ETV Bharat / state

Panchayat Elections 2023: 'টিকিট পাব জানতাম না', বিজেপির গড়ে জিততে বদ্ধপরিকর মমতার বৌদি - রামপুরহাট 1 ব্লক পঞ্চায়েত সমিতি

রামপুরহাট 1 ব্লক পঞ্চায়েত সমিতির 5 নম্বর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন পম্পা মুখোপাধ্যায় ৷ যিনি সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রী ৷ যিনি 2013 সালে পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন ৷ যা নিয়ে বিরোধীদের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর আত্মীয় বলেই প্রার্থী হচ্ছেন এবং ভোটে জিতে পদ পাচ্ছেন ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 28, 2023, 2:15 PM IST

Updated : Jun 28, 2023, 9:30 PM IST

বিধানসভার নিরিখে পিছিয়ে রামপুরহাট 1 ব্লকের 5 নং পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী

কুসুম্বা (বীরভূম), 28 জুন: তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায় ৷ বাড়ি বীরভূমের রামপুরহাট 1 ব্লকের কুসুম্বায় ৷ এই কুসুম্বা বাংলার মুখ্যমন্ত্রীর মামার বাড়ি ৷ রামপুরহাট 1 ব্লক পঞ্চায়েত সমিতির 5 নম্বর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন পম্পা মুখোপাধ্যায় ৷ তবে, তাঁর এই প্রার্থী হওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য হওয়ার কারণেই অতি সহজে পঞ্চায়েত সমিতির টিকিট পান ৷ আর জয়ের বিষয়টি দায়িত্ব নিয়ে করে তৃণমূলের লেঠেল বাহিনী ৷ তবে, বিরোধীদের এই সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ পম্পা মুখোপাধ্যায় ৷ জানালেন, তিনি টিকিট পাবেন, তা নিজেই জানতেন না ৷ আর গত 10 বছরে তিনি নিজের এলাকার জন্য যথেষ্ঠ কাজ করেছেন বলেও দাবি করেছেন ৷

প্রথমবার ভোটে জিতেই পঞ্চায়েত সমিতির সভাপতি

2013 সাল রামপুরহাট 1 ব্লক পঞ্চায়েত সমিতির 5 নম্বর আসন থেকে জিতেই সভাপতি মনোনীত হয়েছিলেন ৷ তারপর 2018 সালেও ভোটে জেতেন ৷ তবে, সেবার আর তাঁকে সমিতির সভাপতি করা হয়নি ৷ কিন্তু, বিগত দশবছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি ৷ তবে, বিরোধী শিবির তো বটেই কুসুম্বা এলাকার 5 নম্বর পঞ্চায়েত সমিতির বাসিন্দাদের অভিযোগ, তাদের পানীয় জলের সমস্যা আজ পর্যন্ত মেটেনি ৷ কিন্তু, কেন ? এ নিয়ে পম্পা মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি তা মেনেও নিয়েছেন ৷

পম্পা মুখোপাধ্যায় বলেন, ‘‘পানীয় জলের সমস্যা অবশ্যই রয়েছে ৷ বিগত বছরগুলিতে কল বসানো হয়েছিল ৷ কিন্তু, জলস্তর অনেক নীচে হওয়ায় জল ওঠে না ৷ অনেক সময় মাটি খুড়ে পাথর বেরিয়ে এসেছে ৷ জলের দেখা পাওয়া যায়নি ৷’’ কিন্তু, প্রশ্ন হচ্ছে কেন নলকূপের জল দেওয়া হচ্ছে সেখানে ? কেন ট্যাপ কলের জলের পরিষেবা পান না গ্রামবাসীরা ? সেনিয়ে কোনও জবাব মেলেনি ৷

আরও পড়ুন: 'চোর মুক্ত পঞ্চায়েত' গড়ার অঙ্গীকারে ইস্তেহার প্রকাশ বিজেপি'র

মুখ্যমন্ত্রীর মামার বাড়িরর পঞ্চায়েত সমিতি এলাকায় এগিয়ে বিজেপি

এই 5 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে পম্পা মুখোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ বিগত লোকসভা ও বিধানসভার নিরিখে দেখতে গেলে, এই আসনে বিজেপি অনেক এগিয়ে ৷ তাই বিজেপি প্রার্থীর দাবি, সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল প্রার্থীর হার কেউ ঠেকাতে পারবে না ৷ এখানেও একটি বিষয় উঠে এসেছে ৷ বিজেপি প্রার্থীর স্বামী মুকুল মুখোপাধ্যায় বহুদিন ধরে বিজেপি করে আসছেন ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে ৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেই ঘটনায় তাঁর একটি কিডনিতে আঘাত লেগেছিল ৷

আরও পড়ুন: করমণ্ডল বিপর্যয় থেকে গোপাল ভাঁড়, পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখনে হরেক কার্টুন

কিন্তু, সেই নিয়েও বিজেপির ঝান্ডা হাতে ভোটের ময়দানে নেমেছেন ৷ স্ত্রীর হয়ে প্রচার করছেন ৷ আর তাঁর স্ত্রী বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখোপাধ্যায় জানাচ্ছেন, স্বামীর উপর হামলার বদলা তিনি নিতে চান ৷ তবে, তা খুনোখুনি বা রক্তের রাজনীতি করে নয় ৷ মানুষের ভোটে জিতে তৃণমূলকে মুখের উপর জবাব দিতে চান তিনি ৷ আর প্রতিপক্ষের উন্নয়নের দাবি নিয়ে তাঁর কটাক্ষ, ‘‘উন্নয়ন হয়েছে। তবে তার থেকে বেশি টাকা কাটমানিতেই চলে গিয়েছে। রাস্তা হয়েছে তবে সেটা অসম্পূর্ণ ৷ পানীয় জলের সমস্যা রয়েছে ৷ সাধারণ খেটে খাওয়া মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি ৷ এমন ভুরিভুরি অভিযোগ রয়েছে শাসকদলের বিরুদ্ধে ৷’’

