রামপুরহাট, 29 মার্চ : জোরকদমে চলছে ভোট প্রচার। প্রচারে নেমে পড়েছে প্রায় সব দলই। প্রচার শুরু করেছেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ও। গতকাল রামপুরহাটের ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে নেমেছিলেন তিনি। সঙ্গে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। শতাব্দী বলেন, "আমাদের আগে কোনও MP-র সাথে আপনাদের এতবার দেখা হয়নি। আগে কোনও MLA বা মন্ত্রীও সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়নি।" বীরভূম লোকসভা কেন্দ্রের দু'বারের বিধায়ক শতাব্দী। এবারেও জেতা নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
প্রচারের ফাঁকে গতকাল তিনি বলেন, "২০০৯ সালে বীরভূমে ঢুকেছিলাম, তার আগেও তো এসেছি। যাত্রা করতে এসেছি, শুটিং করতে এসেছি তখন দেখেছি মোড়াম রাস্তা, মাটির রাস্তা। বিদুৎ নেই। এখন সব রাস্তা কংক্রিটের হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমাদের আগে কোনও সরকার এত কাজ করেনি। আমরা আপনাদের পাশে আছি। সারা বছর পাশে থেকেছি। সুতরাং আমাদের ভোট চাওয়ার অধিকারও আছে। আমরা করব বলে ভোট চাইছি না। করেছি বলে ভোট চাইছি।"
উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে শতাব্দী। বলেন, "সিনেমা, টিভিতে দশ বছর সামনে দেখেছেন তাহলে এই মুখটা ভোলার কারণ নেই। আমি সত্যি বলছি, মন থেকে বলছি। আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ এই জন্য যে, দশ বছর পরও আমার প্রতি এত ভালোবাসা আছে।"