ETV Bharat / state

সৌমিত্র স্মরণে তাঁর ছবি দেখানো হচ্ছে বোলপুরের গীতাঞ্জলিতে

author img

By

Published : Nov 20, 2020, 6:57 PM IST

কোরোনার সঙ্গে লড়াইয়ে জিতলেও, শরীরের অন্য়ান্য় অঙ্গ প্রত্য়ঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷ দীর্ঘ সেই লড়াইয়ের পর সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছে ছিলেন এক অন্য আবেগ ৷ তাই গীত বিতানের সূত্রে শান্তিনিকেতনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অতি নিবিড়।

soumitra_chatterjee's_movie_shown_in_gitanjali_hall_inbolpur
সৌমিত্র স্মরণে তাঁর ছবি দেখানো হল বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে

বোলপুর, 20 নভেম্বর : সৌমিত্র স্মরণে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তাঁর অভিনীত বাংলা ছবি দেখানো হচ্ছে । আজ থেকে শুরু হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিখ্যাত 'বেলাশেষে,' 'প্রাক্তন' ও 'পোস্ত' এই তিনটি ছবি শো । এই তিনটি বাংলা চলচ্চিত্রে অধিকাংশ শ্যুটিং হয়েছে শান্তিনিকেতনে। এমনকি, এই প্রেক্ষাগৃহে রিকশায় চড়ে সিনেমা দেখেছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।


কোরোনার সঙ্গে লড়াইয়ে জিতলেও, শরীরের অন্য়ান্য় অঙ্গ প্রত্য়ঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷ দীর্ঘ সেই লড়াইয়ের পর সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছে ছিলেন এক অন্য আবেগ ৷ তাই গীতবিতানের সূত্রে শান্তিনিকেতনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অতি নিবিড়। শান্তিনিকেতনে এলে সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াতেন আম্রকুঞ্জ, শালবীথি, আমারকুটির, কোপাই, খোয়াই, প্রান্তিকের আনাচে-কানাচে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বর্ণময় চলচ্চিত্র জীবনের অধিকাংশ শ্যুটিং হয়েছে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় । সাধারণ মানুষের মতোই রিকশায় চড়ে আমির খানের 'লাগান' সিনেমা দেখতে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে গিয়েছেন তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের তরফে তাঁকে 'দেশিকোত্তম' সম্মানে ভূষিত করা হয়েছে । বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সঙ্গেও তার যোগাযোগ ছিল অত্যন্ত সুদৃঢ় । বোলপুর গেলে প্রায় সময় রবীন্দ্রভবনে আসতেন তিনি।

বোলপুর, 20 নভেম্বর : সৌমিত্র স্মরণে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তাঁর অভিনীত বাংলা ছবি দেখানো হচ্ছে । আজ থেকে শুরু হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিখ্যাত 'বেলাশেষে,' 'প্রাক্তন' ও 'পোস্ত' এই তিনটি ছবি শো । এই তিনটি বাংলা চলচ্চিত্রে অধিকাংশ শ্যুটিং হয়েছে শান্তিনিকেতনে। এমনকি, এই প্রেক্ষাগৃহে রিকশায় চড়ে সিনেমা দেখেছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।


কোরোনার সঙ্গে লড়াইয়ে জিতলেও, শরীরের অন্য়ান্য় অঙ্গ প্রত্য়ঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷ দীর্ঘ সেই লড়াইয়ের পর সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছে ছিলেন এক অন্য আবেগ ৷ তাই গীতবিতানের সূত্রে শান্তিনিকেতনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অতি নিবিড়। শান্তিনিকেতনে এলে সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াতেন আম্রকুঞ্জ, শালবীথি, আমারকুটির, কোপাই, খোয়াই, প্রান্তিকের আনাচে-কানাচে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বর্ণময় চলচ্চিত্র জীবনের অধিকাংশ শ্যুটিং হয়েছে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় । সাধারণ মানুষের মতোই রিকশায় চড়ে আমির খানের 'লাগান' সিনেমা দেখতে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে গিয়েছেন তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের তরফে তাঁকে 'দেশিকোত্তম' সম্মানে ভূষিত করা হয়েছে । বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সঙ্গেও তার যোগাযোগ ছিল অত্যন্ত সুদৃঢ় । বোলপুর গেলে প্রায় সময় রবীন্দ্রভবনে আসতেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.