রামপুরহাট, 21 মে : কড়া বিধিনিষেধ আরোপ করলেও বেলা বাড়লে চোখে পড়ছে অন্য দৃশ্য ৷ শহরের মোড়ে মোড়ে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ, সমস্ত বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার আড্ডা । মাঠে চলছে খেলা । এমনই দৃশ্য দেখা গেল রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন মাঠে ৷
এদিন রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন মাঠে জনা পঁচিশেক যুবককে মনের আনন্দে ক্রিকেট খেলতে দেখা গেল । আর মাঠের চারিদিকে ছোট ছোট দলে এক সঙ্গে বসে রয়েছেন অনেকে ৷ প্রশাসনের বিধিনিষেধের তোয়াক্কা না করে করছেন, খেলা দেখছেন ৷ জমে উঠেছে আড্ডা ।
আরও পড়ুন : ভ্যাকসিন নিতে রাতেই মশারি টাঙিয়ে লাইন ময়নাগুড়িতে
রামপুরহাটে সংক্রমণ না বাড়লেও, তা যে কমছে এটাও বলা যাবে না । সুতরাং, এমন ছবিতে স্থানীয় প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক । মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যে লকডাউন না মানলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন, কিন্তু এ ছবি তার ব্যতিক্রম । দেখা মিলছে না পুলিশের মোবাইল গাড়ির, নেই কোনও সিভিক পুলিশও ।