কলকাতা, 9 মে : কেতুগ্রামের 52 নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন । 12 মে ষষ্ঠ দফা ভোটের সঙ্গে এই বুথে হবে নির্বাচন । জানা গেছে, বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের সুপারিশ মেনেই এই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি জেলা প্রশাসনের তরফে তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথ ও ব্যারাকপুরের বিজপুরের 116 নম্বর বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ।
বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে "দাদারা"। কেউ ভোট দিতে এলে তাকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছে । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখাচ্ছে । আর বয়স একটু বেশি হলে তো কথাই নেই । কষ্ট লাঘব করতে রীতিমতো হাত ধরে ভোটটাও দিয়ে দিচ্ছে । বুথের বাইরে হাসিমুখে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । নির্বিকার ভোটকর্মীরা । আর এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি পৌঁছায় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে। তাঁর সুপারিশেই পুনর্নির্বাচন হচ্ছে বোলপুর লোকসভার কেতুগ্রামের আমগড়িয়ার 52 নম্বর বুথে ।
পাশাপাশি পঞ্চম দফার দুটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ এল জেলা থেকে । হুগলির তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথে তৃণমূল যুব নেতার বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে । এই ঘটনায় ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে ।
অন্যদিকে, ব্যারাকপুরের বিজপুরের 116 নম্বর বুথে মকপোল ডিলিট করতে ভুলে যান প্রিজ়াইডিং অফিসার । এরপর প্রায় 85 জনের ভোট হয়ে যায় । এই ঘটনায় সরিয়ে দেওয়া হয় সেখানকার প্রিজ়াইডিং অফিসারকে । জেলা থেকে সুপারিশ করা হয় পুনর্নির্বাচনের । আজ স্ক্রুটিনিগুলি ভ্যালিডেট করছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । আপাতত দুটি বুথেই পুনর্নির্বাচনের সম্ভাবনা রয়েছে । এরপর তা পাঠানো হবে দিল্লির নির্বাচন সদনে । তার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেবে কমিশন । সম্ভবত শেষ দফার ভোটের দিন ওই দুটি বুথে পুনর্নির্বাচন হতে পারে ।