সিউড়ি, 8 মার্চ : NRC ও CAA-র প্রতিবাদ সভায় কোরোনা ভাইরাস নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । সভামঞ্চ থেকে তিনি বলেন, "কোরোনা ভাইরাসের জন্য দায়ি চিন । আর তার থেকেও বেশি ভয়ঙ্কর ভাইরাস ভারতকে জর্জরিত করেছে । মানুষের শেষ ভাইরাস ।"
আজ বীরভূমের সিউড়িতে হয় ওই সভা। সেখানে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "কোরোনা ভাইরাস ভারতে আক্রমণ করেছে । এর জন্য দায়ি কে ? কোরোনা ভাইরাসে চিন যেমন প্রধান দায়ি, তার আগে যে আপনি অন্য ভাইরাসে জর্জরিত হয়েছেন । সেটা কোরোনা ভাইরাস নয় । মানুষের শেষ ভাইরাস, অর্থনৈতিক ভাইরাস । লজ্জা লাগে না ? ইয়েস ব্যাঙ্ক শেষ হয়ে গেল । আজ দেশের অর্থনীতিকে শেষ করে দিলেন মোদি । "
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে অনুব্রত আরও বলেন, " তোমার লজ্জা পাওয়া দরকার । 8 লাখ হাজার কোটি টাকা, ভারত শেষ হয়ে গেল । এর জন্য দায়ি তুমি । এর দায়ভার তোমায় নিতে হবে, অন্য কেউ নেবে না । যেই ইয়েস ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি স্টেট ব্যাঙ্কের সঙ্গে জুড়ে দিলে।" অনুব্রত মণ্ডল আরও বলেন, "কেন বল ? কী জন্যে করলে? তোমার ভয় আছে । পুরীর মন্দিরের 800 কোটি টাকা ইয়েস ব্যাঙ্কে আছে । তুমি দেখলে পুরীর মন্দির রেগে যাবে । তোমায় মানবে না । কোরোনা ভাইরাসের থেকেও আজ ভারতের অর্থনৈতিক ভাইরাস গুরুত্বপূর্ণ । এ ভাইরাস কী করে সারাবে ! ভারতের যে 19 জন টাকা মেরেছেন, তার মধ্যে 18 জন গুজরাতের । কয়েকটা টাকা নয়, 8 লাখ হাজার কোটি টাকা। ভারতবর্ষের টাকা নিয়ে তাঁরা পালিয়ে গেছেন ।"