বিধানসভার নিরিখে পিছিয়ে রামপুরহাট 1 ব্লকের 5 নং পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী

কুসুম্বা (বীরভূম), 28 জুন: তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায় ৷ বাড়ি বীরভূমের রামপুরহাট 1 ব্লকের কুসুম্বায় ৷ এই কুসুম্বা বাংলার মুখ্যমন্ত্রীর মামার বাড়ি ৷ রামপুরহাট 1 ব্লক পঞ্চায়েত সমিতির 5 নম্বর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন পম্পা মুখোপাধ্যায় ৷ তবে, তাঁর এই প্রার্থী হওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য হওয়ার কারণেই অতি সহজে পঞ্চায়েত সমিতির টিকিট পান ৷ আর জয়ের বিষয়টি দায়িত্ব নিয়ে করে তৃণমূলের লেঠেল বাহিনী ৷ তবে, বিরোধীদের এই সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ পম্পা মুখোপাধ্যায় ৷ জানালেন, তিনি টিকিট পাবেন, তা নিজেই জানতেন না ৷ আর গত 10 বছরে তিনি নিজের এলাকার জন্য যথেষ্ঠ কাজ করেছেন বলেও দাবি করেছেন ৷

প্রথমবার ভোটে জিতেই পঞ্চায়েত সমিতির সভাপতি

2013 সাল রামপুরহাট 1 ব্লক পঞ্চায়েত সমিতির 5 নম্বর আসন থেকে জিতেই সভাপতি মনোনীত হয়েছিলেন ৷ তারপর 2018 সালেও ভোটে জেতেন ৷ তবে, সেবার আর তাঁকে সমিতির সভাপতি করা হয়নি ৷ কিন্তু, বিগত দশবছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি ৷ তবে, বিরোধী শিবির তো বটেই কুসুম্বা এলাকার 5 নম্বর পঞ্চায়েত সমিতির বাসিন্দাদের অভিযোগ, তাদের পানীয় জলের সমস্যা আজ পর্যন্ত মেটেনি ৷ কিন্তু, কেন ? এ নিয়ে পম্পা মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি তা মেনেও নিয়েছেন ৷

পম্পা মুখোপাধ্যায় বলেন, ‘‘পানীয় জলের সমস্যা অবশ্যই রয়েছে ৷ বিগত বছরগুলিতে কল বসানো হয়েছিল ৷ কিন্তু, জলস্তর অনেক নীচে হওয়ায় জল ওঠে না ৷ অনেক সময় মাটি খুড়ে পাথর বেরিয়ে এসেছে ৷ জলের দেখা পাওয়া যায়নি ৷’’ কিন্তু, প্রশ্ন হচ্ছে কেন নলকূপের জল দেওয়া হচ্ছে সেখানে ? কেন ট্যাপ কলের জলের পরিষেবা পান না গ্রামবাসীরা ? সেনিয়ে কোনও জবাব মেলেনি ৷

আরও পড়ুন: 'চোর মুক্ত পঞ্চায়েত' গড়ার অঙ্গীকারে ইস্তেহার প্রকাশ বিজেপি'র

মুখ্যমন্ত্রীর মামার বাড়িরর পঞ্চায়েত সমিতি এলাকায় এগিয়ে বিজেপি

এই 5 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে পম্পা মুখোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ বিগত লোকসভা ও বিধানসভার নিরিখে দেখতে গেলে, এই আসনে বিজেপি অনেক এগিয়ে ৷ তাই বিজেপি প্রার্থীর দাবি, সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল প্রার্থীর হার কেউ ঠেকাতে পারবে না ৷ এখানেও একটি বিষয় উঠে এসেছে ৷ বিজেপি প্রার্থীর স্বামী মুকুল মুখোপাধ্যায় বহুদিন ধরে বিজেপি করে আসছেন ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে ৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেই ঘটনায় তাঁর একটি কিডনিতে আঘাত লেগেছিল ৷

আরও পড়ুন: করমণ্ডল বিপর্যয় থেকে গোপাল ভাঁড়, পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখনে হরেক কার্টুন

কিন্তু, সেই নিয়েও বিজেপির ঝান্ডা হাতে ভোটের ময়দানে নেমেছেন ৷ স্ত্রীর হয়ে প্রচার করছেন ৷ আর তাঁর স্ত্রী বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখোপাধ্যায় জানাচ্ছেন, স্বামীর উপর হামলার বদলা তিনি নিতে চান ৷ তবে, তা খুনোখুনি বা রক্তের রাজনীতি করে নয় ৷ মানুষের ভোটে জিতে তৃণমূলকে মুখের উপর জবাব দিতে চান তিনি ৷ আর প্রতিপক্ষের উন্নয়নের দাবি নিয়ে তাঁর কটাক্ষ, ‘‘উন্নয়ন হয়েছে। তবে তার থেকে বেশি টাকা কাটমানিতেই চলে গিয়েছে। রাস্তা হয়েছে তবে সেটা অসম্পূর্ণ ৷ পানীয় জলের সমস্যা রয়েছে ৷ সাধারণ খেটে খাওয়া মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি ৷ এমন ভুরিভুরি অভিযোগ রয়েছে শাসকদলের বিরুদ্ধে ৷’’

Last Updated : Jun 28, 2023, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.