রামপুরহাট, 11 জুলাই: বিধানসভা ভোটে সবুজ ঝড় হলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ আর এ বার পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের আধিপত্য বজায় থাকলেও, সেই বিজেপির কাছেই হারলেন মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী ৷ তাঁর অভিযোগ, নন্দীগ্রামের মতোই ঘটনা ঘটেছে ৷ বেআইনি ভাবে হারিয়ে দেওয়া হয়েছে তাঁকে ৷ আসলে জিতেছেন তিনিই ৷
পঞ্চায়েত নির্বাচনে চারিদিকে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায় রামপুরহাট 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতির কুসুম্বা পঞ্চায়েত থেকে 5নং আসনে হেরে গেলেন মাত্র 36টি ভোটে । গণনায় কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি জানিয়েছেন পম্পা ।
তিনি বলেন, "আমি জিতে গিয়েছি বলে জানতাম । পরে শুনলাম আমি হেরে গিয়েছি । এখানে নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেছে ।"
তবে অভিযোগ উড়িয়ে দিয়ে বিরোধী বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখোপাধ্যায় দাবি করেন তিনিই জয়ী । যদিও মুখ্যমন্ত্রীর মামার বাড়ি কুসুম্বা পঞ্চায়েতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন: গ্রামবাংলায় তৃণমূল ঝড়, দেখুন প্রতি মুহূর্তের খবর
প্রসঙ্গত, 2013 সালে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হন পম্পা মুখোপাধ্যায় । এ বার তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিজেপি প্রার্থী সুদেষা মুখোপাধ্যায় ও সিপিআইএম প্রার্থী পুষ্পা লেট । তবে মূল লড়াই বিজেপির সঙ্গেই হবে বলে মনে করা হয়েছিল । লোকসভা কিংবা বিধানসভার নিরিখে দেখলে এগিয়ে ছিল বিজেপি । কুসুম্বা মুখ্যমন্ত্রীর মামার বাড়ি । তার পাশেই চাকাইপুর গ্রাম মুখ্যমন্ত্রীর পৈতৃক ভিটে । নবজোয়ার কর্মসূচির সময় সেখানে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দিয়ে পম্পা মুখোপাধ্য়ায় ও বাড়ির অন্যান্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি ৷
কিন্তু ওই গ্রামগুলিতে লোকসভা এবং বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি । সেই অংকে প্রথম থেকেই বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখোপাধ্যায় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন । তাঁর স্বপ্ন সফল ৷ বিজেপির কাছে 36 ভোটে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধায় ।
মুখ্যমন্ত্রীর মামার বাড়ি বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে । ওই গ্রামে আগেই পঞ্চায়েতের দুটি আসনে পরাজিত হয় তৃণমূল । এ বার মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রীর পরাজয়ে বড় ধাক্কা খেল শাসকদল । যদিও পম্পা মুখোপাধ্যায়ের দাবি, প্রথমে তিনি জানতে পারেন যে তিনি মাত্র 6 ভোটে জয়ী হয়েছেন ৷ তাই আনন্দে মেতেছিলেন । কিন্তু কিছুক্ষণ পর তিনি খবর পান যে, 36 ভোটে তিনি হেরে গিয়েছেন বিজেপি প্রার্থীর কাছে ৷ এরপর ফের তিনি রামপুরহাট কলেজের গণনাকেন্দ্রে পৌঁছন । এই নিয়ে গণনা কেন্দ্রে চাপা উত্তেজনার সৃষ্টি হয় ।