ETV Bharat / state

উপাচার্য 'নিখোঁজ', পোস্টার বিশ্বভারতী কর্মিসভার

পোস্টারে লেখা রয়েছে, "বিশ্বভারতীর উপাচার্যকে পাওয়া যাচ্ছে না । উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি । পরনে পাঞ্জাবি, পায়জামা, পায়ে মোজা । পাকা চুল ও গোঁফ । কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ।"

author img

By

Published : Sep 14, 2019, 5:05 PM IST

Updated : Sep 14, 2019, 5:37 PM IST

উপাচার্য

বোলপুর, 14 সেপ্টেম্বর : বিশ্বভারতীর উপাচার্যকে খুঁজে না পাওয়ার পোস্টার দিল বিশ্বভারতীর কর্মিসভা । পোস্টারে লেখা রয়েছে, "বিশ্বভারতীর উপাচার্যকে পাওয়া যাচ্ছে না । উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি । পরনে পাঞ্জাবি, পায়জামা, পায়ে মোজা । পাকা চুল ও গোঁফ । কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ।"

সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে গত 2 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্বভারতীর কর্মীরা ৷ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই দাবিতে অবস্থান শুরু করেন তাঁরা ৷ যার জেরে বন্ধ কাজকর্ম ৷

POSTER
উপাচার্য নিখোঁজের পোস্টার

এই সংক্রান্ত আরও খবর : পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে কর্মবিরতি বিশ্বভারতীতে

2016 সালে চালু হয়েছে সপ্তম পে কমিশন ৷ অভিযোগ, তা সত্ত্বেও বকেয়া টাকা পাচ্ছেন না কর্মীরা ৷ কর্মীদের অভিযোগ, এর আগেও একাধিকবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ৷ কিন্তু ফল মেলেনি ৷ কর্মিসভার সম্পাদক বিদ্যুৎ সরকার বলেন, "সপ্তম বেতন কমিশনের বকেয়া আমাদের অবিলম্বে প্রদান করতে হবে ৷ কলকাতায় অবস্থিত গেস্ট হাউজ়টি কর্মিসভাকে পুনরায় ফিরিয়ে দিতে হবে ৷ সেকশন অফিসারদের জন্য পুরোনো বেতন কাঠামো পুনরায় চালু করতে হবে ৷ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কর্মীদের উপর লাঞ্ছনা, হেনস্থা হচ্ছে, তা বন্ধ করতে হবে ৷ আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি জারি থাকবে ৷"

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনকেতনের বাইরে থাকায় উপাচার্যের দায়িত্বে রয়েছেন সংগীত ভবনের অধ্যক্ষ নিখিলেশ চৌধুরী । কর্মীদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনও আলোচনায় বসছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

বোলপুর, 14 সেপ্টেম্বর : বিশ্বভারতীর উপাচার্যকে খুঁজে না পাওয়ার পোস্টার দিল বিশ্বভারতীর কর্মিসভা । পোস্টারে লেখা রয়েছে, "বিশ্বভারতীর উপাচার্যকে পাওয়া যাচ্ছে না । উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি । পরনে পাঞ্জাবি, পায়জামা, পায়ে মোজা । পাকা চুল ও গোঁফ । কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ।"

সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে গত 2 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্বভারতীর কর্মীরা ৷ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই দাবিতে অবস্থান শুরু করেন তাঁরা ৷ যার জেরে বন্ধ কাজকর্ম ৷

POSTER
উপাচার্য নিখোঁজের পোস্টার

এই সংক্রান্ত আরও খবর : পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে কর্মবিরতি বিশ্বভারতীতে

2016 সালে চালু হয়েছে সপ্তম পে কমিশন ৷ অভিযোগ, তা সত্ত্বেও বকেয়া টাকা পাচ্ছেন না কর্মীরা ৷ কর্মীদের অভিযোগ, এর আগেও একাধিকবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ৷ কিন্তু ফল মেলেনি ৷ কর্মিসভার সম্পাদক বিদ্যুৎ সরকার বলেন, "সপ্তম বেতন কমিশনের বকেয়া আমাদের অবিলম্বে প্রদান করতে হবে ৷ কলকাতায় অবস্থিত গেস্ট হাউজ়টি কর্মিসভাকে পুনরায় ফিরিয়ে দিতে হবে ৷ সেকশন অফিসারদের জন্য পুরোনো বেতন কাঠামো পুনরায় চালু করতে হবে ৷ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কর্মীদের উপর লাঞ্ছনা, হেনস্থা হচ্ছে, তা বন্ধ করতে হবে ৷ আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি জারি থাকবে ৷"

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনকেতনের বাইরে থাকায় উপাচার্যের দায়িত্বে রয়েছেন সংগীত ভবনের অধ্যক্ষ নিখিলেশ চৌধুরী । কর্মীদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনও আলোচনায় বসছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

Intro:"বিশ্বভারতীর উপাচার্যকে পাওয়া যাচ্ছেনা। সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে।" এই মর্মে বিশ্বভারতীতে পোস্টার দিল বিশ্বভারতীর কর্মিসভা। Body:শান্তিনিকেতন, ১৪ সেপ্টেম্বরঃ "বিশ্বভারতীর উপাচার্যকে পাওয়া যাচ্ছেনা। সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে।" এই মর্মে বিশ্বভারতীতে পোস্টার দিল বিশ্বভারতীর কর্মিসভা।

সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে গত ২ সেপ্টেম্বর থেকে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছে কর্মিসভা। অভিযোগ, কর্মীদের সঙ্গে আলোচনায় বসছেনা বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনকেতনের বাইরে থাকায় উপাচার্যের দায়িত্বে রয়েছেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ নিখিলেশ চৌধুরী।
এদিন, বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় জুড়ে পোস্টার দেওয়া হয়। পোস্টারে লেখা রয়েছে, "বিশ্বভারতীর উপাচার্যকে পাওয়া যাচ্ছেনা। যাঁর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্জি। পরনে পাঞ্জাবি, পায়জামা, পায়ে মোজা। পাকা চুল ও ফোঁফ। কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে।" নিচে লেখা রয়েছে কর্মিসভা, বিশ্বভারতী। এই পোস্টার ঘিরে বিশ্বভারতীতে চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, পে কমিশনের বকেয়া টাকার দাবিতে কর্মিসভার কর্মবিরতি চলছে।Conclusion:
Last Updated : Sep 14, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.