লাভপুর, 4 সেপ্টেম্বর : লাভপুর হত্যা মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশে সন্তোষ প্রকাশ করল নিহত তুরুক শেখ, কাটুন শেখ ও ধানু শেখের পরিবারের লোকেরা ৷ তাঁদের আশা এবার বিচার পাবেন ৷
2010 সালে গ্রামে বালিঘাটের দখল নিয়ে মনিরুল ইসলামের সঙ্গে বিবাদ শুরু হয় শেখ পরিবারের ৷ সেই বিবাদ মেটাতে ওই বছরের 4 জুন নিজের বাড়িতে একটি সালিশি সভা ডাকেন মনিরুল । শেখ পরিবারের অভিযোগ, সালিশি সভায় আচমকাই তাদের পরিবারের সদস্যদের উপর হমলা করে মনিরুলের অনুগামীরা৷ জখম হয় শেখ পরিবারের 4 জন ৷
বোলপুর মহাকুমা হাসপাতালে মৃত্যু হয় তিন ভাই তুরুক শেখ, কাটুন শেখ ও ধানু শেখের ৷ নিহতদের ভাই শেখ আনোয়ার মণিরুল ইসলাম সহ 52 জনের বিরুদ্ধে লাভপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন । এই ঘটনার পর ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন মনিরুল । 2011 সালে বিধানসভা ভোটে জেতার পর লাভপুরের বিধায়ক মনিরুল প্রকাশ্য মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেন ,'পায়ের তল দিয়ে তিন জনকে মেরে ফেলেছি' ৷ তার এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক ছড়ায় ৷
2015 সালের ডিসেম্বর মাসে বোলপুর মহকুমা আদালতে এই মামলায় 30 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ । কিন্তু চার্জশিট থেকে নাম বাদ যায় অন্যতম অভিযুক্ত মনিরুল ইসলামের । সেই সময় এই চার্জশিটের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নিহতদের পরিবার । আজ কলকাতা হাইকোর্ট এই মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে ৷ হাইকোর্টের নির্দেশে খুশি শেখ পরিবার ৷ নিহতদের ভাই আনোয়ার শেখ বলেন, "আমরা এবার বিচার পাব ।"