ETV Bharat / state

Shatrughan Sinha Commets: লোকসভা নির্বাচনে মমতা হবেন গেম চেঞ্জার, দাবি শত্রুঘ্নর - TMC MP Shatrughan Sinha

রবিবার রামপুরহাটে যান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ সেখানে তিনি আদানি ইস্য়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন (Shatrughan Sinha attacks PM) ৷

ETV Bharat
শত্রুঘ্ন সিনহা
author img

By

Published : Feb 19, 2023, 9:17 PM IST

লোকসভা নির্বাচনে মমতা হবেন গেম চেঞ্জার

রামপুরহাট, 19 ফেব্রুয়ারি: "2024 সালের লোকসভা ভোটে কেন্দ্রে গেম চেঞ্জার হবেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায় ।" রবিবার রামপুরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা । এদিন রামপুরহাট সেচ পল্লী মোড় থেকে রামপুরহাট পাঁচ মাথা মোড় পর্যন্ত পদযাত্রা ও তারপর সমাবেশে যোগ দেন শত্রুঘ্ন (TMC MP Shatrughan Sinha) ৷ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মলয় ঘটক, রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দনাথ সিনহা-সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব ।

গত শুক্রবার রামপুরহাটে একটি পদযাত্রা করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র । তারই পালটা এদিন তৃণমূলের এই কর্মসূচি ৷ যদিও এই পদয়াত্রার সময় সাংসদ গাড়িতে বসেছিলেন । এদিন রামপুরহাটে পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নেন শত্রুঘ্ন সিনহা । তিনি বলেন,"সাংসদে বলেছি আবারও বলছি, একজন ব্যবসায়ীকে গ্যাস, এনার্জি, পাইপলাইন থেকে বন্দর, এয়ারপোর্ট, প্রতিটা জিনিস কেন কেন্দ্রীয় সরকার দিয়ে দিল । সাধারণ মানুষকে তা জানাতে হবে ।"

আদানি গোষ্ঠীকে নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসা করা হল, কতবার আদানির সঙ্গে বিদেশ যাত্রা করেছেন, তারপর আদানি বরাত পেয়েছেন? কেন আদানিকে ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে দেওয়া হল, এতগুলি প্রশ্নের একটিরও উত্তর দেননি তিনি ৷ এগুলির স্বচ্ছ তদন্ত হওয়া উচিত ।"

আরও পড়ুন: 'শুধু অভিষেক কেন ? মুখ্যমন্ত্রীর বাড়িও ঘেরাও করব', পালটা হুঁশিয়ারি দিলীপের

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার জানিয়েছেন, কংগ্রেস যদি বিরোধীদের নিয়ে সঠিক বিরোধী জোট বানায় তবে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি 100 এর নীচে আসন পাবে ৷ এই প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন,"নীতীশের কথায় দম আছে ৷ তবে 2024 লোকসভা ভোটে আমাদের নেত্রী রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জর হবেন ।"

লোকসভা নির্বাচনে মমতা হবেন গেম চেঞ্জার

রামপুরহাট, 19 ফেব্রুয়ারি: "2024 সালের লোকসভা ভোটে কেন্দ্রে গেম চেঞ্জার হবেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায় ।" রবিবার রামপুরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা । এদিন রামপুরহাট সেচ পল্লী মোড় থেকে রামপুরহাট পাঁচ মাথা মোড় পর্যন্ত পদযাত্রা ও তারপর সমাবেশে যোগ দেন শত্রুঘ্ন (TMC MP Shatrughan Sinha) ৷ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মলয় ঘটক, রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দনাথ সিনহা-সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব ।

গত শুক্রবার রামপুরহাটে একটি পদযাত্রা করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র । তারই পালটা এদিন তৃণমূলের এই কর্মসূচি ৷ যদিও এই পদয়াত্রার সময় সাংসদ গাড়িতে বসেছিলেন । এদিন রামপুরহাটে পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নেন শত্রুঘ্ন সিনহা । তিনি বলেন,"সাংসদে বলেছি আবারও বলছি, একজন ব্যবসায়ীকে গ্যাস, এনার্জি, পাইপলাইন থেকে বন্দর, এয়ারপোর্ট, প্রতিটা জিনিস কেন কেন্দ্রীয় সরকার দিয়ে দিল । সাধারণ মানুষকে তা জানাতে হবে ।"

আদানি গোষ্ঠীকে নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসা করা হল, কতবার আদানির সঙ্গে বিদেশ যাত্রা করেছেন, তারপর আদানি বরাত পেয়েছেন? কেন আদানিকে ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে দেওয়া হল, এতগুলি প্রশ্নের একটিরও উত্তর দেননি তিনি ৷ এগুলির স্বচ্ছ তদন্ত হওয়া উচিত ।"

আরও পড়ুন: 'শুধু অভিষেক কেন ? মুখ্যমন্ত্রীর বাড়িও ঘেরাও করব', পালটা হুঁশিয়ারি দিলীপের

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার জানিয়েছেন, কংগ্রেস যদি বিরোধীদের নিয়ে সঠিক বিরোধী জোট বানায় তবে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি 100 এর নীচে আসন পাবে ৷ এই প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন,"নীতীশের কথায় দম আছে ৷ তবে 2024 লোকসভা ভোটে আমাদের নেত্রী রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জর হবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.