তারাপীঠ, 28 অগস্ট: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রত্যাশা মতো দর্শনার্থী না হওয়া নিয়ে একাংশ মিডিয়াকে দায়ী করল লজ ওনার্স অ্যাসোসিয়েশন ৷ অভিযোগ করা হল, কয়েকটি সংবাদ মাধ্যেমে হোটেল ও লজের ভাড়া (Tarapith Hotel Fare) কয়েকগুণ বেশি নেওয়া হচ্ছে, এমন খবর সম্প্রচারের কারণেই, নাকি তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মানুষের ভিড় তেমন চোখে পড়েনি ৷ যা নিয়ে মন্দির কমিটির তরফে বলা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনায় বসবে ৷
করোনা সংক্রমণের কারণে পর পর দু’বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ৷ তবে, এ বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় প্রশাসনের তরফে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল ৷ দু’বছর বন্ধ থাকার কারণে আশা করা হয়েছিল কমপক্ষে 5 লক্ষ ভক্তের ভিড় হবে তারাপীঠে ৷ সেই মতো প্রস্তুতিও নিয়েছিল প্রশাসন ৷ কিন্তু, প্রশাসনের আশানুরূপ ভক্ত সমাগম হল না তারাপীঠে (Lack of Devotees at Tarapith in Kaushiki Amavasya) ৷ একটি সূত্রের দাবি, 2 লক্ষ মানুষও তারাপীঠে আসেনি এ বারের কৌশিকী অমাবস্যায় ৷
যার প্রভাব পড়েছে হোটেল ব্যবসা থেকে শুরু করে, ফুল, ফল এবং মন্দির সংলগ্ন খাবারের দোকানগুলিতেও ৷ অভিযোগ কয়েকটি সংবাদ মাধ্যমে ভুল খবর সম্প্রচারের জন্যই নাকি এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এ নিয়ে তারাপীঠ লজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরির অভিযোগ , কৌশিকী অমাবস্যার ঠিক আগে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের জেরে তারাপীঠে ভক্ত সমাগত হয়নি ৷ তিনি অভিযোগ করেছেন, কয়েকটি সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, তারাপীঠের লজ ও হোটেলগুলিতে কৌশিকী অমাবস্যায় অন্যান্য সময়ের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে ৷ আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরই মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি ৷
যদিও অন্য কথা বলছেন, তারাপীঠে কৌশিকী অমাবস্যায় পুজো দিতে যাওয়া পুণ্যার্থীরা ৷ তাঁদের অভিযোগ, বেশির ভাগ হোটলে ও লজ ভাড়া তিন থেকে চার গুণ বাড়িয়ে দিয়েছে ৷ কোথাও কোথাও 3 দিনের জন্য 10-12 হাজার টাকা করে চাওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ ফলে উপায় না দেখে বাধ্য হয়ে বেশি টাকায় অনেকেই ঘরভাড়া নিচ্ছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা ৷ এর জন্য প্রশাসনিক নজরদারির অভিযোগও তুলেছেন অনেক পূণ্যার্থী ৷
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর শুরু কৌশিকী অমাবস্যা, উপচে পড়ছে ভক্তদের ভিড়
পাশাপাশি, অটো দৌরাত্ম্যের অভিযোগও উঠেছে তারাপীঠে ৷ কৌশিকী অমাবস্যা তিথি শুরুর 12 ঘণ্টা আগেই মুনসভা মোড়ের কাছে 112 নম্বর জাতীয় সড়কে 5 কিলোমিটার আগে বড় গাড়ি আটকে দেওয়া ৷ ফলে বাকি পথ যেতে অটো বা টোট ভাড়া করতে হয় ৷ সেখানেও লাগামছাড়া ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে ৷