ETV Bharat / state

Visva-Bharati : পুলিশের আনা চিকিৎসকদের ফিরিয়ে দিলেন অসুস্থ উপাচার্য - vc of Visva-Bharati refused for treatment

পুলিশের নিয়ে আসা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করাতে অস্বীকার করলেন বিশ্বভারতীর অসুস্থ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷

Visva-Bharati
Visva-Bharati
author img

By

Published : Sep 2, 2021, 9:58 PM IST

শান্তিনিকেতন, 2 সেপ্টেম্বর : বিশ্বভারতীর উপাচার্য অসুস্থ শুনে তাঁর বাসভবনে চিকিৎসকের দল নিয়ে এলেন বোলপুরের এসডিপিও অভিষেক রায় । কিন্তু পুলিশের নিয়ে আসা চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করাতে অস্বীকার করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ উপাচার্যের বাসভবনের সামনে দাঁড়িয়ে তাঁর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন বোলপুরের এসডিপিও । পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, "বিশ্রাম করছেন উপাচার্য । তাই এই মুহূর্তে চিকিৎসা করাতে চাইছেন না তিনি ।" ফলে ফিরে যেতে হয় পুলিশ ও চিকিৎসক দলকে ।

অসুস্থ হয়েছেন উপাচার্য । এই খবর পেয়ে বিশ্বভারতীর নিজস্ব পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল থেকে দু'জন চিকিৎসক ও নার্স আসেন উপাচার্যের বাসভবন পূর্বিতায় । পড়ুয়াদের তরফে দাবি করা হয়, উপাচার্য অসুস্থ কিনা জানতে চিকিৎসকদের সঙ্গে দু'জন ছাত্র প্রতিনিধি যাবেন ৷ নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের এই দাবি মানতে না চাওয়ায় ফিরে যেতে হয় চিকিৎসকদের । যদিও চিকিৎসকদের অভিযোগ, উপাচার্যের বাসভবনে পড়ুয়ারাই তাঁদের ঢুকতে বাধা দিয়েছেন । পাল্টা পড়ুয়াদের অভিযোগ, নিরাপত্তারক্ষীরা চিকিৎসকদের উপাচার্যের বাসভবনের ঢুকতে বাধা দিয়েছেন । সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপাচার্যের বাসভবন এলাকা ৷ পড়ুয়ারা জানান, সরকারি হাসপাতাল থেকে চিকিৎসক এনে উপাচার্যের চিকিৎসা করাবেন তাঁরা ।

এরপরই রাজ্য সরকারের তরফে উপাচার্যের চিকিৎসার জন্য দু‘জন চিকিৎসক নিয়ে আসেন বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি । কিন্তু চিকিৎসা করাতে চাননি উপাচার্য ৷ এমনটাই জানান চিকিৎসক রাজশেখর গিরি ও পুলিশ । বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "উপাচার্য অসুস্থ শুনে আমরা এসেছিলাম চিকিৎসক নিয়ে । ওনার মেয়ে ফোনে জানালেন, উপাচার্য বিশ্রাম নিচ্ছেন । এই মুহূর্তে তিনি চিকিৎসা করাতে চান না ।"

আরও পড়ুন : Visva-Bharati University : অসুস্থ উপাচার্য, পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের বচসায় ফিরে যেতে হল চিকিৎসকদের

গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । এছাড়া, অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এরপরই উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । উপাচার্যের বাড়ির সামনে অবস্থান মঞ্চ তৈরি করে ঘেরাও করে রাখা হয়েছে উপাচার্যকে। এদিকে, ঠিকমতো খাবার পাচ্ছেন না বলে প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তারপরেই উপাচার্যকে খাদ্যসামগ্রী সরবরাহ করে আন্দোলনকারী পড়ুয়ারা । এসবের মাঝেই আজ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য ।

শান্তিনিকেতন, 2 সেপ্টেম্বর : বিশ্বভারতীর উপাচার্য অসুস্থ শুনে তাঁর বাসভবনে চিকিৎসকের দল নিয়ে এলেন বোলপুরের এসডিপিও অভিষেক রায় । কিন্তু পুলিশের নিয়ে আসা চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করাতে অস্বীকার করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ উপাচার্যের বাসভবনের সামনে দাঁড়িয়ে তাঁর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন বোলপুরের এসডিপিও । পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, "বিশ্রাম করছেন উপাচার্য । তাই এই মুহূর্তে চিকিৎসা করাতে চাইছেন না তিনি ।" ফলে ফিরে যেতে হয় পুলিশ ও চিকিৎসক দলকে ।

অসুস্থ হয়েছেন উপাচার্য । এই খবর পেয়ে বিশ্বভারতীর নিজস্ব পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল থেকে দু'জন চিকিৎসক ও নার্স আসেন উপাচার্যের বাসভবন পূর্বিতায় । পড়ুয়াদের তরফে দাবি করা হয়, উপাচার্য অসুস্থ কিনা জানতে চিকিৎসকদের সঙ্গে দু'জন ছাত্র প্রতিনিধি যাবেন ৷ নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের এই দাবি মানতে না চাওয়ায় ফিরে যেতে হয় চিকিৎসকদের । যদিও চিকিৎসকদের অভিযোগ, উপাচার্যের বাসভবনে পড়ুয়ারাই তাঁদের ঢুকতে বাধা দিয়েছেন । পাল্টা পড়ুয়াদের অভিযোগ, নিরাপত্তারক্ষীরা চিকিৎসকদের উপাচার্যের বাসভবনের ঢুকতে বাধা দিয়েছেন । সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপাচার্যের বাসভবন এলাকা ৷ পড়ুয়ারা জানান, সরকারি হাসপাতাল থেকে চিকিৎসক এনে উপাচার্যের চিকিৎসা করাবেন তাঁরা ।

এরপরই রাজ্য সরকারের তরফে উপাচার্যের চিকিৎসার জন্য দু‘জন চিকিৎসক নিয়ে আসেন বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি । কিন্তু চিকিৎসা করাতে চাননি উপাচার্য ৷ এমনটাই জানান চিকিৎসক রাজশেখর গিরি ও পুলিশ । বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "উপাচার্য অসুস্থ শুনে আমরা এসেছিলাম চিকিৎসক নিয়ে । ওনার মেয়ে ফোনে জানালেন, উপাচার্য বিশ্রাম নিচ্ছেন । এই মুহূর্তে তিনি চিকিৎসা করাতে চান না ।"

আরও পড়ুন : Visva-Bharati University : অসুস্থ উপাচার্য, পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের বচসায় ফিরে যেতে হল চিকিৎসকদের

গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । এছাড়া, অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এরপরই উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । উপাচার্যের বাড়ির সামনে অবস্থান মঞ্চ তৈরি করে ঘেরাও করে রাখা হয়েছে উপাচার্যকে। এদিকে, ঠিকমতো খাবার পাচ্ছেন না বলে প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তারপরেই উপাচার্যকে খাদ্যসামগ্রী সরবরাহ করে আন্দোলনকারী পড়ুয়ারা । এসবের মাঝেই আজ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.