, আনারুলদের সৃষ্টি করেছেন । আমরা তাঁদের ধিক্কার জানাব ।"

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ ভারতীয় জনতা পার্টির ওই সভা অনুষ্ঠিত হয় বীরভূমের কোটাসুর ফুটবল ময়দানে ৷ এই সভায় মূলবক্তা হিসাবে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এছাড়া ছিলেন, আইনজীবী ও বিজেপির রাজ্য সম্পাদক প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, হজ কমিটির চেয়ারপার্সন বিজেপির কেন্দ্রীয় নেত্রী মাফুজা খাতুন, বীরভূম জেলায় বিজেপির সভাপতি ধ্রুব সাহা-সহ জেলা নেতৃত্ব ।

আরও পড়ুন: জমি যখন আমার, তখন টেবিলের উপর উঠে চিৎকারের দরকার নেই ! মন্তব্য নোবেলজয়ীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.