ETV Bharat / state

Visva-Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি ক্রমশ আরও জোরালো হচ্ছে ৷ বৃহস্পতিবার এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে চিঠি পাঠানো হয় ৷ চিঠি পাঠিয়েছে বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ ৷

letter to prime minister and president demanding resignation of vc of  Visva-Bharati University
Visva-Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি
author img

By

Published : Sep 23, 2021, 7:54 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ দায়িত্বপ্রাপ্ত সকল বিশিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠাল ‘বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ’ ৷ বৃহস্পতিবার এই মঞ্চের পক্ষ থেকে তাঁদের এই পদক্ষেপের কথা জানিয়েছেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ৷

আরও পড়ুন : Visva-Bharati University : নাম না করে অনুব্রতকে ‘বাহুবলী’ বলে তোপ বিশ্বভারতীর উপাচার্যের

এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সুদীপ্ত জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নামবেন পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ৷ এদিন আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক কার্যকলাপ ও সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ ও আন্দোলন চলছে ৷ সম্প্রতি, তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ পরবর্তীতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার এনিয়ে সরব হন বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চের সদস্যরা ৷

উপাচার্যের পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ৷

এদিন বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক ও আশ্রমিকরা আলাপনী মহিলা সমিতি, কবিগুরু হস্তশিল্প মার্কেট, বোলপুর নাগরিক সমিতি, মেলার মাঠ বাঁচাও-সহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকের পর তাঁরা জানান, বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ গঠন করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি জানানো হচ্ছে ৷ বিশ্বভারতীর পরিদর্শক রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind), প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি (Narendra Modi), রাজ্যপাল তথা রেক্টর জগদীপ ধনকড়-সহ (Jagdeep Dhankhar) বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মালকেও চিঠি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Visva-Bharati University : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী পড়ুয়াদের ভর্ৎসনা হাইকোর্টের

মঞ্চের পক্ষ থেকে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘আমরা চাই উপাচার্যের পদত্যাগ ৷ তিনি এখানে একের পর এক রবীন্দ্র-আদর্শবিরোধী কাজ করে চলেছেন ৷ আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি উপাচার্যের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলনে নামব ৷’’ প্রসঙ্গত, এই মুহূর্তে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দিল্লিতে রয়েছেন ৷ সূত্রের দাবি, শিক্ষা মন্ত্রকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ তাই দিল্লি পাড়ি দিতে হয়েছে উপাচার্যকে ৷

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ দায়িত্বপ্রাপ্ত সকল বিশিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠাল ‘বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ’ ৷ বৃহস্পতিবার এই মঞ্চের পক্ষ থেকে তাঁদের এই পদক্ষেপের কথা জানিয়েছেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ৷

আরও পড়ুন : Visva-Bharati University : নাম না করে অনুব্রতকে ‘বাহুবলী’ বলে তোপ বিশ্বভারতীর উপাচার্যের

এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সুদীপ্ত জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নামবেন পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ৷ এদিন আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক কার্যকলাপ ও সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ ও আন্দোলন চলছে ৷ সম্প্রতি, তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ পরবর্তীতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার এনিয়ে সরব হন বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চের সদস্যরা ৷

উপাচার্যের পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ৷

এদিন বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক ও আশ্রমিকরা আলাপনী মহিলা সমিতি, কবিগুরু হস্তশিল্প মার্কেট, বোলপুর নাগরিক সমিতি, মেলার মাঠ বাঁচাও-সহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকের পর তাঁরা জানান, বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ গঠন করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি জানানো হচ্ছে ৷ বিশ্বভারতীর পরিদর্শক রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind), প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি (Narendra Modi), রাজ্যপাল তথা রেক্টর জগদীপ ধনকড়-সহ (Jagdeep Dhankhar) বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মালকেও চিঠি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Visva-Bharati University : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী পড়ুয়াদের ভর্ৎসনা হাইকোর্টের

মঞ্চের পক্ষ থেকে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘আমরা চাই উপাচার্যের পদত্যাগ ৷ তিনি এখানে একের পর এক রবীন্দ্র-আদর্শবিরোধী কাজ করে চলেছেন ৷ আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি উপাচার্যের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলনে নামব ৷’’ প্রসঙ্গত, এই মুহূর্তে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দিল্লিতে রয়েছেন ৷ সূত্রের দাবি, শিক্ষা মন্ত্রকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ তাই দিল্লি পাড়ি দিতে হয়েছে উপাচার্যকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.