ETV Bharat / state

ডেপুটেশনে নির্যাতিতার নাম, POCSO আইনে মামলা 150 BJP নেতা-কর্মীর বিরুদ্ধে - নির্যাতিতার নামপ্রকাশ

দুই নির্যাতিতার নাম প্রকাশকে ঘিরে 150 জন BJP কর্মীর বিরুদ্ধে POSCO আইনে মামলা রজু করল বোলপুর থানার পুলিশ ৷

POCSO
ছবি
author img

By

Published : Feb 17, 2020, 11:53 PM IST

বোলপুর, 17 ফেব্রুয়ারি : BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ 150 জনের বিরুদ্ধে POCSO আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল বোলপুর থানার পুলিশ । গতকাল বোলপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দেয় BJP নেতা ও কর্মীরা । সেই সময়ে নির্যাতিতাদের নাম প্রকাশ করার অভিযোগে এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রজু করল পুলিশ ৷

বোলপুর থানা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ নুরমান শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ অন্য এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল ওমর শেখের ভাই ইমরান শেখকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ । এই দুই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে গতকাল বোলপুর থানায় ডেপুটেশন জমা দেয় BJP নেতা কর্মীরা । BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে থানা ঘেরাও করে চলে বিক্ষোভ৷

গতকালের ওই কর্মসূচিতেই নাবালিকাদের নাম প্রকাশ করে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে অভিযোগ করে পুলিশ ৷ এরপরই আজ স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ মণ্ডল, মহিলা মোর্চার নেত্রী ইন্দ্রাণী বিশ্বাসসহ মোট 150 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । ভারতীয় দণ্ডবিধির 143, 188 ও 283 ধারা এবং POCSO আইনের 72 ও 82(2) ধারায় মামলা রজু করা হয়েছে ৷

বোলপুর, 17 ফেব্রুয়ারি : BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ 150 জনের বিরুদ্ধে POCSO আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল বোলপুর থানার পুলিশ । গতকাল বোলপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দেয় BJP নেতা ও কর্মীরা । সেই সময়ে নির্যাতিতাদের নাম প্রকাশ করার অভিযোগে এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রজু করল পুলিশ ৷

বোলপুর থানা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ নুরমান শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ অন্য এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল ওমর শেখের ভাই ইমরান শেখকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ । এই দুই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে গতকাল বোলপুর থানায় ডেপুটেশন জমা দেয় BJP নেতা কর্মীরা । BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে থানা ঘেরাও করে চলে বিক্ষোভ৷

গতকালের ওই কর্মসূচিতেই নাবালিকাদের নাম প্রকাশ করে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে অভিযোগ করে পুলিশ ৷ এরপরই আজ স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ মণ্ডল, মহিলা মোর্চার নেত্রী ইন্দ্রাণী বিশ্বাসসহ মোট 150 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । ভারতীয় দণ্ডবিধির 143, 188 ও 283 ধারা এবং POCSO আইনের 72 ও 82(2) ধারায় মামলা রজু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.