বীরভূম, 26 ফেব্রুয়ারি : একইসঙ্গে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ও তৃণমূল শিক্ষা সেলের সভাপতি পদে রয়েছেন প্রলয় নায়েক। এই অভিযোগ ঘিরে চর্চা শুরু হয়েছে৷ একজনের সরকারি পদে থেকেও রাজনৈতিক সংগঠনের পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে CPI(M)-এর শিক্ষক সংগঠন । তাদের দাবি, সরকারি পদে থেকে রাজনৈতিক সংগঠনের পদে থাকা নিয়ম বিরুদ্ধ, এতে নিরপেক্ষতা বজায় থাকে না ।
যদিও অভিযোগ অস্বীকার করে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক বলেন, "যাদের কাজ নেই তারা অভিযোগ করবে ৷ আমি দু'টি পদে নেই । সরকারিভাবে আমি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি । তবে অবশ্যই একটি রাজনৈতিক দলের সমর্থক । এটা নিয়ে কোনও দ্বিমত নেই ৷ অফিসের কাজের সময়ে রাজনীতি করলে তখন বলতে পারেন ।"
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদটিতে কে থাকবেন সেটা ঠিক করেন রাজ্যপাল৷ পরে তার অনুমোদন দেয় রাজ্য সরকার । কোনও রাজনৈতিক দলের পদাধিকারী এই পদে থাকতে পারেন না ৷ তৃণমূল জেলা শিক্ষা সেলের সভাপতি পদে থাকাকালীন জেলা শিক্ষা সংসদের পদে বসেন প্রলয় নায়েক । বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ প্রলয় নায়েককে সাম্প্রতিককালে ফেসবুকে একাধিকবার তৃণমূলের প্রচারে পোস্ট করতে দেখা গেছে ৷ এমনকী, দলীয় সভা, মিছিলে অনুব্রত মণ্ডলের সঙ্গে ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে ৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয় ।
2019 সালের মাঝামাঝিতে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে বসেন প্রলয় নায়েক । পদে থাকাকালীন প্রলয়বাবুকে দেখা গেছে তৃণমূলের পতাকা হাতে NRC, CAA বিরোধী মিছিলে হাঁটতে ৷ একইসঙ্গে সরকারি পদে থাকা অবস্থায় তাঁর রাজনৈতিক সংগঠনের পদে ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ।
প্রাক্তন জেলা শিক্ষা সংসদের সভাপতি গৌতম ঘোষ বলেন, "এটা উনি করতে পারেন না । এটা নিয়ম-বিরুদ্ধ ৷ সরকারি পদে থেকে কোনও রাজনৈতিক দলের পদে থাকতে পারেন না উনি । এতে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন থাকে ৷"