ETV Bharat / state

Rabindra Jayanti in Visva-Bharati: রবীন্দ্রজয়ন্তীর একাধিক অনুষ্ঠান বাতিল বিশ্বভারতীতে, ক্ষুব্ধ আশ্রমিকরা

রবীন্দ্রনাথের প্রাণের প্রিয় শান্তিনিকেতন যেন বিশ্বকবিকে ভুলতে বসেছে ৷ এবারও নমো নমো করে বিশ্বভারতীতে সারা হল রবীন্দ্র জন্মজয়ন্তী ৷

Etv Bharat
বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মজয়ন্তী
author img

By

Published : May 9, 2023, 2:07 PM IST

বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন

বোলপুর, 9 মে: বিশ্বভারতীতে কোনওরকমে পালিত হল পঁচিশে বৈশাখ । উপাচার্যের ভাষণ ও কয়েকটি গানের মধ্যে দিয়ে মঙ্গলবার উদযাপিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী ৷ বিস্তারিত অনুষ্ঠান সূচি তৈরি হয়েছিল আগেই । কিন্তু রাতারাতি তা বাতিল করা হয় । তাপমাত্রার পারদ চড়ছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আশ্রমিকেরা ৷

তবে জানা হচ্ছে, অমর্ত্য সেনের জমি বিতর্ক সংক্রান্ত বিষয়ে তৃণমূলের তরফে প্রতিবাদ অব্যাহত । আর তার জন্যই বিশ্বভারতী উপাচার্য রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ৷ পঁচিশে বৈশাখে অনেকটা অংশ জুড়ে থাকে গুরুদেবের 'প্রাণের আরাম' শান্তিনিকেতন ৷ নাচ,গান প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন হয় রবীন্দ্র জন্মজয়ন্তী ৷ কিন্তু এদিন ভোরে বৈতালিক হওয়ার পর উপাসনা গৃহে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষণ ও কয়েকটি গানের মধ্যে দিয়ে নমো নমো করে পালিত হয় কবির 163তম জন্মদিন । পরে উদয়ন বাড়িতে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় ৷

অনুষ্ঠান বাতিলের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য জানান, অতি গরমের জন্য অনুষ্ঠান সূচি বদল করা হয়েছে ৷ বাতিল করা হয়েছে, মাধবীবিতানের অনুষ্ঠান, সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে নৃত্যনাট্য 'শাপমোচন'। তবে এই নিয়ে বেজায় ক্ষুব্ধ আশ্রমিকেরা ৷ প্রবীণ আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, "এর পিছনে অন্য উদ্দেশ্য অবশ্যই আছে ৷ গরমের জন্য যদি অনুষ্ঠান বাতিল হয় তাহলে সন্ধ্যানুষ্ঠানে সমস্যা কোথায় ছিল ? কেন এগুলো হচ্ছে সবই তো বুঝতে পারছেন ৷ তাছাড়া, উপাচার্য রবীন্দ্রনাথের বহু লেখার ভুল ব্যাখা করলেন ।"

উল্লেখ্য, 6 মে থেকে শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়ির কাছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে ধরনা চলছে ৷ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব বিদ্বজ্জনেরাও ৷ আর সেই কোপ পড়ল বিশ্বভারতীর রবীন্দ্র জন্মজয়ন্তীতেও ৷ জানা গিয়েছে, এই কারণের জন্য বিশ্বভারতীর অনুষ্ঠান সূচি রাতারাতি বদল করে দেওয়া হয়েছে । যদিও, আন্দোলনের সঙ্গে বিশ্বভারতী রবীন্দ্র জন্মোৎসব উদযাপনের কোনও যোগ নেই বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা...

বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন

বোলপুর, 9 মে: বিশ্বভারতীতে কোনওরকমে পালিত হল পঁচিশে বৈশাখ । উপাচার্যের ভাষণ ও কয়েকটি গানের মধ্যে দিয়ে মঙ্গলবার উদযাপিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী ৷ বিস্তারিত অনুষ্ঠান সূচি তৈরি হয়েছিল আগেই । কিন্তু রাতারাতি তা বাতিল করা হয় । তাপমাত্রার পারদ চড়ছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আশ্রমিকেরা ৷

তবে জানা হচ্ছে, অমর্ত্য সেনের জমি বিতর্ক সংক্রান্ত বিষয়ে তৃণমূলের তরফে প্রতিবাদ অব্যাহত । আর তার জন্যই বিশ্বভারতী উপাচার্য রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ৷ পঁচিশে বৈশাখে অনেকটা অংশ জুড়ে থাকে গুরুদেবের 'প্রাণের আরাম' শান্তিনিকেতন ৷ নাচ,গান প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন হয় রবীন্দ্র জন্মজয়ন্তী ৷ কিন্তু এদিন ভোরে বৈতালিক হওয়ার পর উপাসনা গৃহে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষণ ও কয়েকটি গানের মধ্যে দিয়ে নমো নমো করে পালিত হয় কবির 163তম জন্মদিন । পরে উদয়ন বাড়িতে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় ৷

অনুষ্ঠান বাতিলের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য জানান, অতি গরমের জন্য অনুষ্ঠান সূচি বদল করা হয়েছে ৷ বাতিল করা হয়েছে, মাধবীবিতানের অনুষ্ঠান, সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে নৃত্যনাট্য 'শাপমোচন'। তবে এই নিয়ে বেজায় ক্ষুব্ধ আশ্রমিকেরা ৷ প্রবীণ আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, "এর পিছনে অন্য উদ্দেশ্য অবশ্যই আছে ৷ গরমের জন্য যদি অনুষ্ঠান বাতিল হয় তাহলে সন্ধ্যানুষ্ঠানে সমস্যা কোথায় ছিল ? কেন এগুলো হচ্ছে সবই তো বুঝতে পারছেন ৷ তাছাড়া, উপাচার্য রবীন্দ্রনাথের বহু লেখার ভুল ব্যাখা করলেন ।"

উল্লেখ্য, 6 মে থেকে শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়ির কাছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে ধরনা চলছে ৷ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব বিদ্বজ্জনেরাও ৷ আর সেই কোপ পড়ল বিশ্বভারতীর রবীন্দ্র জন্মজয়ন্তীতেও ৷ জানা গিয়েছে, এই কারণের জন্য বিশ্বভারতীর অনুষ্ঠান সূচি রাতারাতি বদল করে দেওয়া হয়েছে । যদিও, আন্দোলনের সঙ্গে বিশ্বভারতী রবীন্দ্র জন্মোৎসব উদযাপনের কোনও যোগ নেই বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.